টি-টোয়েন্টি ক্রিকেটে এক সময়ের পরাক্রমশালী ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশড করার স্বপ্ন যেনতেন বিষয় নয়। আগের দুই ম্যাচে জয়ী হয়ে হাতছানি দিচ্ছিলো সে সুযোগ। কাজে লাগাতে ভুল করেননি অবশ্য বাংলাদেশের ক্রিকেটাররা। ফলাফল ৮০ রানের বড় ব্যবধানে জয়ী, ওয়েস্ট ইন্ডিজ হোয়াইটওয়াশড প্রথমবারের মতো।
ওদিকে, অনূর্ধ-১৯ এশিয়া কাপে নেপালকে উড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশের মেয়েরা।
সেন্ট ভিনসেন্ট আর কুয়ালালামপুরে এই দুই জয়ে বাংলাদেশ ক্রিকেটের জন্য স্মরণীয় হয়ে থাকলো আজকের দিনটি।
শুক্রবার সেন্ট ভিনসেন্টে টস জিতে ব্যাট করে জাকের আলী, পারভেজ ইমনদের ব্যাটে ৭ উইকেটে ১৮৯ রানের ভালো সংগ্রহ পায় বাংলার টাইগাররা। পরে স্পিনার রিশাদ হোসেন ও শেখ মাহেদীর তোপে ১৬.৪ ওভারে ১০৯ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
ওপেনিংয়ে ইমনের সঙ্গে ৪৪ রানের জুটি গড়লেও বরাবরের মতো এই ম্যাচেও রান পাননি লিটন দাস। ১৪ রান করে আউট হয়ে সাজঘরে ফেরেন।
এদিন সৌম্য সরকারের জায়গায় একাদশে ফিরে ইমন খেলেন ২১ বলে ৩৯ রানের ইনিংস। তার ব্যাট থেকে চারটি ও দুটি ছক্কা আসে। চারে নেমে মেহেদী মিরাজ ২৩ বলে ২৯ রান যোগ করেন।
দলের পক্ষে সেরা ইনিংসটা খেলেছেন জাকের আলী। টেস্ট ও ওয়ানডে সিরিজে রান পাওয়া এই ব্যাটার ৪১ বলে ৭২ রানের হার না মানা ইনিংস খেলেন। ছয়টি ওভার বাউন্ডারি মারেন তিনি। তার ব্যাট থেকে চারের শট আসে তিনটি। শেষে তানজিম সাকিব ১২ বলে ১৭ রান যোগ করেন।
লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই হোঁচট খায় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের প্রথম ওভারে ব্রেক থ্রু দেন তাসকিন আহমেদ।
পরের ওভারেই অভিষিক্ত জাস্টিন গ্রেইভসকে তুলে নেন শেখ মেহেদী। ৭ রানে ২ উইকেট হারানো দল জনসন চার্লস ও নিকোলাস পুরানের ব্যাটে পাল্টা আক্রমণে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সফল হতে পারেনি। ৪৬ রানে ৫ উইকেট হারিয়ে ততক্ষণে চেপে বসা টাইগারদের সামনে দুর্বলই মনে হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজকে।
ক্যারিবীয়দের হয়ে ওপেনার চার্লস ২৩ ও চারে নামা পুরান ১৫ রান করেন। রোমারিও শেইফার্ড ৩৩ রানের ইনিংস খেলেন।
বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট শিকার করেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তাসকিন ও শেখ মেহেদী দুটি করে উইকেট নিয়েছেন। সিরিজ সেরা হয়েছেন স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী।
অনূর্ধ-১৯ এশিয়া কাপে কুয়ালালামপুরে অনুষ্ঠিত ম্যাচে নেপালকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ। ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারতের।
গত ৮ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।
বৃষ্টি বিঘ্নিত বেউয়েমাস ওভালের ম্যাচের দৈর্ঘ্য কমে এসেছিল ১১ ওভারে। প্রথমে ব্যাট করে নেপাল পুরো ওভার ব্যাট করে তোলে ৮ উইকেটে ৫৪ রান তুললে ৯.৫ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।
ম্যাচসেরা হয়েছেন ফাহমিদ ছোঁয়া। তিনি ব্যাট হাতে অপরাজিত ২৬ রান ও বল হাতে ১৪ রানে ১ উইকেট নেন।