হেরে গেল ‘টিকটক’, ব্যবহারকারীরা ঝুঁকছে বিকল্পে

Tiktok

টিকটকের করা আপিল খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। তার মানে, রোববার দেশটিতে বন্ধই হয়ে যাচ্ছে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যম।

শুক্রবার বিবিসি এক প্রতিবেদনে লিখেছে, সুপ্রিম কোর্টের বিচারক প্যানেল শুক্রবার সর্বসম্মত এক রায়ে বলেছে, ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ ও পর্যালোচনা যেকোনো অ্যাপেরই সাধারণ বৈশিষ্ট্য। তবে টিকটক যে মাত্রায় তা করে এবং এর নিয়ন্ত্রণ দেশে না থাকায় ঝুঁকি তৈরি হয়েছে।

“এক্ষেত্রে জাতীয় নিরাপত্তার খাতিরে এ কোম্পানির বিষয়ে সরকারের সিদ্ধান্তকে ন্যায্যতা দেয়।”

মার্কিন সংবাদমাধ্যম ইনফরমেশন এক প্রতিবেদনে লিখেছে, আইনিভাবে কোনও ছাড় না পেলে যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা আগেই দিয়ে রেখেছে প্রতিষ্ঠানটি।  

অবশ্য তথ্য সংরক্ষণ ও অপব্যবহারের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছিল এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

গত এপ্রিলে যুক্তরাষ্ট্রে পাস হওয়া নতুন আইন অনুসারে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের শেষ দিনটিতে বিভিন্ন অ্যাপ স্টোরে টিকটক নিষিদ্ধ হয়ে যাওয়ার কথা ছিল।

যদিও টিকটক বলে আসছিল, এ আইনটি অসাংবিধানিক; ১৭ কোটি মার্কিন নাগরিকের বাকস্বাধীনতার অধিকারের ওপর বড় আঘাত।

টিকটকের বিকল্প কী

জানাই ছিল টিকটক যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হচ্ছে। আর সে কারণে যুক্তরাষ্ট্রের টিকটক ব্যবহারকারীরাও ঝুঁকছে নতুন নতুন অ্যাপের দিকে, যেগুলোর বৈশিষ্ট্য অনেকটা টিকটকের মতোই।  

এমনই একটি অ্যাপ ‘রেডনোট’, যেটি চীনে কোম্পানির তৈরি। নিজেদের ‘টিকটক রিফিউজি’ বলে পরিচয় দেওয়া ব্যবহারকারীরা ব্যাপক মাত্রায় রেডনোট ডাউনলোড করেছেন গত কিছুদিনে।

এর ফলে সোমবার অ্যাপলের মার্কিন অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপের তালিকায় চলে এসেছে রেডনোট।

চীন, তাইওয়ান এবং অন্যান্য ম্যান্ডারিন-ভাষী জনগোষ্ঠীর তরুণদের কাছে আগে থেকেই জনপ্রিয় এই অ্যাপ কিন্তু টিকটকের প্রতিদ্বন্দ্বী।

বলা যেতে পারে টিকটক আর ইনস্টাগ্রামের মিশেল হলো রেডনোট। এর ইউজার সংখ্যা মাসে প্রায় ৩০ কোটি।

এই অ্যাপের মাধ্যমে এর ব্যবহারকারীরা, মূলত শহর-কেন্দ্রিক তরুণীরা বিভিন্ন বিষয়ে পরামর্শ আদানপ্রদান করে থাকেন – তা সে প্রেম সম্পর্কিত বিষয়ই হোক বা ফ্যাশন।

আরও পড়ুন