বৃহস্পতিবারের পত্রিকা : ‘আন্ডারওয়ার্ল্ডে অস্থিরতা’

newspaper

মহান স্বাধীনতা দিবস উদযাপনের খবর দিয়ে বৃহস্পতিবার বেশ কয়েকটি সংবাদপত্র তাদের প্রধান প্রতিবেদন সাজিয়েছে। এর বাইরে সাম্প্রতিক সময়ে দেশে অপরাধ কার্যক্রম বেড়ে যাওয়া, বিশেষ করে নিজেদের অপরাধ সাম্রাজ্য ধরে রাখতে আন্ডারওয়ার্ল্ডের তৎপরতা, ঈদ ঘিরে স্থবির হয়ে পড়া অর্থনীতিতে গতি আসা, ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে ২০ হাজারের বেশি অভিযোগ জমা পড়া, বাংলাদেশে গ্যাস অনুসন্ধান এলাকা বাড়াতে শেভরনের আগ্রহ ও প্রধান উপদেষ্টার চীন সফরের মতো বিষয়গুলো নিয়ে করা প্রতিবেদনও গুরুত্ব পেয়েছে সংবাদপত্রগুলোতে। এক নজরে দেখে নেওয়া যাক বৃহস্পতিবার কোন সংবাদপত্র কোন খবরকে প্রধান শিরোনাম করেছে।

বাংলাদেশ প্রতিদিন

রাজধানীতে অপরাধ কার্যক্রম বিশেষ করে খুন, চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং দখলের মতো অপরাধ বেড়ে গেছে– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে বাংলাদেশ প্রতিদিন। ‘আন্ডারওয়ার্ল্ডে অস্থিরতা’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, হঠাৎ অস্থির হয়ে উঠছে ঢাকার আন্ডারওয়ার্ল্ড। খুন, চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং দখলের মতো একের পর এক অপরাধে লিপ্ত হচ্ছেন আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রকরা। মরিয়া হয়ে উঠেছেন নিজেদের অপরাধ সাম্রাজ্য ধরে রাখতে। নিজেদের অবস্থান জানান দিতে ঘটাচ্ছেন হত্যাকাণ্ডের মতো ঘটনা। সম্প্রতি গুলশানে পুলিশ প্লাজার সামনে টেলি সুমনকে নির্মমভাবে হত্যার ঘটনা ভয়ংকর ইঙ্গিত দিচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, একটি ঘটনায় আন্ডারওয়ার্ল্ডের একটি গ্রুপ আপাতত এগিয়ে থাকলেও শিগগিরই প্রতিপক্ষ গ্রুপ প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। গণ অভ্যুত্থানের পর পুলিশ এখনো দুর্বলতা কাটিয়ে উঠতে না পারায় আন্ডারওয়ার্ল্ডের অভ্যন্তরীণ বিরোধের সুযোগ নিতে পারে দেশিবিদেশি মহল। এতে বেড়ে যেতে পারে সামাজিক অস্থিরতা।

অপরাধ বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অপরাধ ঠেকাতে সাঁড়াশি অভিযানের বিকল্প নেই। তবে রাজনৈতিক পরিচয় দেখে অপরাধীকে বিবেচনা করলে তাতে কোনো লাভ হবে না। শীর্ষ অপরাধী থেকে শুরু করে যারা নানা ধরনের অপরাধ করছে তাদের চলমান অপারেশন ডেভিল হান্টের আওতায় আনা প্রয়োজন।

প্রথম আলো

মহান স্বাধীনতা দিবস উদযাপনের খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে প্রথম আলো। ‘বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল বুধবার সাভারে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে জড়ো হয়েছিলেন নানা শ্রেণি-পেশার মানুষ। তাঁদের অনেকে এসেছিলেন জাতীয় পতাকা হাতে। কেউ কেউ এসেছিলেন লাল-সবুজের পোশাক পরে। কারও কারও মাথায় ছিল পতাকাখচিত ব্যান্ড। তাঁরা জাতীয় স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান।

