ভারতের গুজরাটে রাতভর চিরুনি অভিযানে এক হাজারের বেশি অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটক করা হয়েছে, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক খবরে জানানো হয়, এদের মধ্যে আহমেদাবাদে ৮৯০ জন এবং সুরাটে ১৩৪ জনকে আটক করা হয়েছে বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভি নিশ্চিত করেছেন।
অভিযানের পর সাংঘভি গুজরাটে বসবাসকারী অবৈধ অভিবাসীদের সতর্ক করে বলেন, অবৈধরা যেন নিজ উদ্যোগে পুলিশের কাছে আত্মসমর্পণ করে, অন্যথায় তাদের গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠানো হবে।
অবৈধ অভিবাসীদের আশ্রয়দানকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি।
ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সাংঘভি সাংবাদিকদের বলেন, “অবৈধ বাংলাদেশিদের গ্রেপ্তারে একটি ঐতিহাসিক সাফল্য অর্জিত হয়েছে। আহমেদাবাদ পুলিশ ৮৯০ জন এবং সুরাট পুলিশ ১৩৪ জনকে গ্রেপ্তার করেছে। রাজ্যে অবৈধভাবে বসবাসকারী মানুষের বিরুদ্ধে এটি গুজরাট পুলিশের সবচেয়ে বড় অভিযান।”
আটকরা গুজরাটে আসার আগে ভারতের বিভিন্ন স্থানে থাকার জন্য পশ্চিমবঙ্গ থেকে পাওয়া জাল নথি ব্যবহার করেছিল বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, “এই ব্যক্তিদের অনেকেই মাদক চোরাকারবারি ও মানব পাচারের সাথে জড়িত। আমরা দেখেছি যে সম্প্রতি গ্রেপ্তার হওয়া চারজন বাংলাদেশীর মধ্যে দুজন কীভাবে আল কায়েদার স্লিপার সেলে কাজ করেছিল। এই বাংলাদেশীদের পটভূমি এবং গুজরাটে তাদের কার্যকলাপের তদন্ত করা হবে।”
“যত দ্রুত সম্ভব তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করার ব্যবস্থা করা হচ্ছে, যোগ করেন তিনি।
“আমরা দেশের বিভিন্ন অংশ এবং গুজরাটে পৌঁছানোর জন্য ব্যবহৃত জাল নথিগুলো তদন্ত করব এবং যারা জাল নথি তৈরি করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
সাংঘভি বলেন, নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী গুজরাট জুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে এবং পাকিস্তানি নাগরিকদের গুজরাট ত্যাগ করার জন্য স্পষ্ট নির্দেশনা রয়েছে।
আহমেদাবাদে সংবাদমাধ্যমের সাথে আলাপকালে, পুলিশের মহাপরিচালক (ডিজিপি) বিকাশ সহায় বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তথ্যচিত্র এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে তাদের জাতীয়তা নিশ্চিত করা হচ্ছে।
“পুলিশ যখন প্রমাণ করবে যে তারা বাংলাদেশি নাগরিক, তখন কেন্দ্রীয় সরকার এবং সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাথে সমন্বয় করে তাদের প্রত্যর্পণের প্রক্রিয়া যত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন করা হবে,” যোগ কেরন তিনি।