বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিবৃতি প্রাসঙ্গিক নয়: ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক অফিস বন্ধ করার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের দেওয়া বিবৃতির জবাবে দেশটি বলেছে, বাংলাদেশের অভিযোগের বিষয়ে তারা অবগত নন।

বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া প্রেস বিবৃতি প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এমন দাবি করেন।

তিনি বলেন, ভারতে আওয়ামী লীগের কোনো সদস্য বাংলাদেশবিরোধী কার্যকলাপে লিপ্ত আছেন, বা ভারতীয় আইনের পরিপন্থী কোনো কাজ করেছেন- এমন অভিযোগের বিষয়ে তারা অবগত নন।

“ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ নেই,” যোগ করেন তিনি।

জয়সওয়াল বলেন, সুতরাং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া ওই প্রেস বিবৃতি প্রাসঙ্গিক নয়।

একই বিবৃতিতে বাংলাদেশের জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট নির্ধারণে দেশটিতে দ্রুত অবাধ, সুষ্ঠু ও সর্বজনীন নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত।

এর আগে একইদিন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামী লীগ দিল্লি ও কলকাতায় অফিস তৈরি করার খবর বাংলাদেশ সরকারের নজরে এসেছে।

আওয়ামী লীগের নেতারা ভারত থেকে বাংলাদেশ বিরোধী কার্যক্রম চালাচ্ছেন বলেও উঠে এসেছে বিবৃতিতে।

গত জুলাইয়ে একটি ভুঁইফোড় এনজিওর কার্যক্রমের আড়ালে আওয়ামী লীগের নেতারা দিল্লি প্রেস ক্লাবে অনুষ্ঠান আয়োজন করে এবং সেখানে উপস্থিত সংবাদকর্মীদের উদ্দেশে করে পুস্তিকা বিলি করে বলেও উল্লেখ করা হয় ওই বিবৃতিতে।

আওয়ামী লীগের নেতারা ভারতে অবস্থান করে বাংলাদেশ বিরোধী কার্যক্রম চালালে সেটি দুই দেশের মধ্যে সুসম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারে এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবর্তনশীল পরিস্থিতির জন্যও হুমকিস্বরূপ হতে পারে বলে উঠে এসেছে বিবৃতিতে।

এছাড়া এই ঘটনা বাংলাদেশের মানুষের মধ্যে জনরোষ তৈরি করতে পারে বলেও উল্লেখ করা হয় বাংলাদেশের তরফে।

এসব বিষয় বিবেচনায় রেখে ভারতের মাটিতে কোনো বাংলাদেশি নাগরিক যেন বাংলাদেশ বিরোধী কার্যক্রম পরিচালনা না করতে পারে তা নিশ্চিত করতে ভারত সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতির কয়েক ঘণ্টার ব্যবধানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল প্রতিক্রিয়া জানান।

আরও পড়ুন