বহু প্রতীক্ষিত চন্দ্রগ্রহণে চাঁদের রক্তরূপ দেখল বিশ্ব

পূর্ণ চন্দ্র গ্রহণের ছবিটি পাঠিয়েছেন এম রহমান মিল্টন।
পূর্ণ চন্দ্র গ্রহণের ছবিটি পাঠিয়েছেন এম রহমান মিল্টন।

প্রতীক্ষিত পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের (Full Lunar Eclipse) সাক্ষী হলো বিশ্ব। চাঁদের এই অপরূপ পরিবর্তন দেখতে অপেক্ষায় ছিলেন পৃথিবীর নানা প্রান্তের মানুষ।

ফিনল্যান্ডে স্থানীয় সময় রাত ৮টা ৩১ মিনিটে চাঁদ সম্পূর্ণরূপে পৃথিবীর ছায়ায় চলে যাওয়ার পর শুরু হয় গ্রহণ। পূর্ণগ্রাস গ্রহণের সবচেয়ে গভীরতম মুহূর্তটি ধরা দেয় রাত ৯টা ১২ মিনিটে।

সাধারণত গ্রহণের সময়, চাঁদ খুব নিচুতে নেমে আসে, সেই সঙ্গে সরে যায় পূর্ব-দক্ষিণ-পূর্ব দিকে।

এই বিরল মহাজাগতিক ঘটনা ফিনল্যান্ড ছাড়াও বিশ্বের বহু দেশ প্রত্যক্ষ করেছে। আর গ্রহণের কালে চাঁদের আকাশযাত্রা ঢেকে যায় পৃথিবীর ছায়ায়, যাকে চাঁদের রক্তরূপ (Blood Moon) বলা হয়ে থাকে।

ফিনল্যান্ডের রোভানিয়েমি থেকে মোবাইলে ছবিটি তুলে পাঠিয়েছেন রহমান খান।

চন্দ্রগ্রহণ শুধু বিরল প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগই নয়, পাশাপাশি বিজ্ঞানকে সহজ ভাষায় ব্যাখ্যা করারও এক বিরাট ক্ষেত্র।

চাঁদের এই রক্তরূপ সম্পর্কে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির একজন ফেলো র‍্যাচেল ডাটন বিবিসিকে বলেন, “পৃথিবীর বায়ুমণ্ডল, যেহেতু এটি সূর্যকে সরাসরি চাঁদের উপর আলোকিত হতে বাধা দেয়, তাই আলো ছড়িয়ে দিয়ে “একটি প্রিজম” এর মতো কাজ করে এবং আপনি “সুন্দর লাল আলো চারপাশে বাঁকানো” দেখতে পান।”

“যদি আমরা বায়ুমণ্ডলবিহীন একটি গ্রহ হতাম, তাহলে চাঁদ কেবল অন্ধকার হয়ে যেত।”

আরও পড়ুন