ভারতে অবৈধভাবে অবস্থানের অভিযোগে তিন বাংলাদেশি আটক

হিন্দুস্তান টাইমস
হিন্দুস্তান টাইমস

অবৈধ অভিবাসনের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে পিম্পরি-চিঞ্চওয়াড় পুলিশ সোমবার তালেগাঁও-দাভাড়ে এলাকায় বৈধ কাগজপত্র ছাড়াই বসবাসের অভিযোগে তিন বাংলাদেশিকে আটক করেছে।

আটকরা হলেন, হুসাইন শেখ, মনিরুল গাজী ও আমিরুল সানা।

তারা সবাই বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা এবং মাভালের শ্রীনিবাস কোম্পানির কাছে বসবাস করছিলেন।

পুলিশ আরও জানিয়েছে, এক অজ্ঞাত ব্যক্তি, যিনি আসামিদের ভুয়া ভারতীয় নথি তৈরি করতে সহায়তা করেছেন, তার বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে এবং তাকে ধরার জন্য তল্লাশি চালানো হচ্ছে।

পিম্পরি-চিঞ্চওয়াড় পুলিশের ‘অ্যান্টি-টেররিস্ট ইউনিট’ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে।

বিস্তারিত: হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন