ঘুষের মামলা থেকে রেহাই পেলেন না ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি: ক্যানভা
ডোনাল্ড ট্রাম্প। ছবি: ক্যানভা

পর্নো তারকাকে গোপনে ঘুষ দেওয়ার অভিযোগ থেকে ডোনাল্ড ট্রাম্পকে অব্যাহতি দেওয়ার আবেদন খারিজ করে দিয়েছে আদালত।   

ট্রাম্পের আইনজীবীরা মামলাটি খারিজ চেয়ে আবেদন করলে সোমবার তা প্রত্যাখ্যান করেন ম্যানহাটন আদালতের বিচারপতি জুয়ান মার্চান।

নির্বাচনে জয়ের পর ৩ ডিসেম্বর মামলাটি থেকে রেহাই দেওয়ার আবেদন করেছিলেন ট্রাম্প।

আগামী ২০ জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেবেন ট্রাম্প। তার আগে আইনজীবীরা আলাদাভাবে মামলায় ট্রাম্পের দোষী সাব্যস্ত হওয়ার রায় প্রত্যাহার করার চেষ্টা করছেন। তবে বিচারপতি মার্চান এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত জানাননি।

২০১৬ সালে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন বলে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ।

এরপর বিষয়টি ধামাচাপা দিতে ব্যবসায়িক রেকর্ড নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার ৩৪টি অভিযোগও আছে ট্রাম্পের বিরুদ্ধে।

নিউ ইয়র্কে ম্যানহাটনের আদালতে এইসব অভিযোগেই ট্রাম্প দোষী সাব্যস্ত হয়েছিলেন। গত ২৬ নভেম্বরে তার সাজা ঘোষণা হওয়ার কথা ছিল।

আরও পড়ুন