যে কারণে ধরপাকড় সৌদিতে, এক সপ্তাহে আটক ২০ হাজার

সৌদি আরবে এক সপ্তাহের ব্যবধানে আটক করা হয়েছে ২০ হাজারের বেশি অবৈধ অভিবাসী।
সৌদি আরবে এক সপ্তাহের ব্যবধানে আটক করা হয়েছে ২০ হাজারের বেশি অবৈধ অভিবাসী।

সৌদি আরবে চলমান নিরাপত্তা অভিযানে এক সপ্তাহে বিশ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার সৌদি গ্যাজেট দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে জানিয়েছে, ১০ এপ্রিল থেকে ১৬ এপ্রিলের মধ্যে নিরাপত্তা বাহিনীর অভিযানে এই বিপুল সংখ্যক অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়।

সম্প্রতি ব্যাপক মাত্রায় ধরপাকড় চালাচ্ছে সৌদি প্রসাশন, যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে দেশটিতে বসবাসরত প্রবাসীদের জন্য।

মূলত আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের মতো অপরাধে এই ২০ হাজার ৬৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে আইবাসিক আইন লঙ্ঘনের দায়ে ১২ হাজার ৩৭২ জনকে, ৪ হাজার ৭৫০ জনকে সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অপরাধে এবং শ্রম আইন ভাঙার অভিযোগ ৩ হাজার ৫৬৬ জনকে গ্রেপ্তার করা হয়।

সীমান্ত অতিক্রম করে রাজ্যে প্রবেশের চেষ্টা করার সময় গ্রেপ্তার হওয়া অনুপ্রবেশকারীর সংখ্রা ১ হাজার ২৬৪ জন, যার মধ্যে ৩৬ শতাংশ ইয়েমেনি নাগরিক, ৬১ শতাংশ ইথিওপিয়ান এবং তিন শতাংশ অন্যান্য জাতীয়তার।

এ ছাড়া অবৈধভাবে ভিন্ন শহরে যাওয়ার চেষ্টা করায় ৯৩ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। এদের মধ্যে কোন বাংলাদেশি রয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

বর্তমানে বিভিন্ন পর্যায়ের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন ৩০ হাজার ৩৮ জন পুরুষ এবং ২ হাজার ৩৭৯ জন নারীসহ মোট ৩২,৪১৭ জন অবৈধ অভিবাসী।

এদের মধ্যে মোট ২৪ হাজার ৮১১ জন আইন লঙ্ঘনকারীকে ভ্রমণের নথিপত্র সংগ্রহের জন্য তাদের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। ২ হাজার ৯৩৬ জন আইন লঙ্ঘনকারীকে তাদের ভ্রমণ সংরক্ষণ সম্পূর্ণ করার জন্য পাঠানো হয়েছে এবং ১২ হাজার ২৩৫ জনকে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।

অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় এবং কর্মসংস্থান দিয়ে সহায়তার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ২৭ জনকে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলেছে, যারা রাজ্যে অবৈধভাবে ব্যক্তিদের প্রবেশে সহায়তা করে, আশ্রয় দেয় বা অন্য কোনও সহায়তা বা পরিষেবা প্রদান করে, তাদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১ মিলিয়ন রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে।

এ ছাড়া পরিবহনের জন্য ব্যবহৃত যানবাহন বা আশ্রয় দেওয়ার জন্য ব্যবহৃত ঘরও বাজেয়াপ্ত করা হবে বলে সতর্ক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জনসাধারণকে মক্কা, রিয়াদ এবং পূর্ব প্রদেশের ৯১১ নম্বরে এবং রাজ্যের অন্যান্য অঞ্চলের ৯৯৯ এবং ৯৯৬ নম্বরে কল করে আইন লঙ্ঘনের যেকোনো ঘটনা অবহিত করার আহ্বান জানিয়েছে।

এদিকে, বাংলাদেশে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে কটাক্ষ বা অবমাননা করার দায়ে সৌদি আরবে ৬০ হাজার বাংলাদেশিকে আটক করার যে খবর সোশাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে তার সত্যতা খুঁজে পাওয়া যায়নি। সৌদি আরবের কোনো সংবাদ মাধ্যম এ ধরনের খবর প্রকাশ করেনি।  

আরও পড়ুন