গোপালগঞ্জ রণক্ষেত্র, ১৪৪ ধারা জারি; পুলিশ সুপারের দপ্তরে আশ্রয়ে এনসিপি নেতারা

ভাঙচুর হয়েছে সমাবেশস্থল, ইউএনও’র গাড়ি, পুড়েছে পুলিশের টহল যান। সেনা সদস্যদের দেখা গেছে মারমুখী ভূমিকায়। আহত হয়েছেন বিক্ষুব্ধ জনতার অনেকেই।