বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক স্থগিত করার অনুরোধ জানিয়ে ডোনাল্ড ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি দেওয়া এবং গাজায় ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে বাংলাদেশে ব্যাপক হওয়ার খবর দুটি মঙ্গলবার গুরুত্ব পেয়েছে প্রায় সংবাদপত্রেই। এর বাইরে আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের তৎপরতা, প্রস্তাবিত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালায় শিক্ষক পদে নিয়োগে নারী, পোষ্য ও পুরুষ কোটা না থাকা ও ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনে বিএনপি অনড় অবস্থানের খবরগুলোও গুরুত্ব দিয়ে ছেপেছে সংবাদপত্রগুলো। এক নজরে দেখে নেওয়া যাক মঙ্গলবার কোন সংবাদপত্র কোন খবরকে প্রধান শিরোনাম করেছে।

কালের কণ্ঠ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যে আয়োজনের দাবিতে অনড় রয়েছে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে কালের কণ্ঠ। ‘ডিসেম্বরেই ভোটে অনড় বিএনপি’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এখনো অনড় বিএনপি। দলটি এই দাবির পক্ষে যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী সমমনা রাজনৈতিক দলগুলোর সমর্থন পাচ্ছে। এখন ডান ও বামপন্থী আরো গুরুত্বপূর্ণ দলের সমর্থন নিয়ে বিএনপি বড় প্ল্যাটফর্ম গঠনের চেষ্টা চালাচ্ছে।
দলের নীতিনির্ধারকরা বলছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়ে বেশির ভাগ রাজনৈতিক দল একমত হলে দাবি আদায় সহজ হবে।
গত ৬ এপ্রিল বিএনপির সঙ্গে বৈঠক করেছেন হেফাজতে ইসলামের নেতারা। ওই বৈঠকে বিএনপি ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচনের যে দাবি তুলেছে, তাতে হেফাজত একমত হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এ বিষয়ে বিএনপির সঙ্গে আন্দোলনের শরিকদের বাইরে অন্য দলগুলোর আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে।
দলের নেতারা বলছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জোরালো করছে বিএনপি এবং এ বিষয়ে রাজনৈতিক ঐকমত্য গঠনের বিষয়টিকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। এই দাবি আদায়ের লক্ষ্যে দ্রুত আরো কর্মসূচি পালন করা হবে।

প্রথম আলো
বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতি সামলাতে বাংলাদেশের তৎপরতার খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে প্রথম আলো। ‘শুল্ক তিন মাস স্থগিত রাখার অনুরোধ’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি পণ্যে শুল্ক আরোপের বিষয়টি তিন মাসের জন্য স্থগিত করার অনুরোধ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
চিঠিটি গতকাল সোমবার পাঠানো হয়। এতে অধ্যাপক ইউনূস যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আমদানি করা পণ্যের ওপর শুল্ক কমানোসহ নানা পদক্ষেপের কথা উল্লেখ করেন। পাশাপাশি এসব পদক্ষেপ বাস্তবায়ন ও আলোচনার জন্য সময় দেওয়ার অনুরোধ জানান।
ট্রাম্প ২ এপ্রিল স্থানীয় সময় বিকেল চারটায় (বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত দুইটা) নতুন শুল্কনীতি ঘোষণা করেন, যেখানে ৬০টির মতো দেশ ও অঞ্চলের ওপর বাড়তি শুল্ক (রিসিপ্রোক্যাল ট্যারিফ) আরোপ করা হয়। বাংলাদেশও তার একটি। নতুন শুল্কহার কার্যকর হবে ৯ এপ্রিল থেকে। তবে ন্যূনতম ১০ শতাংশ শুল্ক ইতিমধ্যে কার্যকর হয়েছে।

সমকাল
বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতি সামলাতে বাংলাদেশের তৎপরতার খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে সমকাল। ‘যুক্তরাষ্ট্র থেকে বড় আকারে আমদানি বৃদ্ধির প্রতিশ্রুতি’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, পণ্য রপ্তানিতে বাড়তি শুল্ক থেকে রেহাই পেতে যুক্তরাষ্ট্র থেকে বড় আকারে আমদানি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। এ ছাড়া তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানিতে কয়েক বছর মেয়াদে চুক্তি করতে চেয়েছে। প্রধান প্রধান পণ্যে শুল্ক অর্ধেক করারও অঙ্গীকার দেওয়া হয়েছে। এসব প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক তিন মাস স্থগিতের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অন্যদিকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিকে আমদানি বাড়ানোর পাশাপাশি শুল্ক কমানো, অশুল্ক বাধা পুরোপুরি দূর করাসহ বিভিন্ন উপায়ে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের উদ্যোক্তাদের গাড়ি নির্মাণ কারখানা স্থাপনের প্রস্তাবও দিয়েছেন।
গতকাল সোমবার প্রধান উপদেষ্টা ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন বলে তাঁর প্রেস উইং নিশ্চিত করেছে। চিঠিতে তিনি যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমাতে ট্রাম্প ঘোষিত এজেন্ডাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, পরবর্তী তিন মাসের মধ্যে বাংলাদেশ এ বিষয়ে সব কার্যক্রম শেষ করবে।

