তুরস্কে স্কি রিসোর্টে অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৬৬

turkey fire

তুরস্কের জনপ্রিয় একটি স্কি রিসোর্টে অগ্নিকাণ্ডে অন্তত ৬৬ জন নিহত হয়েছে।

ছুটির ব্যস্ত দিনে স্থানীয় সময় বেলা সাড়ে ৩টার দিকে বোলু প্রদেশের কার্টালকায়ার ওই স্কি রিসোর্টে এ ঘটনা ঘটে।
১২ তলা গ্র্যান্ড কার্টাল হোটেলে ওই সময় ২৩৪ জন অতিথি ছিলেন।

ইস্তানবুল ও রাজধানী আঙ্কারার মধ্যকার বোলু পর্বত স্কিয়ারদের কাছে জনপ্রিয়। দুই সপ্তাহের স্কুল ছুটি চলায় হোটেলটি অতিথিতে পূর্ণ ছিল।

উত্তর-পশ্চিমের এ শহরটি রাজধানী আঙ্কারা থেকে ১৭০ কিলোমিটার দূরে অবস্থিত।

প্রাথমিকভাবে ১০ জন নিহতের কথা বলা হলেও পরে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংখ্যা ৬৬ বলে জানায়। এদের মধ্যে অন্তত দুইজন জানালা দিয়ে লাফিয়ে পড়ে মারা গেছেন।

দেশটির আইন মন্ত্রণালয় জানিয়েছে, ১২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

এ ঘটনায় রিসোর্টের মালিকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তারা জানায়।

স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া বলেন, “আমার দু:খ ভারাক্রান্ত।”

তুরস্ক জুড়ে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পুড়তে থাকা ভবন থেকে বাঁচতে মানুষ জানালা চাদর বেঁধে ঝুলছে।

স্কি প্রশিক্ষক নেকমি কেপসেতুতান বিবিসিকে জানান,আগুন ছড়িয়ে পড়ার সময় তিনি হোটেলের দ্বিতীয় তলায় ছিলেন। পরে স্কি রুম দিয়ে বেরিয়ে এসে সাহায্য কর্মী হিসেবে কাজ করেন।

হোটেল মালিকের পরিবারও সেখানে ছিলেন এবং তাদেরকে বাইরে দেখতে পেয়েছেন বলেও জানান তিনি।

আগুনের সঠিক কারণ এখনও জানা না গেলেও বোলুর গভর্নর আব্দুলআজিজ আয়দিন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে যে হোটেলের চতুর্থ তলার রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে।

আয়দিন জানান, হোটেল এবং বোলুর মধ্যে দূরত্ব ও তীব্র শীতের কারণে ফায়ার ইঞ্জিন পৌঁছাতে এক ঘণ্টারও বেশি সময় লেগেছে।

জরুরি পরিষেবা ঘটনাস্থলে ২৬৭ জন কর্মী পাঠিয়েছে বলেও জানান তিনি।

আগুন ছড়িয়ে পড়ার পর শিশুসহ কোনো অতিথি কোনো কক্ষে আটকা পড়ে আছে কি না তা খুঁজে দেখা হচ্ছে।

অগ্নিকাণ্ডের পর সতর্কতা হিসেবে পাশের হোটেলও খালি করা হয়েছে বলে জানিয়েছেন বোলুর গভর্নর।


আরও পড়ুন

সর্বশেষ

ads