বিভিন্ন বিষয়ের খবর দিয়ে বৃহস্পতিবার সংবাদপত্রগুলো তাদের প্রধান প্রতিবেদন সাজিয়েছে। এর মধ্যে অভ্যুত্থান ঘিরে দেশজুড়ে হওয়া মামলার আইনগত কার্যক্রম, নবগঠিত দল এনসিপির সঙ্গে বিএনপির মতানৈক্য, দেশে মাদক পরিস্থিতির অবনতি, ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা, প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফর, বাংলাদেশে আরসার কার্যক্রম ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য কৌশল বিষয়ক খবরগুলো বেশি গুরুত্ব পেয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক বৃহস্পতিবার কোন সংবাদপত্র কোন খবরকে প্রধান শিরোনাম করেছে।

ইত্তেফাক
দেশে জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সারা দেশে প্রায় ১১শ’ মামলা হলেও এর মধ্যে মাত্র একটি পুলিশ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে ইত্তেফাক। ‘১১০০ মামলা, চার্জশিট একটিতে’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই-আগস্ট আন্দোলন পরবর্তী সারা দেশে প্রায় ১ হাজার ১০০ মামলা দায়ের হয়েছে। এসব মামলায় হত্যা, হত্যাচেষ্টা, হামলা, ভাঙচুর, মারধর, অগ্নিসংযোগ, ভয়ভীতি প্রদর্শন, লুটপাট, চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ করা হয়েছে।
৫ আগস্টের পর থেকে দায়ের করা এসব মামলায় লক্ষাধিক আসামির নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ২ লাখ। মামলা দায়েরের সাত মাস পর্যন্ত সারা দেশে আনুমানিক ১০ হাজার আসামি গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৫০০ আসামি বিভিন্ন মেয়াদে পুলিশি রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। রিমান্ড শেষে মাত্র একটি মামলার চার্জশিট দাখিল করেছে পুলিশ।
রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা একটি মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। জুলাই-আগস্ট আন্দোলনের পর গত ৯ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় জাতীয়তাবাদী ঘাট শ্রমিক দল ইউনিয়নের (রেজি নং-৩৮০৮) সভাপতি মনির হোসেন বাদী হয়ে ১৪ জন আসামির নাম উল্লেখ করে মারধর, চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে একটি মামলা করেন। কোতোয়ালি থানার সাব-ইন্সপেক্টর মহিউদ্দিন জুয়েল মামলাটি তদন্ত করেন। ছয় মাস ধরে তদন্ত শেষে গত ১৩ মার্চ তদন্তকারী কর্মকর্তা ২৯ জন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

প্রথম আলো
সংযুক্ত আরব আমিরাত থেকে প্রতিবছর বাংলাদেশে বিপুল পরিমাণ সোনা পাচার হয়– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে প্রথম আলো। ‘দুবাই থেকে অবৈধভাবে এসেছে ৩২ হাজার কোটি টাকার সোনা’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব-আমিরাত (দেশটির প্রসিদ্ধ শহর দুবাই) প্রতিবছর বাংলাদেশে বিপুল পরিমাণ সোনার বার রপ্তানি করে। দেশটি থেকে সোনার বার রপ্তানির শীর্ষ ১০ গন্তব্যের একটি বাংলাদেশ। অবশ্য বাংলাদেশের সরকারি পরিসংখ্যান বলছে, আবর আমিরাত থেকে বাংলাদেশে সোনা আমদানি হয় খুব সামান্য।
দুই দেশের সোনা-বাণিজ্যের হিসাবে এই গরমিলের কারণ, বেশির ভাগ সোনার বার আসে ‘অবৈধভাবে’। অবৈধ সোনা-বাণিজ্যের কারণে বাংলাদেশ রাজস্ব হারায়। অন্যদিকে অপরাধ ও চোরাচালানে ব্যবহার করা হয় অবৈধভাবে আসা সোনা।
জাতিসংঘের পশ্চিম এশিয়াবিষয়ক অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইএসসিডব্লিউএ) তথ্যভান্ডারে থাকা হিসাব অনুযায়ী, ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১০ বছরে সংযুক্ত আরব আমিরাত ৩৬৬ কোটি ৬৪ লাখ ডলারের সোনা রপ্তানি করেছে বাংলাদেশে। তাদের এই তথ্যের সূত্র জাতিসংঘের পণ্য বাণিজ্যের তথ্যভান্ডার ইউএন কম ট্রেড ও আরব আমিরাত কর্তৃপক্ষ।

