আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপি এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর জোট গঠনের উদ্যোগের খবর বৃহস্পতিবার গুরুত্ব দিয়ে ছেপেছে একাধিক সংবাদপত্র। এর বাইরে চট্টগ্রামের রাউজানে গত আট মাসে রাউজানে ১২টি হত্যাকাণ্ড সংঘটিত হওয়া, দেশে গত ২৮ বছরে এক ডজনের বেশি এয়ারলাইনসের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে এই খাতের বিনিয়োগ ঝুঁকির মধ্যে পড়া, অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার সাবেক এপিএস ও ব্যক্তি কর্মকর্তাদের বিরুদ্ধে তদবির বাণিজ্যের মাধ্যমে শতকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সংবিধান সংস্কারে জাতীয় সাংবিধানিক কাউন্সিলকে (এনসিসি) যুক্ত করার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব, বিচারালয়ে সহায়ক কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জুডিশিয়াল সার্ভিস কমিশনকে নিয়োগের ক্ষমতা প্রদান এবং দেশে বিদেশিদের কর্মসংস্থানে লাগাম টানতে অন্তর্বর্তী সরকারের তৎপরতার খবর গুরুত্ব পেয়েছে সংবাদপত্রগুলোতে। এক নজরে দেখে নেওয়া যাক বৃহস্পতিবার কোন সংবাদপত্র কোন খবরকে প্রধান শিরোনাম করেছে।

দেশ রূপান্তর
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হলে নির্বাচন আগামী জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে হলেও আপত্তি করবে না বিএনপি– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে দেশ রূপান্তর। ‘ফেব্রুয়ারিতে নির্বাচনেও আপত্তি নেই বিএনপির’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন চায়। তবে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হলে নির্বাচন ডিসেম্বরে না হয়ে আগামী জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে হলেও তেমন আপত্তি থাকবে না দলটির। বিএনপি মনে করে, এর মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে সব ধরনের শঙ্কা যেমন কেটে যাবে, দেশও নির্বাচনের দিকে যাত্রা শুরু করবে। রাজনৈতিক দলগুলোও আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিতে পারবে।
গত মঙ্গলবার ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র গণতন্ত্র মঞ্চের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে এ বিষয়টি উঠে এসেছে। এর আগে স্থায়ী কমিটির বৈঠকেও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামী রমজানের আগে নির্বাচনের যে কথা বলা হয়েছিল, সেটাকে ইতিবাচকভাবে নিয়েছিল বিএনপি। দলটির মধ্যে এখনো নির্বাচন বানচালের অজানা শঙ্কা রয়েছে। তাই সুনির্দিষ্ট দিনক্ষণের মধ্য দিয়ে দেশকে নির্বাচনমুখী করতে চায় বিএনপি।

প্রথম আলো
পাঁচটি নিবন্ধিত ধর্মভিত্তিক দল একক প্রার্থী দিয়ে একসঙ্গে নির্বাচন করার বিষয়ে প্রাথমিকভাবে একমত হওয়ার খবর প্রথম পাতায় গুরুত্ব দিয়ে ছেপেছে প্রথম আলো। ‘ইসলামপন্থীদের ভোট ‘এক বাক্সে’ আনার চেষ্টায় আরও চার দল’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামপন্থীদের ভোট ‘এক বাক্সে’ আনার চেষ্টা চালাচ্ছিলেন চরমোনাইয়ের পীর ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তাঁর এই উদ্যোগে গতকাল বুধবার শামিল হলো আরও চারটি নিবন্ধিত ইসলামি দল। সে দলগুলো হলো বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলাম পার্টি ও খেলাফত মজলিস। এর আগে বরিশালে চরমোনাইয়ের পীরের সঙ্গে এক অনানুষ্ঠানিক বৈঠকে জামায়াতে ইসলামীর আমিরও ইসলামপন্থীদের ভোট ‘এক বাক্সে’ আনার উদ্যোগে একমত হয়েছিলেন।
আপাতত পাঁচটি নিবন্ধিত ধর্মভিত্তিক দল একক প্রার্থী দিয়ে একসঙ্গে নির্বাচন করার বিষয়ে প্রাথমিকভাবে একমত হলো। এ উদ্যোগে জামায়াতে ইসলামী বা আরও কোনো দল যুক্ত হবে কি না, সেটি বাস্তবতার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানাচ্ছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

