সিডনির বন্ডাই সৈকত গুলি চালিয়ে ১৫ জনকে হত্যা করা দুই বন্দুকধারী বাবা ও ছেলে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া পুলিশ।
এর মধ্যে ৫০ বছর বয়সী ব্যক্তি ঘটনাস্থলেই মারা গেছেন এবং তিনি একটি ‘গান ক্লাবের’ সদস্য। তার অস্ত্র রাখার লাইসেন্স ছিল।
তার ২৪ বছর বয়সী ছেলে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
তারা অস্ট্রেলিয়ার নাগরিক কি-না সে বিষয়ে পুলিশ কমিশনার ম্যাল ল্যানিয়ন নিউ সাউথ ওয়েলস পুলিশের সংবাদ সম্মেলনে কিছু জানাননি।
রোববার বন্ডাই বিচে দুই বন্দুকধারীর গুলিতে দশ বছর বয়সী একটি মেয়েসহ মোট পনের জন মারা গেছে, যাদের বয়স ১০ থেকে ৮৭ বছরের মধ্যে। এর বাইরে গুলিতে একজন বন্দুকধারীও মারা যান।
পুলিশ বলছে, বন্ডাই বিচে ইহুদি ধর্মীয় উৎসব হানুকাহ উদযাপন শুরু উপলক্ষ্যে চলা অনুষ্ঠানে হামলাটি হয়েছে এবং তারা এটিকে সন্ত্রাসী ঘটনা হিসেবে বিবেচনা করছে।
এবিসি জানিয়েছে, বাবা ও ছেলের ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর সঙ্গে যোগসূত্র থাকতে পারে। পুলিশ এখনো হামলার পেছনের কারণ খতিয়ে দেখছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলা স্পষ্টতই ইহুদি সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে ঘটনানো হয়েছে।
প্রায় তিন দশকের মধ্যে এটি দেশটির সবচেয়ে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, “এটি নিখাদ ইহুদিবিদ্বেষের প্রকাশ। এটি আমাদের ভূখণ্ডে সংঘটিত সন্ত্রাসবাদ।”
হানুকা উৎসব উপলক্ষে সৈকতটিতে প্রায় ১ হাজার লোক জড়ো হয়েছিলেন। ওই সময় দীর্ঘ নলযুক্ত আগ্নেয়াস্ত্র নিয়ে দুই ব্যক্তি প্রায় ১০ মিনিট ধরে এলোপাতাড়ি গুলি চালায়।
এ সম্পর্কিত আরও খবর:



