ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার রেল স্টেশন চত্বর থেকে ৩ ভারতীয় দালালসহ ১১ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় আগরতলার বাধারঘাট প্রধান রেলস্টেশন থেকে ভারতের দক্ষিণের একটি রাজ্যে যাওয়ার পথে তাদের আটক করা হয়। আটক সবাই বাংলাদেশের খাগড়াছড়ি জেলাসহ তিন পার্বত্য জেলার নাগরিক।
জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস দাস জানিয়েছেন, তারা সবাই অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করেছেন। তারা রেলের মাধ্যমে বাইরের রাজ্যে পাড়ি দেওয়ার চেষ্টা করছিল।