জাস্টিন ট্রুডোকে ট্রাম্পের ‘খোঁচা’

ডনাল্ড ট্রাম্প
ডনাল্ড ট্রাম্প

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণার পর আবারও ‘খোঁচা’ দিলেন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

সামাজিক মাধ্যম ট্রুথে কটাক্ষ করে এক পোস্টে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার একীভূত হওয়া উচিত।

এতে কানাডাকে ‘টিকে থাকার জন্য’ আর যুক্তরাষ্ট্রের সাহায্যের প্রয়োজন হবে না বলেও টিপ্পনি কাটেন তিনি।

কানাডাকে যুক্তরাষ্ট্রে ৫১তম রাজ্য হওয়ার প্রস্তাবের সঙ্গে প্রধানমন্ত্রী ট্রুডোতে ‘গভর্নর ট্রুডো’ বলেও সম্বোধন করেন, যে রসিকতাটি তিনি কিছুদিন আগে শুরু করেছিলেন।

ট্রুডোকে খোঁচা দিয়ে তিনি বলেন, “কানাডাকে টিকিয়ে রাখতে যে পরিমাণ বাণিজ্য ঘাটতি এবং ভর্তুকি প্রয়োজন, যুক্তরাষ্ট্র তা আর বহন করতে পারবে না। জাস্টিন ট্রুডো এটা জানতেন এবং পদত্যাগ করেছেন।”

যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হয়ে গেলে শুল্ক থাকতো না, করও কমে যেত বলে বিদ্রুপ করেন ট্রাম্প।

তাছাড়া রাশিয়া এবং চীনের জাহাজের হুমকি সম্পূর্ণ নিরাপদ হয়ে যেত উল্লেখ করে তিনি বলেন,“একসঙ্গে কী দুর্দান্ত একটি জাতি হতো এটি!!!”

ট্রাম্প কানাডা এবং মেক্সিকোসহ সীমান্তবর্তী দেশগুলোর সঙ্গে বাণিজ্য ঘাটতির কঠোর সমালোচনা করেছেন এবং বিদেশি প্রতিদ্বন্দ্বীদের উপর শুল্ক বৃদ্ধি করা তার নির্বাচনী প্রচারের মূল বিষয় ছিল।

নির্বাচনে জিতেই কানাডা থেকে আমদানি পণ্যের শুল্ক বাড়ানোর কথা জানান ট্রাম্প।

এর মধ্যেই গত ১৬ ডিসেম্বর পদত্যাগের ঘোষণা দেন কানাডার উপ প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড।

সোমবার প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান থেকে পদত্যাগ করে সে পথেই হাঁটলেন জাস্টিন ট্রুডো।

সিবিসি ও ফোর্বস অবলম্বনে

আরও পড়ুন