ট্রাম্প প্রশাসন: সামরিক থেকে অভিবাসন, যা জানা গেল, এরপর কী?

Gaza Trump

রূপান্তরিত ব্যক্তিদের সামরিক বাহিনীতে যোগ দেওয়ার ক্ষেত্রে নির্দেশনাসহ বেশ কিছু নির্বাহী আদেশে ডোনাল্ড ট্রাম্পের কলম ছুঁয়েছে।

এছাড়া বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি (ডিইআই) কর্মসূচি বাতিল, কোভিড-১৯ ভ্যাকসিন নিতে অস্বীকৃতি জানানো সেনাদের পুনর্বহালের মতো আদেশেও সায় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

আর আদেশগুলো দ্রুততার সঙ্গে বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ, যিনি অল্প ভোটের ব্যবধানে বৈতরণী পার হয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর সামলানোর দায়িত্ব পেয়েছেন।

সামরিকে পরিবর্তন

সোমবার এয়ার ফোর্স ওয়ানে বসে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় ট্রাম্প জানান, তিনি চারটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। আরও চারটি অপেক্ষমান।

এছাড়া ‘আমেরিকান আয়রন ডোম’ নামে একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কাঠামো প্রতিষ্ঠা করার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এ বিষয়ক একটি আদেশে স্বাক্ষরও করেছেন তিনি।

ট্রাম্প ব্যাখ্যা করে বলেন, আমেরিকানদের রক্ষা করতে সক্ষম এমন প্রতিরক্ষা ব্যবস্থা তিনি নিশ্চিত করতে চান, সেক্ষেত্রে এখনই অত্যাধুনিক আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির কাজে হাত দেওয়া জরুরি।

“আমাদের শক্তিশালী প্রতিরক্ষা থাকতে হবে,” যোগ করেন ডোনাল্ড ট্রাম্প।  

অভিবাসনে কড়াকড়ি

দেশজুড়ে নাগরিক নয় এমন অপরাধীদের কারাগারে নেওয়ার অংশ হিসেবে চালানো অভিযানে সোমবার এক হাজার ১৭৯ জনকে গ্রেপ্তার এবং ৮৫৩ জনের বিরুদ্ধে আটকাদেশ জারি করা হয়েছে বলে ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) জানিয়েছে।

ট্রাম্প ক্ষমতায় আসার পর এটাই সবচেয়ে বেশি অভিবাসী গ্রেপ্তারের ঘটনা। বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত তিন হাজার ৫৫২ জনকে আটক করা হয়েছে বলে আইসিই জানিয়েছে।

যদিও সদ্য সাবেক জো বাইডেনের শাসনামলে এই সংখ্যা ছিল তুলনামূলক কম। ২০২৩ সালে ৪৬৭ এবং ২০২৪ সালে ৩১০ জন করে আটক হয়েছে বলে সিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়।

আল জাজিরার সাংবাদিক জন হেনড্রেন শিকাকো থেকে জানিয়েছেন, অবৈধ অভিবাসীরা আতঙ্কের মধ্যে বসবাস করছে বলে তারা খোঁ নিয়ে জেনেছেন।

“অনেকেই বাড়িতেই আছেন, স্কুল বা কাজেও যাচ্ছেন না। শিকাগোর লিটল ভিলেজ নামে এক হিস্প্যানিক এলাকায় অনেক দোকান খালি। এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে ট্রাম্প প্রশাসন যে শক ক্যাম্পেইন চালানোর চেষ্টা করছে তা হয়তো কাজ করছে।”

এদিকে, পেন্টাগনে প্রথম কার্য দিবসে হেগসেথ দক্ষিণাঞ্চলের সীমান্তে শিগগিরই আরও সেনা পাঠানোর কথা জানিয়েছেন, যেকানে যেখানে ইতোমধ্যে প্রায় ৪ হাজার সেনা মোতায়েন রয়েছে।

ডিপসিক এআই

চীনের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ডিপসিক থেকে মার্কিন কোম্পানিগুলোর অনুপ্রেরণা নেওয়া উচিত বলে মনে করেন ট্রাম্প। এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তির জন্য তিনি চীনকে সাধুবাদও জানান।

ট্রাম্প বলেন,“আমি চীন এবং চীনের কিছু কোম্পানি নিয়ে পড়ছিলাম; বিশেষ করে একটি কোম্পানি, যারা কৃত্রিম বুদ্ধিমত্তার একটি দ্রুততর এবং স্বল্প খরচের মডেল তৈরি করছে।

“এটি ভালো; কারণ এর ফলে বেশি টাকা খরচ করতে হবে না। আমি এটি ইতিবাচক এবং সম্পদ হিসেবে দেখি।”

বিচার বিভাগের রদবদল

আস্থা সংকট উল্লেখ করে ট্রাম্পের বিরুদ্ধে আইনি মামলার সঙ্গে জড়িত মার্কিন বিচার বিভাগের এক ডজনেরও বেশি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। প্রাক্তন বিশেষ কাউন্সেল জ্যাক স্মিথের দলের কৌঁসুলিদের এ বরখাস্ত বিভাগে চলমান অস্থিরতার সর্বশেষ ইঙ্গিত।

যুক্তরাষ্ট্রে সাধারণত কৌঁসুলিরা প্রশাসন পরিবর্তনের পরেও দায়িত্বে থাকেন। তবে স্মিথ ২০ জানুয়ারি ট্রাম্পের শপথের আগেই বিচার বিভাগ ছেড়ে যান।

আরও যা হলো

বিলিয়নিয়ার বিনিয়োগকারী স্কট বেসেন্টকে নতুন অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে। বেসেন্ট আগে ডেমোক্র্যাট পার্টির সমর্থক ছিলেন এবং জর্জ সোরোসের জন্য কাজ করতেন।

আর ট্রাম্প আন্তর্জাতিক নিরাপত্তার দোহাই দিয়ে গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দেয়ার পর যুক্তরাষ্ট্র ও রাশিয়া সংযুক্ত আর্কটিক অঞ্চল সুরক্ষা বর্ধিত করার জন্য দুই বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা করেছে ডেনমার্ক।

প্রথম আমন্ত্রণ

দ্বিতীয় দফা ক্ষমতা নেওয়ার পর হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে প্রথম সাক্ষাৎকারী বিদেশি নেতা হতে পারেন বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু আগামী সপ্তাহের মধ্যেই ওয়াশিংটন সফর করতে পারেন বলে দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন।

এর আগে ট্রাম্প জানিয়েছিলেন আগামী এক মাসের মধ্যে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাবেন।

আরও পড়ুন