ক্রিকেটে বাংলাদেশের উত্থানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ক্লাব ক্রিকেটের একটা স্পষ্ট আধিপত্য আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্রে। সেটা কমিয়ে আনার জন্য ঢাকার ক্লাব ক্রিকেটের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) বিলুপ্তি, ক্লাবগুলোর কাউন্সিলরশিপ ও পরিচালক কমানোর সুপারিশ এসেছে।
এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকার ক্লাবগুলো; লিগ বর্জনের ঘোষণা দিয়েছে তারা।
দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী ঢাকার ক্লাবগুলোর কাউন্সিলরশিপ ছিল ৫৫টি। গত বছর বার্ষিক সাধারণ সভায় সেটি বাড়িয়ে করা হয় ৭৬। কাউন্সিলরশিপ নিশ্চিত করা হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ও তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের প্রতিটি ক্লাবের।
নাজমুল আবেদীনের নেতৃত্বাধীন গঠনতন্ত্র সংশোধন কমিটি ক্লাবগুলোর কাউন্সিলরশিপ কমিয়ে ৩০-এ নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে। পাশাপাশি বিসিবির পরিচালনা পরিষদে এই ক্যাটাগরিতে পরিচালকের সংখ্যা ১২ থেকে ৪-এ নামিয়ে আনার কথা বলেছে।
এসব প্রস্তাব ভালোভাবে নিচ্ছে না ঢাকার ক্লাবগুলো।
মঙ্গলবার সিসিডিএমের আওতাধীন ক্লাবগুলো এক মতবিনিময় সভায় বসেছিল। সেখানে প্রাথমিকভাবে আসন্ন প্রথম বিভাগ ও প্রিমিয়ার লিগ বর্জনের হুমকি দিয়েছেন ক্লাবগুলোর প্রতিনিধিরা।
প্রস্তাব এলেই সেটা কার্যকর হবে এমন কোনো নিশ্চয়তা নেই। গঠনতন্ত্র অনুযায়ী এসব প্রস্তাব পাশ করতে হবে আগামী বার্ষিক সাধারণ সভায়।
অবশ্য ততদিন অপেক্ষা করতে নারাজ ঢাকার ক্লাবগুলো। তারা সিসিডিএম বিলুপ্তি, ক্লাব কোটার কাউন্সলরশিপ কমানো এবং ক্লাব থেকে পরিচালক কমানোর প্রস্তাব বাতিল করতে তিন দিনের সময়সীমা বেঁধে দিয়েছে।