সমকাল
নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকার দুই সিটি করপোরেশনের ১২৯ ওয়ার্ডের কাউন্সিলর পদে সরকারের মাধ্যমে ‘প্রশাসক’ নিয়োগে তৎপরতা চালালেও বিএনপি তাতে রাজি নয়– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে সমকাল। ‘ওয়ার্ডে প্রশাসক নিয়োগে তৎপরতা, বিএনপির না’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশনের ১২৯ ওয়ার্ডের কাউন্সিলর পদে সরকারের মাধ্যমে ‘প্রশাসক’ নিয়োগে তৎপরতা চালাচ্ছে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সংগঠনের মাধ্যমে সম্ভাব্য প্রশাসকদের তালিকাও তৈরি করছে তারা।
তবে বিএনপিসহ অধিকাংশ দল প্রশাসক নিয়োগের বিরোধী। তাদের ভাষ্য, এনসিপিকে সুবিধা দিতেই এ আয়োজন; এটি মানা হবে না।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ সংশোধন করে অন্তর্বর্তী সরকার একটি কমিটি গঠনের বিধান যুক্ত করেছে। কমিটির সদস্যরা কাউন্সিলরের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করতে পারবেন।
স্থানীয় সরকারের বিভিন্ন সহায়তা ও নাগরিক সেবা এনসিপি নেতাদের মাধ্যমে করতে এই তৎপরতার অভিযোগ উঠেছে। এ লক্ষ্যে সাক্ষাৎকার নিয়ে সম্ভাব্য প্রশাসকের তালিকা করার গুঞ্জনও রয়েছে। তবে গুঞ্জন ও অভিযোগ নাকচ করেছে এনসিপি

কালের কণ্ঠ
গত কয়েক মাসে মাদকসেবীর সংখ্যা অন্তত ২০ লাখ বেড়েছে– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে কালের কণ্ঠ। ‘হাত বাড়ালেই মিলছে মাদক’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর শিথিলতায় দেশে আরো ভয়াবহ আকার ধারণ করছে মাদকের ব্যবহার। গত কয়েক মাসে মাদকসেবীর সংখ্যা অন্তত ২০ লাখ বেড়েছে বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন। হাত বাড়ালেই মিলছে মাদক। সেই সঙ্গে মাদক ব্যবসায় দেশ থেকে অর্থপাচারও বাড়ছে।
২০২৩ সালের জুনে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আংকটাড (ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট) এক প্রতিবেদনে জানিয়েছিল, প্রতিবছর শুধু মাদকের কারণে বাংলাদেশ থেকে প্রায় ৪৮১ মিলিয়ন মার্কিন ডলার (বর্তমানে পাঁচ হাজার ৮৪১ কোটি টাকারও বেশি) পাচার হয়ে যায়। অবৈধ মাদক ব্যবসার মাধ্যমে অর্থপাচারের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে পঞ্চম এবং এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, মাদক সেবন এখন প্রকাশ্য রূপ নিয়েছে। কোনো রাখঢাক নেই। কিন্তু এর নিয়ন্ত্রণে কার্যত সরকারের পক্ষ থেকে তেমন কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢিলেঢালা অবস্থা আর পুলিশের শিথিলতার কারণে সারা দেশে প্রায় অবাধে ছড়িয়ে পড়ছে নানা ধরনের মাদক।

যুগান্তর
তরুণ ভোটাররাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে যুগান্তর। ‘ট্রাম্পকার্ড তরুণ ভোটার’শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল বা জোটের জয়-পরাজয় নির্ধারণ তরুণ ভোটাররাই হবে ট্রাম্পকার্ড।
দেশে তরুণ ভোটার তিন কোটি চার লাখ সাত হাজার। তাদের বয়স ১৮ থেকে ২৯ বছর। মোট ১২ কোটি ৪৪ লাখ ৮০ হাজার ভোটারের মধ্যে ২৪ দশমিক ৪২ শতাংশই তরুণ। এদের বড় অংশই শিক্ষার্থী। এদের অধিকাংশই ফ্যাসিস্টদের বাধায় আগে ভোট দিতে পারেনি।
৫ আগস্টের গণ-অভ্যুত্থান পরিবর্তিত পরিস্থিতিতে এদের বড় অংশ প্রথমবারের মতো চাপমুক্তভাবে ভোট দেওয়ার স্বপ্ন দেখছেন। এরা শুধু ভোটের ফল নয়, দলগুলোর প্রার্থী মনোনয়নের ধারা পালটে দিতেও ভূমিকা রাখতে পারে।
এসব বিষয় মাথায় রেখে নির্বাচনে জয়ের জন্য তরুণদের ভোট টানতে নানা ছক কষছে বিএনপি, জামায়াতসহ অন্য দলগুলো। একই সঙ্গে পালন করছে নানা কর্মসূচি, নির্ধারণ করছে কৌশল। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।