সমকাল
গত আট মাসে রাউজানে ১২টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যেখানে নিহতদের কাউকে গুলি করে এবং কাউকে পিটিয়ে মারা হয়েছে– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে সমকাল। ‘একের পর এক খুন, আসামিরা অজ্ঞাত’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রামের রাউজানে গত শনিবার মধ্যরাতে খাওয়ার সময় মুখে অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয় যুবদলকর্মী মানিক আবদুল্লাহকে। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় মামলা করেন মানিকের স্ত্রী চেমন আরা। এর পর ভয়ে সন্তানদের নিয়ে রাউজান ছেড়ে বোয়ালখালী উপজেলায় বাবার বাড়ি চলে যান।
গত ২৪ জানুয়ারি সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রাউজানের নোয়াপাড়ার ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। আসামির নাম উল্লেখ করে হত্যা মামলা করার পর পরিবার নিয়ে চট্টগ্রাম শহরে চলে যান তাঁর স্ত্রী।
শুধু মানিক আবদুল্লাহ কিংবা জাহাঙ্গীরের পরিবার নয়; স্বজন খুন হওয়ার পর মামলা করে ভয়ে এলাকা ছাড়তে হয়েছে এমন চারটি পরিবারের সঙ্গে কথা বলেছে সমকাল। প্রত্যেকে ভয় আর আতঙ্কের কথা বলেছেন।
গত আট মাসে রাউজানে ১২টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। কাউকে গুলি করে, কাউকে পিটিয়ে মারা হয়েছে। তিনজনের লাশ মিলেছে কয়েক দিন নিখোঁজ থাকার পর। নিখোঁজ হওয়ার কথা জানলেও তাদের উদ্ধারে পুলিশের বাড়তি তৎপরতা ছিল না। এসব হত্যার ঘটনায় করা মামলার এজাহার ঘেঁটে দেখা যায়, ৯টি হত্যার ঘটনায় আসামির ঘরে লেখা ‘অজ্ঞাতনামা’। ১২ খুনের মামলার ১০টিতে কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

কালের কণ্ঠ
দেশে গত ২৮ বছরে এক ডজনের বেশি এয়ারলাইনসের কার্যক্রম বন্ধ হয়ে গেছে, যার কারণে এই খাতের বিনিয়োগ ঝুঁকির মধ্যে পড়েছে– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে কালের কণ্ঠ। ‘ঝুঁকিতে এয়ারলাইনসের বিনিয়োগ’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, বড় স্বপ্ন নিয়ে কার্যক্রম শুরুর পর টিকে থাকতে পারছে না বেসরকারি এয়ারলাইনস। একের পর এক ‘দেউলিয়া’র খাতায় নাম লেখাচ্ছে এসব সংস্থা। গত ২৮ বছরে বন্ধ হয়ে গেছে এক ডজন বেশি দেশি এয়ারলাইনস। নতুন করে নভোএয়ারের ফ্লাইট অপারেশন বন্ধের আশঙ্কা দেখা দিয়েছে। খাতটির বিনিয়োগ ঝুঁকির মধ্যে পড়েছে।
বিমান চলাচল খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশে বেসরকারি এয়ারলাইনসের জন্য আইনকানুন ব্যবসাবান্ধব নয়। অসম প্রতিযোগিতা, আর্থিক সক্ষমতা, জ্বালানি তেলের উচ্চমূল্য, উচ্চমাত্রার এরোনটিক্যাল ও নন-এরোনটিক্যাল চার্জ দিয়ে লাভজনক হতে না পেরে কার্যক্রম বন্ধ করেছে কিছু বেসরকারি এয়ারলাইনস।
এয়ারলাইনসের উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত সারচার্জের কারণে অনেক এয়ারলাইনস দেনা শোধ করতে পারছে না। দেনার চাপে তারা দেউলিয়া হয়ে যাচ্ছে। সময়মতো পাওনা পরিশোধ করতে না পারলে সারচার্জ দিয়ে পাওনা পরিশোধের নিয়ম অনেক দেশেই আছে। কিন্তু এ ক্ষেত্রে বেবিচকের হার অনেক বেশি।