তাঁরা বলেছেন, এবারের স্বাধীনতা দিবসটি একটু ব্যতিক্রম। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথম স্বাধীনতা দিবস এটি। আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে দেশে বাক্‌স্বাধীনতা ছিল না। এ সময়ে মানুষের ভোটাধিকারও সীমিত হয়ে পড়েছিল। উন্নয়নের নামে সীমাহীন দুর্নীতি হয়েছে। শোষণ ও বৈষম্য ছিল সবখানে। ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর এবারের স্বাধীনতা দিবসে মানুষ নতুন করে স্বপ্ন দেখছেন। মানুষের বাক্‌স্বাধীনতার পাশাপাশি গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে বলে প্রত্যাশা করছেন সবাই। শোষণহীন, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তাঁরা।

কালের কণ্ঠ

রাজনৈতিক অস্থিরতায় স্থবির হয়ে পড়া অর্থনীতি ঈদ ঘিরে গতি ফিরে পাচ্ছে– এমন খবর দিয়ে খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে কালের কণ্ঠ। ‘স্থবির অর্থনীতিতে গতি আনছে ঈদ’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, ঈদ উৎসব ঘিরে বাড়ছে কেনাকাটা। রোজার দ্বিতীয় সপ্তাহ থেকে রাজধানীর বিভিন্ন মার্কেটে ক্রেতা উপস্থিতি বেড়েছে। তবে গত বছরের তুলনায় বিক্রি বাড়ার আশা করছেন না ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, এবারের ঈদে ক্রেতা সমাগম বাড়লেও বিক্রি এখনো ৩০ শতাংশ কম।

ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষ খরচ কমাতে বাধ্য হচ্ছে। রাজনৈতিক অস্থিরতায় ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা চলছে। শ্রমিক অসন্তোষসহ নানা কারণে শতাধিক শিল্প-কারখানা বন্ধ হয়ে লাখো কর্মী কাজ হারিয়েছেন। এতে কমেছে তাঁদের ক্রয়ক্ষমতা। অনেক প্রতিষ্ঠান এখনো ঠিকমতো বেতন-বোনাস পরিশোধ করতে পারেনি। এর নেতিবাচক প্রভাব পড়েছে ঈদের কেনাকাটায়। স্থবির অর্থনীতিতে ঈদ কেনাকাটা গতি এনে দেবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা।

সমকাল

নাবিল গ্রুপের ঋণ জালিয়াতির খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে সমকাল। নাবিলের ঋণের বোঝা কর্মচারীদের কাঁধে শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, নজরুল ইসলাম ও নাজমুল হাসান নাবিল গ্রুপের কর্মী। তারা যথাক্রমে ৪১ হাজার ২০ এবং ২৯ হাজার ৫৩৮ টাকা করে বেতন পান। একই সঙ্গে তারা আনোয়ার ফিড মিলস নামের একটি কোম্পানির মালিক। নাবিলের এই দুই কর্মচারীর কোম্পানিকে ১ হাজার ৩৩৯ কোটি টাকা ঋণ দিয়েছে ইসলামী ব্যাংক।

নাবিল গ্রুপের এমন ১৪ কর্মী ও সুবিধাভোগীর নামে খোলা ৯টি কোম্পানিকে ৯ হাজার ৫৬৫ কোটি টাকা ঋণ দিয়েছে ইসলামী ব্যাংক। এই ১৪ জনের সবাই নাবিল গ্রুপ থেকে প্রতি মাসে বেতন ও সম্মানী পান। বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন, এই বেনামি ঋণের সুবিধাভোগী মূলত নাবিল গ্রুপ।

এর মধ্যে নাবিল গ্রেইন ক্রপস নামে একটি কোম্পানির মালিক গ্রুপটির কর্মী শাকিল হোসেন ও রায়হানুল ইসলাম। নাবিল গ্রুপের ব্যবস্থাপনা

পরিচালকও এ কোম্পানিতে আছেন। কোম্পানির নামের সঙ্গে নাবিল শব্দটি থাকলেও গ্রুপের ওয়েবসাইটে কোম্পানিটির নাম রাখা হয়নি। এই কোম্পানিকে ১ হাজার ৭৭ কোটি টাকা ঋণ দিয়েছে ইসলামী ব্যাংক।