বণিক বার্তা
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পারফিউম ব্যবসার আড়ালে হুন্ডির মাধ্যমে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের তথ্য পেয়েছে– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে বণিক বার্তা। ‘পারফিউম ব্যবসার আড়ালে দেশের সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্রমাণ পেয়েছে এনবিআর’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্রমাণ পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সংস্থাটির কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) অনুসন্ধান চালিয়ে হুন্ডির মাধ্যমে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের তথ্য পেয়েছে। হুন্ডি কারবারে অভিযুক্ত কোম্পানিটির নাম আল হারামাইন পারফিউমস। কোম্পানির মালিক সিলেটের ব্যবসায়ী মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির। যুক্তরাষ্ট্রের নাগরিক এ ব্যবসায়ী এখন গোল্ডেন ভিসার আওতায় সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বসবাস করছেন।
এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের তথ্য অনুযায়ী, মাহতাবুর রহমান নাসিরের ব্যবসায়িক নেটওয়ার্ক বর্তমানে বিশ্বের ৮৬টি দেশে বিস্তৃত। বাংলাদেশ ছাড়াও মধ্যপ্রাচ্যের আরব আমিরাত, সৌদি আরব, ওমান, কাতার, কুয়েত, বাহরাইন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে আল হারামাইন পারফিউমসের শোরুম রয়েছে।
অন্যান্য দেশে তার দৃশ্যমান ব্যবসা মূলত আমদানি-রফতানির। যদিও অনুসন্ধানে পাওয়া গেছে, মাহতাবুর রহমান নাসিরের পুরো ব্যবসায়িক নেটওয়ার্কই হুন্ডি তৎপরতার সঙ্গে সম্পৃক্ত। পারফিউম বা আমদানি-রফতানি ব্যবসার আড়ালে তার প্রধান ব্যবসা মূলত এক দেশের অর্থ অন্য দেশে পাচার করা।

বাংলাদেশ প্রতিদিন
রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শুরু হচ্ছে বৃহস্পতিবার। এই সংলাপ ঘিরে দলগুলো এবং জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তুতির খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে বাংলাদেশ প্রতিদিন। ‘ঐক্যের চেষ্টা সংলাপে’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংলাপ শুরু করছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম দিনে সংলাপে অংশ নেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। বিকাল ৩টায় সংসদ সচিবালয়ে ওই সংলাপ অনুষ্ঠিত হবে।
লিখিত মতামত পাওয়ার পর অন্য দলগুলোকে সংলাপে ডাকবে কমিশন। তবে এখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)সহ বড় রাজনৈতিক দলগুলোর অনেকেই লিখিত মতামত জমা দেয়নি। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার জানান, আগামী শনিবার দুটি ও রবিবার একটি দল সংলাপে অংশ নেবে। পর্যায়ক্রমে সব দলকে আমন্ত্রণ জানানো হবে।
ঐকমত্য কমিশনের চেয়ারম্যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংলাপে থাকছেন না। সংলাপে নেতৃত্ব দেবেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি আরও জানান, আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জামায়াতে ইসলামী লিখিত মতামত জমা দেওয়ার কথা জানিয়েছে। বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ অন্যান্য দলগুলোর সঙ্গে যোগাযোগ চলছে। দ্রুতই তারা মতামত জমা দেবেন বলে জানিয়েছেন।

