কাশ্মিরে টিউলিপ উৎসব শুরু, যাবেন নাকি?

tulip festiva

কেউ যেন লাল, হলুদ, গোলাপি রং ছড়িয়ে দিয়েছে এলাকাজুড়ে। বসন্ত আসতেই রাঙিয়ে দিয়েছে পাহাড় ঘেরা অঞ্চল। ঠিকই ধরেছেন ভারতের কাশ্মিরের শ্রীনগরে এশিয়ার বৃহৎ টিউলিপ বাগানের কথাই বলা হচ্ছে। প্রতিবছরই নির্দিষ্ট সময়ের জন্য খুলে যায় এই বাগান।

এবারও টিউলিপ ফেস্টিভ্যাল উপলক্ষে দর্শকদের জন্য বুধবার থেকে খুলে দেওয়া হয়েছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল গার্ডেন।

পর্যটকদের জন্য এই বছরে প্রায় ১৭ লাখ টিউলিপ ফুল নিয়ে খুলেছে সিরাজ বাগের দরজা। রয়েছে ৭৫ প্রজাতির টিউলিপ। শুধু টিউলিপ নয় বাগানে রয়েছে ড্যোফোডিল, মুসকারির মতো প্রজাতির ফুলও।

২৬ মার্চ থেকে শুরু হয়ে এপ্রিল মাসের ২০ তারিখ পর্যন্ত এই বাগানের দরজা খোলা থাকবে জনসাধারণের জন্য।

৬ মাসেরও বেশি সময় ধরে প্রায় ১০০ জন মালির নিরন্তর পরিচর্যার চোখ ধাঁধানো ফুল দেখতে পাবেন দেশ-বিদেশের পর্যটকরা।

প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই বাগান খোলা থাকবে।

গত বছর প্রায় সাড়ে চার লক্ষ মানুষ ভিড় হয়েছিল টিউলিপ বাগানে। এবছর আরও বেশি সংখ্যক পর্যটক ভিড় বাড়বে বলে আশা করছে কতৃপক্ষ।

আরও পড়ুন