এবার হার্ভার্ডের করছাড় সুবিধা বাতিলের হুমকি ট্রাম্পের

harvard

যুক্তরাষ্ট্রের অন্যতম অভিজাত শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আর্থিক সহায়তা স্থগিত করার পর এবার প্রতিষ্ঠানটিকে দিয়ে আসা করছাড়ের সুবিধা বাতিলের হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে তিনি এই হুমকি দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়,হার্ভার্ড,করছাড়,ডোনাল্ড ট্রাম্প,ট্রাম্প,ট্রাম্প প্রশাসন,

‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প লেখেন, “হার্ভার্ড যদি রাজনৈতিক, আদর্শিক ও সন্ত্রাসবাদে অনুপ্রাণিত বা সমর্থনকারী ‘অসুস্থতা’ ছড়াতে থাকে, তাহলে সম্ভবত তাদের করছাড়ের সুবিধা বাতিল করে রাজনৈতিক সত্তা হিসেবে কর আরোপ করা উচিত? মনে রাখবেন, করছাড়ের সুবিধা সম্পূর্ণরূপে জনস্বার্থে কাজ করার উপর নির্ভরশীল!”

এর আগে হার্ভার্ডের নিয়োগ ও ভর্তির পদ্ধতি এবং পাঠ্যক্রমের পরিবর্তন আনার প্রস্তাব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করার পর প্রতিষ্ঠানটির ২২০ কোটি ডলারের সরকারি সহায়তা বন্ধ করে দেওয়ার কথা জানায় ট্রাম্প প্রশাসন।

হোয়াইট হাউসের কর্মকর্তারা মঙ্গলবার জানান, অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা (আইআরএস) হার্ভার্ডের করছাড়ের বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে, তবে প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে স্পষ্ট করেছেন যে তিনি বিশ্ববিদ্যালয়টির সঙ্গে লড়াই থেকে পিছপা হওয়ার কোনো ইচ্ছা রাখেন না।

হার্ভার্ডের কর ছাড়ের সুবিধা বাতিল হলে সময়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়টির বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে। হার্ভার্ডের সাবেক প্রেসিডেন্ট ও ট্রেজারি সেক্রেটারি লরেন্স সামার্স এটিকে ‘স্বৈরশাসকের মতো কাজ’ বলে অভিহিত করেছেন।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বর্তমানে ৫০ বিলিয়ন ডলারের এন্ডোমেন্ট ফান্ডের মালিক। করমুক্ত মর্যাদা হারালে বিশ্ববিদ্যালয়টিকে বিলিয়ন বিলিয়ন ডলার কর দিতে হতে পারে, পাশাপাশি দাতাদের অনুদানও করছাড়ের আওতায় পড়বে না।

আইআরএসের সাবেক কমিশনার জন কস্কিনেন বলেছেন, হার্ভার্ডের মতো একটি বিশ্ববিদ্যালয়ের করমুক্ত মর্যাদা বাতিলের সম্ভাবনা খুবই কম, তবে আইনি লড়াইয়ে জড়িয়ে বিশ্ববিদ্যালয়টিকে ব্যয়বহুল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে।

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিলিয়ন ডলারের সরকারি সহায়তা আটকে দেওয়ার যে হুমকি দিয়ে আসছেন, তার অংশ হিসেবেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আর্থিক সহায়তা স্থগিতের পর কর ছাড় বাতিলের হুমকি দিলেন বলে মনে করা হচ্ছে।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা অভিযোগ করেছেন, হার্ভার্ডের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইহুদি বিদ্বেষ, অভিজাততন্ত্র এবং বাক স্বাধীনতার দমন কেন্দ্র হয়ে উঠেছে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বর্তমানে ৫০ বিলিয়ন ডলারের এন্ডোমেন্ট ফান্ডের মালিক। করমুক্ত মর্যাদা হারালে বিশ্ববিদ্যালয়টিকে বিলিয়ন বিলিয়ন ডলার কর দিতে হতে পারে, পাশাপাশি দাতাদের অনুদানও করছাড়ের আওতায় পড়বে না।

আইআরএসের সাবেক কমিশনার জন কস্কিনেন বলেছেন, হার্ভার্ডের মতো একটি বিশ্ববিদ্যালয়ের করমুক্ত মর্যাদা বাতিলের সম্ভাবনা খুবই কম, তবে আইনি লড়াইয়ে জড়িয়ে বিশ্ববিদ্যালয়টিকে ব্যয়বহুল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে।

আরও পড়ুন

সর্বশেষ

ads