নয়া দিগন্ত
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফর ঘিরে দুই দেশের প্রস্তুতির খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে নয়া দিগন্ত। ‘প্রধান লক্ষ্য বড় বিনিয়োগ, সম্পর্ক উন্নয়নেও গুরুত্ব’শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৬ মার্চ চীন সফরে যাচ্ছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। নোবেলজয়ী এই অর্থনীতিবিদকে উষ্ণ অভ্যর্থনা দেয়ার প্রস্তুতি নিচ্ছে বেইজিং।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল রাতে নয়া দিগন্তকে বলেন, এই সফরে আমাদের চাওয়া হচ্ছে অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। এটা আমাদের মূল লক্ষ্য। এ জন্য স্যার (ড. ইউনূস) চীনের বড় বড় ব্যবসায়ীর সাথে কথা বলার চেষ্টা করবেন। তাদের প্রতি স্যারের একটা মেসেজ যাবে যে, তোমাদের দেশে বড় বড় ফ্যাক্টরি আছে, তোমরা পারলে বাংলাদেশেও তোমাদের ফ্যাক্টরি স্থাপন করো। কেননা চীন থেকে অনেক দেশে এক্সপোর্টে কিছু রেস্ট্রিকশন ফেস করছে উদ্যোক্তারা। সেই রেস্ট্রিকশন বাংলাদেশে নেই। তারা যদি বাংলাদেশে ফ্যাক্টরি স্থাপন করে তাহলে অনেক দেশে তা রফতানি করতে পারবে।
প্রেস সচিব বলেন, ড. ইউনূস চাচ্ছেন বাংলাদেশে প্রচুর জব তৈরি করতে। আর জব তৈরি করতে হলে প্রচুর ফ্যাক্টরি স্থাপন করতে হবে। তিনি বলেন, বোয়াও ফোরামের সাইড লাইনে বেইজিংয়ে একটি হাইটেক পার্কে ড. ইউনূস যাবেন। পিকিং ইউনিভার্সিটিতে তিনি কথা বলবেন। চায়নার অফিসিয়ালদের সাথেও কথা বলবেন।

আজকের পত্রিকা
এবার ঈদযাত্রায় পথে পথে তীব্র যানজটের কারণে মানুষকে ভোগান্তি হতে পারে– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে আজকের পত্রিকা। ‘ঢাকা থেকে বের হতেই পথে ভোগান্তির ভয়’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়, প্রিয়জনের সঙ্গে ঈদুল ফিতর উদ্যাপনের স্বপ্ন নিয়ে রাজধানীবাসী যে আনন্দে ভাসে, তা উবে যায় ঘরমুখী যাত্রার শুরুতেই। এবার ঈদে বাড়ির পানে ছোটা মানুষ ঢাকা থেকে বের হওয়ার পয়েন্টগুলোতে তীব্র যানজটের মুখে পড়তে পারে। সড়কসংশ্লিষ্ট ব্যক্তিরা সেই আভাসই দিচ্ছেন।
মহাসড়কে ওঠার পরও স্বস্তির আশা করতে পারবেন না ঢাকা-উত্তরবঙ্গ ও ঢাকা-সিলেট পথের যাত্রীরা। কারণ ওই দুই মহাসড়কে এখনো চলছে উন্নয়নকাজ।
উত্তরবঙ্গগামী যাত্রীরা রাজধানী থেকে বের হতেই গাবতলী, আমিনবাজার, বাইপাইল এলাকায় যানজটে পড়তে পারেন। ঢাকা-সিলেট মহাসড়কে চলাচল করা গাড়িগুলো কাঁচপুর ব্রিজের পশ্চিম ঢালে, যাত্রামুড়া ব্রিজ, তারাবো বাসস্ট্যান্ড, ডেমরা সেতু, রূপসী বাসস্ট্যান্ড, রবিন টেক্স গার্মেন্টস এবং ভুলতা মোড় পর্যন্ত যানজটের কবলে পড়তে পারে।

দেশ রূপান্তর
বাংলাদেশে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসার সক্রিয় হওয়ার চেষ্টার খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে দেশ রূপান্তর। ‘সুযোগে ছদ্মবেশে সক্রিয় আরসা’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যরা বাংলাদেশে দিনে দিনে সক্রিয় হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে তাদের অবস্থানের তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার সুযোগ নিয়েছে আরসা সদস্যরা। সাধারণ রোহিঙ্গা সেজে তারা জড়াচ্ছে নানা অপরাধে।
শুধু কক্সবাজার অঞ্চলই নয়, সেখান থেকে কয়েকশ কিলোমিটার দূরের ময়মনসিংহ বা নারায়ণগঞ্জের মতো এলাকায় বিভিন্ন পেশার পরিচয়ে আরসা সদস্যদের লুকিয়ে থাকার বিষয়টি প্রকাশ্যে আসার পর দেশের সার্বিক নিরাপত্তার বিষয়টি ভাবিয়ে তুলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে। রাজনৈতিক পটপরিবর্তনের পর বিদ্যমান পরিস্থিতির সুযোগ নিয়ে আরসা সদস্যদের বড় ধরনের নাশকতার শঙ্কাও রয়েছে।