মাশরাফিকে ছাড়াই এবারের বিপিএল?

রঙিন জার্সিতে শেষ এপ্রিলে দেখা গিয়েছিল মাশরাফি বিন মুর্তজাকে।
রঙিন জার্সিতে শেষ এপ্রিলে দেখা গিয়েছিল মাশরাফি বিন মুর্তজাকে।

বিপিএলের নতুন আসর শুরুর দুই দিন আগেও দলের সঙ্গে অনুশীলনে যোগ দেননি মাশরাফি বিন মুর্তজা। সিলেট সিক্সার্স কোচ একেএম মাহমুদ ইমন বললেন, অভিজ্ঞ এই পেসারের জন‍্য একটা সময় পর্যন্ত অপেক্ষা করবেন তারা। এরপর বেছে নেবেন অন‍্য কোনো খেলোয়াড়।  

গত আসরে রানার্সআপ হয়েছিল সিলেট। কোচ ইমনের দাবি, এই দলের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে আছেন মাশরাফি। প্লেয়ার্স ড্রাফটে দ্বিতীয় ডাকে তাকে তাকে দলে নিয়েছিল সিলেট। সেই সময়ে যে শঙ্কা ছিল, সেটাই এখন বাস্তব হওয়ার পথে। সাকিব আল হাসানের মতো এবারের বিপিএলে অনিশ্চিত মাশরাফিও। 

সবশেষ তিনি মাঠে নেমেছিলেন গত এপ্রিলে, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। এরপর থেকে মাঠের বাইরে তিনি।

গত অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আড়ালেই আছেন তিনি। বিপিএল দিয়ে খেলায় ফেরার কথা ছিল টুর্নামেন্টের সফলতম অধিনায়কের।

উদ্বোধনী ম‍্যাচের ৪৮ ঘণ্টা আগেও তিনি দলে যোগ না দেওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, মাশরাফি কি খেলবেন এবার?

মিরপুর বিসিবির অ‍্যাকাডেমি মাঠে শনিবার সিলেটের অনুশীলন শেষে ইমনের কথায় নেই কোনো আশার ছিটেফোঁটা।

“আমাদের স্কোয়াডে এখনও আছে মাশরাফি। কারণ এই দলের ওতপ্রোত অংশ মাশরাফি। সব কিছু পরিস্থিতির ওপর নির্ভর করছে। মাশরাফি কেমন অনুভব করছে, ফিটনেসের অবস্থা কী। ও যদি খেলার অবস্থায় থাকে, ফিটনেস যদি ভালো থাকে, তাহলে অবশ্যই খেলবে।” 

“মাশরাফির সঙ্গে কথাবার্তা চলছে। তবে পরিস্থিতির ওপর নির্ভর করছে। ফিটনেসের বিষয়ে কথা হচ্ছে। কারণ প্রস্তুতিটা গুরুত্বপূর্ণ।”

কোনো সময়সীমার কথা না বলে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত মাশরাফির জন‍্য অপেক্ষা করার কথা বললেন সিলেট অধিনায়ক।

“যতক্ষণ পর্যন্ত মাশরাফি খেলার জন্য ফিট হবে না, আমরা বিবেচনায় আনব না ওকে। আমরা ওর জন্য অপেক্ষা করব। এটা ওর সিদ্ধান্ত। ও যখন বলবে খেলার জন্য তৈরি… তবু একটা নির্দিষ্ট সময় আছে। যখন আর সময় থাকবে না, ওই জায়গায় অন্য খেলোয়াড় ডাকব।”

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার শুরু হবে বিপিএলের ১১তম আসর। পরদিনের দ্বিতীয় ম‍্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে সিলেট।

আরও পড়ুন