জুলাই-আগস্টে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত আগামী ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সময় চেয়ে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেয়।
ট্রাইব্যুনালের আদেশের প্রেক্ষিতে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত সম্পন্ন করে মঙ্গলবার প্রতিবেদন দাখিলের কথা ছিল। কিন্তু এই তদন্ত সম্পন্ন করতে আরও সময় প্রয়োজন বলে এদিন ট্রাইব্যুনালকে জানায় প্রসিকিউশন।
প্রসিকিউশনের পক্ষে ট্রাইব্যুনালে শুনানি করেন অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম।
এর আগে গত ১৭ ডিসেম্বর জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা দুই মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি। তার অবর্তমানেই দেশে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনের সময় গুলি করে হত্যার অভিযোগে একের পর এক মামলা হয়েছে, যার সংখ্যা ২০০ ছাড়িয়েছে।
স্বাধীনতার ৩৯ বছর পর আওয়ামী লীগ সরকারের আমলে ২০১০ সালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল, সেই ট্রাইব্যুনালেই শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলার বিচার কার্যক্রম চলছে।
শেখ হাসিনার সরকার পতনের পর ট্রাইব্যুনাল পুনর্গঠন করে উনূস সরকার। পরে মানবতাবিরোধী অপরাধের মামলার জামায়াতে ইসলামীর নেতাদের বিচার চলাকালে তাদের প্রতিনিধিত্ব করা আইনজীবী তাজুল ইসলামকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় অন্তবর্তী সরকার।
এ সম্পর্কিত আরও খবর:
সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অপরাধ তদন্তে আরও দুই মাস পেল প্রসিকিউশন