ইত্তেফাক
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ঢাকাসহ সোমবার বাংলাদেশে হওয়া বিক্ষোভ-সমাবেশের খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে ইত্তেফাক। ‘গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল সারা দেশ’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদ ও গাজাবাসীর ডাকা হরতালের সমর্থনে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি পালিত হয়েছে। সকাল থেকে সারা দেশে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন। বিক্ষোভ-সমাবেশে উত্তাল হয়ে উঠে সারা দেশ। মিছিলে অংশ নেওয়াদের হাতে ‘সেভ গাজা’, ‘স্টপ জেনোসাইড টু গাজা’, ‘শো ইসরায়েল দ্য রেড কার্ড’, ‘বয়কট ট্রাম্প, সেভফিলিস্তিন’ লেখা বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। ইসরাইলি পণ্য বর্জনেরও ডাক দেওয়া হয় এসব কর্মসূচি থেকে।
ফিলিস্তিনে চলমান ইসরাইলি নিপীড়ন ও গণহত্যার প্রতিবাদ এবং ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজার প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বিক্ষোভ ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সোমবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হতে শুরু করেন। বিক্ষোভমিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, ঢাকা সিটি কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, নটর ডেম কলেজসহ রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন

যুগান্তর
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ঢাকাসহ সোমবার বাংলাদেশে হওয়া বিক্ষোভ-সমাবেশের খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে যুগান্তর। ‘বিক্ষোভে উত্তাল সারা দেশ’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর বর্বরতার প্রতিবাদে মুখর রাজধানী ঢাকাসহ সারা দেশ। সোমবার দিনভর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক দল এবং সামাজিক, পেশাজীবী, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠন বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি পালন করেছে।
কেন্দ্রীয় শহিদ মিনারে হয়েছে সংহতি সমাবেশ। রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। একই দাবিতে মিছিল ও সমাবেশ হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর ও দক্ষিণ গেটে। মার্কিন দূতাবাসের সামনে ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ হয়েছে। এছাড়া রাজধানীর যাত্রাবাড়ী, উত্তরা, মিরপুর, মানিক মিয়া অ্যাভিনিউসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ সমাবেশ হয়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও গাজায় ইসরাইলি হামলা, গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।

বণিক বার্তা
বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত ৩৭ শতাংশ শুল্ক এ দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ আরো উসকে দিতে পারে– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে বণিক বার্তা। ‘ট্রাম্পের শুল্কনীতি ব্যাংক খাতে খেলাপি ঋণ আরো উসকে দিতে পারে’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, বড় আকারের খেলাপি ঋণের চাপে নাজুক পরিস্থিতি পার করছে দেশের ব্যাংক খাত। ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের ২০ শতাংশের বেশি এরই মধ্যে খেলাপির খাতায় উঠেছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত পাল্টা শুল্কনীতি দেশের ব্যাংক খাতকে আরো কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দেবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, দেশের ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের ৩০-৪০ শতাংশই বস্ত্র ও তৈরি পোশাক খাতসংশ্লিষ্ট। এ খাতে কিছু ব্যাংকের বিনিয়োগ নিজেদের ঋণ পোর্টফোলিওর অর্ধেকেরও বেশি। ঋণের পাশাপাশি ব্যাংকের বৈদেশিক বাণিজ্য তথা ঋণপত্রের (এলসি) বড় অংশ বস্ত্র ও তৈরি পোশাক খাতকে ঘিরে আবর্তিত হয়। যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি কমে গেলে উদ্যোক্তাদের পাশাপাশি এ খাতে বিনিয়োগকারী ব্যাংকগুলোও ক্ষতিগ্রস্ত হবে বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন।