ইত্তেফাক

মহান স্বাধীনতা দিবস উদযাপনের খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে ইত্তেফাক। বৈষম্যমুক্ত, বিভাজনহীন দেশ গড়ার প্রত্যয় শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় সারা দেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে। সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে সর্বস্তরের মানুষ শহিদদের শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করে। বৈষম্যমুক্ত বিভাজনহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ছিল তাদের মুখে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এবারের স্বাধীনতা দিবসে নতুন প্রজন্মের উপস্থিতি ছিল ব্যাপক। অনেকের হাতে ছিল লাল-সবুজ পতাকা।

প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় দিবসের কর্মসূচি। সূর্যোদয়ের সময়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকশ দল তাদের রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বিউগলে বেজে ওঠে করুণ সুর। এরপর শ্রদ্ধা জানান বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা। শ্রদ্ধা জানান উপদেষ্টামণ্ডলী ও বিদেশি কূটনীতিকরাও।

যুগান্তর

সনদধারী ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে আবেদনের পাহাড় জমেছে– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে যুগান্তর।ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে আবেদনের পাহাড়শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, সনদধারী ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্তে আবেদনের পাহাড় জমেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে। তিন মাসে ২০ হাজারের অধিক অভিযোগ জমা পড়েছে। ভুয়া সনদে যারা চাকরি নিয়েছেন তাদের নামেও অভিযোগ আসছে। রণাঙ্গনের সম্মুখসারির যোদ্ধারা অভিযোগ জানিয়ে এসব আবেদন করেন। জেলা-উপজেলা থেকে প্রতিদিনই প্রচুর পরিমাণে আবেদন আসছে। এগুলো যাচাই-বাছাইয়ে হিমশিম খাচ্ছে মন্ত্রণালয় ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। যাচাইয়ে প্রাথমিকভাবে সরেজমিন শুনানি হবে। অভিযোগ আসা অব্যাহত থাকলে বাতিলের লক্ষাধিক আবেদন জমা পড়তে পারে। এদিকে সরকারের ডাকে সারা দিয়ে স্বেচ্ছায় ১২ অমুক্তিযোদ্ধা তাদের সনদ বাতিলের আবেদন করেছেন।

ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করতে সম্প্রতি ১০ সদস্যবিশিষ্ট জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) ও ১০ সদস্যবিশিষ্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে অন্তর্বর্তী সরকার। সংশ্লিষ্টরা বলেন, গত সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক নিজেই ভুয়া মুক্তিযোদ্ধা। তিনি ভুয়া সনদ দিয়ে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত করে গেছেন। প্রাথমিকভাবে সারা দেশে ৯০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা আছে বলে ধারণা করছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

বণিক বার্তা

বাংলাদেশের সুনামগঞ্জ, শেরপুর ও ময়মনসিংহ (১১ নম্বর ব্লকের আওতাভুক্ত) এলাকায় গ্যাস অনুসন্ধান কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী হয়ে উঠেছে বহুজাতিক কোম্পানি শেভরন– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে বণিক বার্তা।  ‘গ্যাস অনুসন্ধান এলাকা বাড়াতে চায় শেভরন’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটের জালালাবাদ গ্যাস ক্ষেত্রের অধীন এলাকাগুলো তিনটি গ্যাস অনুসন্ধান ব্লকে (ব্লক নম্বর ১২, ১৩ ও ১৪) বিভক্ত। ব্লক তিনটিতে অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রম চালাচ্ছে মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরন। এর মধ্যে ১২ নম্বরের কিছু অংশের অনুসন্ধান কার্যক্রম ছেড়ে দিয়েছিল মার্কিন কোম্পানিটি। বর্তমানে আবারো এ ছেড়ে দেয়া অংশ এবং ১১ নম্বর ব্লকের আওতাভুক্ত এলাকায় (সুনামগঞ্জ, শেরপুর ও ময়মনসিংহ) কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী হয়ে উঠেছে শেভরন।

এসব এলাকায় এককভাবে কাজ পেতে পেট্রোবাংলা ও জ্বালানি বিভাগে প্রস্তাবও দিয়েছে কোম্পানিটি। একই সঙ্গে সেখানে গ্যাস পেলে অফশোর পিএসসির (মূল ভূখণ্ডের বাইরে সাগরে পাওয়া গ্যাসের উৎপাদন বণ্টন চুক্তি) শর্তে চুক্তি করতে চায় শেভরন। কিন্তু অনশোরে (স্থলভাগে) অফশোর পিএসসির শর্তের চুক্তির বিষয়টি আইনসংগত না হওয়ায় এবং বিগত সরকারের করা জ্বালানি খাতের বিশেষ বিধান বাতিল হয়ে যাওয়ায় এরই মধ্যে শেভরনের ওই প্রস্তাব নাকচ করে দিয়েছে জ্বালানি বিভাগ।

