এপ্রিলেই ভারতের রাস্তায় টেসলা, বাংলাদেশে কবে?

নিজের কোম্পানির একটি মডেল নিয়ে কথা বলছেন ইলন মাস্ক।
নিজের কোম্পানির একটি মডেল নিয়ে কথা বলছেন ইলন মাস্ক।

চলতি বছরের এপ্রিল মাসে ভারতের সড়কে দেখা যাবে ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি টেসলা।

সিএনবিসি-টিভি এইটটিন জানিয়েছে, শুরুতে জার্মানির রাজধানী বার্লিনের কারখানা থেকে আমদানি করা হবে এসব গাড়ি।

ভারতীয় এই গণমাধ্যম টেসলার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে নিশ্চিত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভারতে ইতোমধ্যে শোরুম লোকেশনেরও প্রাথমিক বাছাই হয়ে গিয়েছে। ভারতে প্রথম দুটি শোরুম হচ্ছে মুম্বাইয়ের বিকেসি বিজনেস ডিস্ট্রিক্ট এবং নয়াদিল্লির এরোসিটিতে।

প্রাথমিক অবস্থায় ২৫ হাজার মার্কিন ডলার যা ভারতীয় রুপিতে প্রায় ২১ লাখে মিলতে পারে টেসলার বৈদ্যুতিক গাড়়ির সর্বোনিম্ন মডেল।

তবে দেশটিতে টেসলা নিজস্ব কারখানা তৈরি করবে কি না সে বিষয়ে বিস্তারিত তথ্য মেলেনি। টেসলার ওয়েবসাইটেও এ সংক্রান্ত কোনো আপডেট নেই।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, টেসলা এখন মরিয়া হয়ে মুম্বাই ও দিল্লির বিভিন্ন জায়গায় শোরুমের জায়গা খুঁজছে। এরই মধ্যে নয়াদিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে তারা এই মুহূর্তে একটি শোরুম খোলার আগ্রহ প্রকাশ করেছে।

আরও পড়ুন

সর্বশেষ

ads