বাংলাদেশ প্রতিদিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) কর্ম তৎপরতার খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে বাংলাদেশ প্রতিদিন। ‘ভোটের রোডম্যাপ প্রস্তুত’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের পথ দৃশ্যমান করতে আসছে ছয় মাসের নির্বাচনি রোডম্যাপ বা কর্মপরিকল্পনা। ইতোমধ্যে নির্বাচনি রোডম্যাপের খসড়া প্রস্তুত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের তফসিল ঘোষণার আগের এবং পরের কার্যক্রমের ধারাবাহিক বর্ণনা থাকছে এই কর্মপরিকল্পনায়। ভোটার তালিকা চূড়ান্ত করেই জুন-জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে এই রোডম্যাপ ঘোষণা করবে সাংবিধানিক এই সংস্থাটি। এক্ষেত্রে ডিসেম্বরের শেষ দিকে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা রেখে ৬০-৬৫ দিন হাতে রেখেই অক্টোবরে নির্বাচন তফসিল ঘোষণার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে আগেও ডিসেম্বরে ভোট করতে নভেম্বরের দ্বিতীয়-তৃতীয় সপ্তাহে তফসিল ঘোষণার নজির রয়েছে।
এদিকে অক্টোবরে নির্বাচনের তফসিল ঘোষণার পাশাপাশি আগস্ট-সেপ্টেম্বরে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ; জুনের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করা; জুলাই-আগস্টের মধ্যে নতুন দলের নিবন্ধন গেজেট প্রকাশ করার পরিকল্পনা নিয়ে ভোটের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন।

আজকের পত্রিকা
প্রস্তাবিত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগে নারী, পোষ্য ও পুরুষ কোটা থাকছে না– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে আজকের পত্রিকা। ‘নারী কোটা থাকছে না প্রাথমিকে’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগে নারী, পোষ্য ও পুরুষ কোটা থাকছে না। উচ্চ আদালতের রায় অনুযায়ী, কোটা থাকবে মাত্র ৭ শতাংশ। বাকি ৯৩ শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে।
প্রস্তাবিত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫-এর খসড়ায় এমন বিধান থাকছে। খসড়া থেকে এসব তথ্য জানা গেছে। অন্তর্বর্তী সরকার আগের মতো বিভাগ ধরে সহকারী শিক্ষক নিয়োগ দিতে চায়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সূত্র জানায়, নিয়োগ বিধিমালা চূড়ান্ত হলে আগামী আগস্ট-সেপ্টেম্বরে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে। গত ডিসেম্বর পর্যন্ত সারা দেশে সহকারী শিক্ষকের নিয়োগযোগ্য শূন্য পদ ৮ হাজারের বেশি। বিজ্ঞপ্তি প্রকাশের সময় পদসংখ্যা বাড়তে পারে। প্রস্তাবিত বিধিমালায় উচ্চ আদালতের রায়ের পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ৭ শতাংশ কোটা ব্যবস্থা অনুসরণের প্রস্তাব করা হয়েছে।

নয়া দিগন্ত
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ঢাকাসহ সোমবার বাংলাদেশে হওয়া বিক্ষোভ-সমাবেশের খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে নয়া দিগন্ত। ‘গাজায় গণহত্যা : বিক্ষোভে উত্তাল দেশ’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজায় ইহুদি জায়নবাদী ইসরাইলি সরকারের নৃশংসতা ও গণহত্যার প্রতিবাদে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্ষোভে ফুঁসে উঠেছে সর্বস্তরের মানুষ। নিপীড়িত গাজাবাসীর আহ্বানে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ নামে বিশ্বব্যাপী ধর্মঘটের প্রতি সংহতি জানিয়ে মিছিল-সে্লাগান, সমাবেশে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনগুলোর বিক্ষোভ কর্মসূচিতে ব্যাপক জনসমাগম ঘটেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ‘নো ওয়ার্ক নো স্কুল’ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বন্ধ রেখে সড়কে নেমে মিছিল ও সমাবেশ করে।
এ ছাড়া অনেক বেসরকারি প্রতিষ্ঠানেও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচি থেকে আয়োজক সংগঠনের বক্তারা গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর গণহত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধের দাবি জানান। এদিকে বিক্ষোভকে কেন্দ্র করে গতকাল রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান ও মোড়ে পুলিশসহ সেনাবাহিনীকে অবস্থান এবং টহল দিতে দেখা যায়। আজও বিভিন্ন সংগঠনের আয়োজনে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি রয়েছে।

দেশ রূপান্তর
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ঢাকাসহ সোমবার বাংলাদেশে হওয়া বিক্ষোভ-সমাবেশের খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে দেশ রূপান্তর। ‘গণহত্যার নিন্দায় উত্তাল দেশ’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত গণহত্যা এবং চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনার প্রতিবাদে মুখর হয়ে উঠেছে গোটা বিশ্ব। প্রতিবাদের ঢেউ ছড়িয়েছে বাংলাদেশেও।
গতকাল সোমবার গাজায় এ বর্বরোচিত গণহত্যা বন্ধ, স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা ও ইসরায়েলকে ধিক্কারসহ বয়কটে উত্তাল ছিল দেশ। প্রতিবাদ, মিছিল, মানববন্ধনসহ নানা কর্মসূচিতে সরব হয় স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে খেটে খাওয়া মানুষও। অব্যাহত গণহত্যা এবং মানবাধিকারের চরম লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানায়।