নয়া দিগন্ত

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের চীন সফরের খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে নয়া দিগন্ত। ‘তিস্তা ব্যারাজে অগ্রগতির আশাশিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ চীনে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘দ্য বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) বার্ষিক সম্মেলন-২০২৫। দক্ষিণ চীন সাগরের উপকূলে অবস্থিত দেশটির হাইনান প্রদেশের কিয়োংহাই-এর পর্যটন শহর বোয়াওতে গত মঙ্গলবার শুরু হয়েছে এই সম্মেলন। শেষ হবে আগামীকাল শুক্রবার। চীন সরকারের পাঠানো বিশেষ ফ্লাইটে গতকাল বুধবার সন্ধ্যায় দেশটির হাইনান প্রদেশের বোয়াও এসে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। আজ বৃহস্পতিবার তিনি সম্মেলনে বক্তব্য রাখবেন। আগামীকাল শুক্রবার বেইজিংয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিন পিং এর সাথে বৈঠক করবেন। এ ছাড়া, তিনি দেশটির মর্যাদাপূর্ণ পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেবেন। সেখানে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়া হবে। আগামী শনিবার প্রধান উপদেষ্টা দেশে ফিরবেন।

আজকের পত্রিকা

রাজধানী ঢাকায় অপরাধ কার্যক্রম বিশেষ করে চাঁদাবাজি ব্যাপক মাত্রায় বেড়ে গেছে– এমন এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে আজকের পত্রিকা। ‘ঢাকায় চাঁদাবাজি চরমে’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কর্তৃপক্ষের নানা অঙ্গীকার এবং তৎপরতার পরও রাজধানীতে অপরাধের মাত্রা কমানোর ক্ষেত্রে দৃশ্যমান প্রভাব নেই; বিশেষ করে চাঁদাবাজদের দৌরাত্ম্য চরমে উঠেছে।

চাঁদাবাজেরা এমনই বেপরোয়া হয়ে উঠেছে যে আতঙ্ক ছড়াতে গুলি করে তার ভিডিও ধারণ করার ঘটনা পর্যন্ত ঘটেছে। পুলিশের কর্মকর্তারা বলছেন, পরিবর্তিত রাজনৈতিক আবহে শীর্ষ সন্ত্রাসীরা এলাকায় এলাকায় প্রভাব বিস্তারে মরিয়া হয়ে ওঠায় চাঁদাবাজির মতো অপরাধ বেড়েছে। সমস্যার সমাধানে ‘রাজনৈতিক সহায়তা’ দরকার বলে মত দিয়েছেন তাঁরা।

দেশ রূপান্তর

মহান স্বাধীনতা দিবস উদযাপনের খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে দেশ রূপান্তর। ‘বৈষম্য ও বিভেদহীন দেশ গড়ার প্রত্যয়’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, বৈষম্য-বিভাজনহীন দেশ গড়ার প্রত্যয়ে জাতি উদযাপন করল মহান স্বাধীনতা দিবস। যথাযোগ্য মর্যাদায় রাজধানী ঢাকাসহ সব বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে একাত্তরে আত্মদানকারী বীর মুক্তিযোদ্ধাদের এবং অন্যদের শ্রদ্ধা জানিয়ে নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে।

গতকাল বুধবার ভোর থেকে সর্বস্তরের মানুষের ঢল নামে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে ‘অপারেশন সার্চলাইট’-এর নামে বাঙালি জাতির ওপর পাকিস্তানি বাহিনীর গণহত্যার অভিযানের পর রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের সূচনা হয়। ৯ মাস পর একই বছরের ১৬ ডিসেম্বর দখলদারমুক্ত হয় বাংলাদেশ এবং পৃথিবীতে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। এবার স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৪তম বার্ষিকী উদযাপন করেছে দেশবাসী। স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৮ জোড়া নতুন কমিউটার ট্রেনের উদ্বোধন হয়েছে। ঢাকা-নরসিংদী কমিউটার ট্রেনও উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

ads