ইত্তেফাক
শিক্ষা উপদেষ্টার আশ্বাসে আশ্বস্ত না হয়ে কুয়েট উপাচার্যকে অপসারণ না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এই খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে ইত্তেফাক। ‘ভিসির পদত্যাগ দাবিতে অনড় কুয়েট শিক্ষার্থীরা’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলনরত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। এদিকে কুয়েটের ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। কুয়েটের আবাসিক হলসমূহ গতকাল বুধবার বিকালে খুলে দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সকাল পৌনে ১০টার দিকে শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার কুয়েটে এসে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। এ সময় শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের দাবি শোনেন এবং তাদের অনশন ভেঙে আইনের ওপর আস্থা রাখার অনুরোধ করেন। তিনি শিক্ষার্থীদের বলেন, তদন্ত কমিটি করা হয়েছে, কমিটি দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেবে। সেই অনুযায়ী জড়িতদের বিচারের আওতায় আনা হবে। তিনি এ সময় অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার অনুরোধ করেন। তবে শিক্ষার্থীরা উপদেষ্টার আশ্বাসে আশ্বস্ত না হয়ে কুয়েট উপাচার্যকে অপসারণ না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে ক্যাম্পাসে কফিন মিছিল বের করেন।

যুগান্তর
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মো. মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা (ছাত্র প্রতিনিধি) তুহিন ফারাবি ও ডা. মাহমুদুল হাসান বিরুদ্ধে তদবির বাণিজ্যের মাধ্যমে শতকোটি টাকা আয় করেছেন– এমন অভিযোগের ভিত্তিতে করা প্রতিবেদন দিয়ে প্রধান প্রতিবেদন করেছে যুগান্তর। ‘তদবির বাণিজ্যে আয় শতকোটি টাকা’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মো. মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে তদবির ধরনের বাণিজ্যের অভিযোগ উঠেছে।
প্রায় একই ধরনের অভিযোগ উঠেছে স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা (ছাত্র প্রতিনিধি) তুহিন ফারাবি ও ডা. মাহমুদুল হাসানের বিরুদ্ধেও। তারা ফ্যাসিবাদের দোসর চিকিৎসক-প্রকৌশলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অর্থের বিনিময়ে পুনর্বাসনে সহায়তা করেছেন।
এছাড়া স্থানীয় সরকার, স্বরাষ্ট্র, স্বাস্থ্য, পানিসম্পদ, গণপূর্ত, সড়ক ও মহাসড়ক বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে ঘুরে ঘুরে তদবির করতেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নাম গোপন রাখার শর্তে জানিয়েছেন। এ ধরনের অভিযোগ ছড়িয়ে পড়ার পর মোয়াজ্জেম হোসেন ও তুহিন ফারাবিকে অব্যাহতি দেওয়া হয়েছে। ২১ এপ্রিল মোয়াজ্জেম হোসেন এবং তুহিন ফারাবিকে অব্যাহতি দিয়ে সরকারি আদেশ জারি হয়। ডা. মাহমুদুল হাসান রোগীর সঙ্গে বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন। তিনি ফিরবেন কি না তা নিয়ে অনেক কর্মকর্তা সন্দেহ প্রকাশ করেন।

বাংলাদেশ প্রতিদিন
সংবিধান সংস্কারে জাতীয় সাংবিধানিক কাউন্সিলকে (এনসিসি) যুক্ত করার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের জোরালো প্রস্তাব দেওয়ার খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে বাংলাদেশ প্রতিদিন। আলোচনায় সাংবিধানিক কাউন্সিল’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, সংবিধান সংস্কারে জোরালোভাবে জাতীয় সাংবিধানিক কাউন্সিলকে (এনসিসি) যুক্ত করার প্রস্তাব দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা চলছে কমিশনের। বিষয়টি নিয়ে দিনদিন বিভেদ বা মতপার্থক্য স্পষ্ট হচ্ছে। বিশেষ করে শক্তিশালী অবস্থানে থাকা দলগুলোর মধ্যে এ পরিস্থিতি তৈরি হয়েছে। কমিশনের সঙ্গে আলোচনায় অংশ নিয়ে বিএনপি সরাসরি সংবিধানে এনসিসি যুক্ত করার বিপক্ষে মত দিয়েছে।
অন্যদিকে সময়ের আলোচিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর পক্ষে মত দিয়েছে। জামায়াতে ইসলামীও কিছুটা সংশোধনসাপেক্ষে এনসিসি সংবিধানে যুক্ত করার পক্ষে। এ ছাড়া মতামত দেওয়া অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে এনসিসি যুক্ত করা নিয়ে রয়েছে নানা মত, নানা পথ।
কোনো দল এটা একেবারেই চায় না। আবার কোনো দল সংশোধনসাপেক্ষে যুক্ত করার পক্ষে। আবার কয়েকটি দল আগামী সংসদের প্রতিনিধিদের ওপর এনসিসি যুক্ত করার ভার তুলে দিতে চায়। পাশাপাশি এ নিয়ে তাদের পক্ষ থেকে নানা ধরনের সুপারিশ ও পরামর্শ দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় কার্যাবলিতে স্বচ্ছতা ও জবাবদিহি আনতে এবং রাষ্ট্রীয় অঙ্গ ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভারসাম্য নিশ্চিত করতে এনসিসি গঠনের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

