ঝড় তোলা বলিউডের টপচার্ট ১০ গান

বলিউডের সেরা দশ গানের তালিকায় রয়েছে ব্যাড নিউজ সিনেমার ‘তওবা তওবা’ গানটি।
বলিউডের সেরা দশ গানের তালিকায় রয়েছে ব্যাড নিউজ সিনেমার ‘তওবা তওবা’ গানটি।

২০২৪ সালে যে সব গানে একদিকে যেমন আবেগপ্রবণ হয়েছেন মানুষ, তেমনই পার্টিতে রীতিমতো ঝড় তুলেছে একাধিক ট্র্যাক। সাধারণ মানুষের মুখে মুখে তো বটেই, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ভিডিওতেও রীতিমতো ঝড় তোলে গানগুলো। ভারতের বলিউডের এমনই বাছাই করা দশটি গানের তালিকা পাঠকদের জন্য।

তওবা তওবা
তালিকার প্রথমেই রেয়েছে ভিকি কৌশল অভিনীত ‘ব্যাড নিউজ’ ছবির গানটি। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই মুক্তি পেয়েছিল ছবিটি। করণ আউজলার গাওয়া গানটি ইতিমধ্যে শ্রোতাদের মুখে মুখে। বছর শেষে সেই গানটিই একেবারে টপ লিস্টে। ইউটিউবে গানটির ভিঊ ৪০ লাখের গণ্ডি ছাড়িয়েছে।

রানঝাঁ
এরপরই রয়েছে দো পাত্তি সিনেমার এই গানটি। কাজল, কৃতী শ্যানন অভিনীত এই ছবিটি মুক্তি পায় অক্টোবর মাসে। সচেৎ ট্যান্ডন ও পরম্পরা ঠাকুরের গাওয়া গানটি ইতিমধ্যে শ্রোতাদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। বছর শেষে তালিকার দু’নম্বরে উঠে এসেছে বলিউডের এই ট্র্যাক।

আজকি রাত
স্ত্রী ছবির এই ট্র্যাক নিয়েই এখন ভারতজুড়ে মাতামাতি। রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত এই গানটি ইতিমধ্যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। পশ্চিম বাংলার শিল্পী মধুবন্তী বাগচির গানে মাতোয়ারা সমস্ত বয়সের মানুষ।

সজনী
চার নম্বরে রয়েছে লাপাতা লেডিস সিনেমার গানটি। অরিজিৎ সিংয়ের গাওয়া গানটি চলতি বছরের মার্চ মাসে মুক্তি পেলেও সজনী গানটি মানুষের মন ছুঁয়ে গেছে। বিভিন্ন অনলাইন মিউজিক অ্যাপে গানটির জনপ্রিয়তা অনান্য অনেক গানকেই পিছনে ফেলে দিয়েছে।

হির আসমানি
চলতি বছরের জানুয়ারি মাসে মুক্তি পাওয়া ফাইটার সিনেমার এই গানটি শোনেননি, এমন মানুষের জুড়ি মেলা ভার। বিশাল দাদলানির গলায় এই গানটি চলতি বছরে যথেষ্ট প্রশংসিত হয়েছে। পাশাপাশি ছবিতে নজর কেড়েছে ঋত্বিক রোশনের পারফরমেন্স।

ভুল ভুলাইয়া-৩ (টাইটেল ট্র্যাক)
গত নভেম্বরেই মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ান, বিদ্যা বালান অভিনীত ছবি ভুল ভুলাইয়া-৩। ছবিটির টাইটেল ট্র্যাক বছর শেষে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। পিটবুল, দিলজিৎ দোসাঞ্জ ও নীরজ শ্রীধর তিনজনে গানটিকে এক অন্য মাত্রায় তুলে ধরেছেন।

নয়না
চলতি বছরের মার্চ মাসে মুক্তি পাওয়া ‘ক্রু’ ছবির এই গানটি শ্রোতাদের অত্যন্ত কাছের হয়ে উঠেছে। দিলজিৎ দোসাঞ্জ ও বাদশাহের যুগলবন্দীতে গানটি আলাদা মাত্রা পেয়েছে।

ভিদা করো
অমর সিং চামকিলার জীবনী নিয়ে তৈরি সিনেমার এই গানটি চলতি বছরে সবার মুখে মুখে। অরিজিৎ সিংয়ের গাওয়া গানটি ইতিমধ্যেই সেরা দশটি গানের তালিকায় জায়গা করে নিয়েছে। ছবিতে দিলজিৎ দোসাঞ্জ ও পরিণীতি চোপড়ার অভিনয় নজর কেঁড়েছে।

তুম সে
তেরি বাতমে অ্যায়সা উলঝা জিয়া ছবির গানটি বছর শেষে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। শাহিদ কাপুর ও কৃতী শ্যানন অভিনীত ছবিটিতে রাঘব চৈতন্য ও বরুণ জৈন গানটি গেয়েছেন। সঙ্গীত পরিচালনা করেছেন শচিন জিগর।

মির্জা
তালিকার শেষে রয়েছে অজয় দেবগণ অভিনীত ময়দান সিনেমার এই গানটি। জাভেদ আলি ও রিচা শর্মার যুগলবন্দীতে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে গানটি। সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান। চলতি বছরের এপ্রিলে মুক্তি পেয়েছিল ছবিটি।

আরও পড়ুন