বিপিএল ফাইনালের পর প্রায় এক মাস হতে চলল কিন্তু বকেয়া পারিশ্রমিক নিয়ে ঝামেলা থামার কোনো আভাস নেই। দুর্বার রাজশাহীর জন্য যারা একটু আড়ালে পরে গিয়েছিল সেই চিটাগং কিংস এবার আলোচনার কেন্দ্রে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদিকে মেন্টর করে আনা দলটি পারিশ্রমিকের কেবল এক পঞ্চমাংশ পরিশোধ করেছে। বিসিবি স্বীকার করে নিয়েছে, এই বকেয়ার ঘটনা তাদের জন্য লজ্জার এবং এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
ফ্র্যাঞ্চাইজি বাছাইয়েও নিজেদের ভুল স্বীকার করেছে বিসিবি। বিসিবি পরিচালক ও বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদীন বলেছেন,
ভবিষ্যতে শতভাগ সতর্ক থাকবেন তারা।
পাকিস্তানের সাবেক অলরাউন্ডার ও বিশ্ব ক্রিকেটের বড় তারকা আফ্রিদি গত রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চুক্তির ১ লাখ ডলারের মধ্যে কেবল ১৯ হাজার ডলার পেয়েছেন তিনি। চিটাগং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরীর সঙ্গে অনেকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।
এ নিয়ে বিসিবি প্রধান ফারুক আহমেদের কাছে লিখিত অভিযোগ করেন আফ্রিদি। প্রয়োজন হলে দুই দেশের প্রধানকেও এটা নিয়ে লিখবেন বলে জানান তিনি।
বকেয়া রাখার কথা স্বীকার করে সামির দাবি করেন, ২১ হাজারের মতো দেওয়া হয়েছে। বাকিগুলোও পেয়ে যাবে, এমন তো নয় যে পাবে না। উনি তো আর ক্রিকেটার নন, উনারটা উনি পেয়ে যাবেন…।
বিপিএলসহ বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলে যাওয়ার অভিজ্ঞতায় ঋদ্ধ আফ্রিদির অভিযোগ প্রকাশ্যে আসার পর
রোববার থেকে বাংলাদেশের ক্রিকেটে এ নিয়ে চলছে তোলপাড়। সোমবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায়ও আলোচনা হয়েছে এই বিষয়টি।
সভা শেষে সংবাদ সম্মেলনে নাজমুল বলেন, এসব ক্ষেত্রে ভবিষ্যতের সুরক্ষা নিয়ে ভাবতে শুরু করেছেন তারা।
“আফ্রিদির যে ব্যাপারটি, সবার জন্যই লজ্জার। একটা ব্যাপার হলো, একটা ফ্র্যাঞ্চাইজি কাকে নিয়ে আসবে, সেটা মেন্টর করে হোক, দলের প্রমোশনের জন্য হোক, সেখানে আসলে বোর্ড কিছু করতে পারে না। তবে দিনশেষে, এই ধরনের কর্মকাণ্ডগুলি শুধু বোর্ডকে নয়, দেশের মাথাও নিচু করে দেয়।”
“এটা অবশ্যই আমাদের নজরে এসেছে এবং আলোচনা হয়েছে যে, কীভাবে আমরা একটা ডিফেন্স মেকানিজম তৈরি করব, যেন কেউ চাইলেও ভবিষ্যতে এরকম করতে না পারে। নিয়মের বাইরে গিয়েও কিছু নিয়ম তৈরি করতে হতে পারে আমাদের, যাতে ক্রিকেট ক্ষতিগ্রস্ত না হোক বা দেশের সম্মান ক্ষতিগ্রস্ত না হোক।”
বিপিএল চলার সময়ও আলোচনায় ছিলেন সামির। ক্রিকেটারদের পারিশ্রমিক সময়মতো দেননি তিনি, জাতীয় দলের ক্রিকেটার পারভেজ হোসেন ইমনকে নিয়ে করেন আপত্তিকর মন্তব্য। সে সময় তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা বিসিবি নেয়নি।
কাদেরকে ছাড় দেওয়ার শুরু অবশ্য টুর্নামেন্ট শুরুর আগে থেকেই। বিপিএলের প্রথম দুই আসরে অংশ নেওয়ায় তার মালিকাধীন দলটির কাছে বিসিবির পাওনা ছিল ফ্র্যাঞ্চাইজি ফির ৯ কোটি টাকা। সেই টাকা পরিশোধ না করা এবং নানা বিতর্কের জন্য তারা তৃতীয় আসর থেকে আর বিপিএলে অংশ নিতে পারেনি।
গত অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে চলমান পালাবদলের মধ্যে পরিবর্তেন আসে বিসিবির বোর্ডেও। তারাই অনেক ছাড় দিয়ে বিপিএলে ফেরান সামিরকে। পাওনা ৯ কোটি টাকার তিন ভাগের প্রায় দুই ভাগ মওকুফ করে দেওয়া হয়। কিস্তিতে পরিশোধের অনুমতি দেওয়া হয় বাকি সাড়ে তিন কোটি
এই ছাড়ের ব্যাপারে এখনও কোনো উপযুক্ত উত্তর দেয়নি বিসিবি। নাজমুল নিশ্চিত করলেন, কমিয়ে দেওয়া ওই ফ্র্যাঞ্চাইজি ফি এখনও পুরোপুরি পরিশোধ করেনি চিটাগং কিংস!
“এটা নিশ্চিত যে, আমরা ভুল ফ্র্যাঞ্চাইজি বেছে নিয়েছি। এখানে সময় নষ্ট করে লাভ নেই। অবশ্যই ভুল ফ্র্যাঞ্চাইজি বেছে নিয়েছি আমরা। কেউ হোটেল ভাড়া দিতে পারেনি, কেউ বাস ভাড়া দিতে পারেনি, এ পর্যায় পর্যন্ত গেছে। আমরা বাছাই করার সময় আশা করিনি যে, এই পর্যায়ে যেতে পারে।”
“আমরা জানতাম যে, আর্থিকভাবে সবাই একটু চাপের মধ্যে আছে, হয়তো কিছু দেরি হতে পারে কিছু জায়গায়, হয়তো গ্যারান্টি মানি পাব না ওইভাবে, তবে এটা যে এই পর্যায়ে যাবে, তা তো স্বপ্নেও ভাবিনি। ওই না ভাবতে পারার দায় আমাদের। এটা মেনে নিচ্ছি। খারাপগুলো যেন ভবিষ্যতে না হয়, এটা নিয়ে শতভাগ সতর্ক থাকব।”