কালবেলা
নিয়োগবিধি সংশোধন করে বিচার বিভাগে সহায়ক কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষমতা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে কালবেলা। ‘বিচারালয়ে সহায়ক কর্মকর্তা-কর্মচারী নিয়োগ: জুডিশিয়াল সার্ভিস কমিশন পাচ্ছে নিয়োগের ক্ষমতা’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সারা দেশের অধস্তন আদালতগুলোয় সহায়ক কর্মকর্তা-কর্মচারী নিয়োগ নিয়ে তুঘলকি কাণ্ড ঘটেছে। আদালতগুলোয় তিন হাজারের বেশি লোক নিয়োগ হয়েছে শুধু ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকেই। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ক্ষমতার অপব্যবহার করে এই কাণ্ড ঘটিয়েছেন। সাবেক এই মন্ত্রী তার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়া থেকে আদালতগুলোয় একচেটিয়া জনবল নিয়োগ দিয়েছেন।
এসব নিয়োগ নিয়ে বিস্তর দুর্নীতি-অনিয়মের অভিযোগ রয়েছে। টাকার বিনিময়ে অদক্ষ-অযোগ্য লোকদের নিয়োগ দেওয়ায় বিচার বিভাগের নিয়মিত কার্যক্রম পরিচালনা এখন বাধাগ্রস্ত হচ্ছে। দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিচার বিভাগে নিয়োগ নিয়ে এই তুঘলকি কাণ্ড দেখে হতবাক ও বিস্মিত মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। পরে নিয়োগবিধি সংশোধন করে বিচার বিভাগে সহায়ক কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষমতা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ক্ষমতা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের হাতে ন্যস্ত করা হচ্ছে।

নয়া দিগন্ত
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রশাসন সব দাবি মেনে নিয়ে হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেও আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করেননি আন্দোলনরত শিক্ষার্থীরা। এই খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে নয়া দিগন্ত। ‘জটিল হচ্ছে কুয়েট পরিস্থিতি’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েট প্রশাসন শেষ পর্যন্ত সব দাবি মেনে নিয়ে হল খুলে দেয়ার সিদ্ধান্ত নিলেও আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করেননি আন্দোলনরত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। শিক্ষা উপদেষ্টার অনুরোধও মানেনি তারা। তাদের দাবি এক দফা এখন ভাইস চ্যান্সেলরের পদত্যাগ। ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। একই সাথে খুলে দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের সাতটি আবাসিক হল। গতকাল বুধবার দুপুরে সিন্ডিকেটের ১০২তম জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয় বলে ভার্সিটির রেজিস্ট্রার মো: আনিছুর রহমান ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে গত ১৩ এপ্রিল হল খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ এবং ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। কিন্তু কর্তৃপক্ষ তখন ২ মে হল খোলার সিদ্ধান্ত নেয়। এ দিকে দোষী প্রমাণিত না হলে চাপ প্রয়োগ করে ভিসির অপসারণ মেনে নেবে না বলে সংবাদ সম্মেলন করেছে শিক্ষক সমিতি।

আজকের পত্রিকা
দেশে বিদেশিদের কর্মসংস্থানে লাগাম টানতে চাইছে অন্তর্বর্তী সরকার– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে আজকের পত্রিকা। ‘বিদেশিদের কর্মসংস্থানে লাগাম টানছে সরকার’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়, দেশে বিদেশিদের কর্মসংস্থানে লাগাম টানতে চাইছে অন্তর্বর্তী সরকার। এ জন্য বাংলাদেশিরা করতে সক্ষম, এমন কাজে বিদেশিদের সুযোগ না দেওয়া, অন অ্যারাইভাল ভিসা সীমিত করা, বিদেশি কর্মীদের বিদ্যমান ওয়ার্ক পারমিটের মেয়াদ না বাড়ানো, ভিসার সঙ্গে কাজের অমিল এবং অপরাধের সঙ্গে জড়িত থাকলে কালো তালিকাভুক্ত করে দেশে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে সম্প্রতি এক সভায় এসব সিদ্ধান্ত হয় বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছে। সূত্র বলেছে, বিষয়গুলো বাস্তবায়নে সরকারের কয়েকটি দপ্তর কাজ করছে। পরে পরিপত্র জারি করে এসব বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে।