পর্তুগালে জালিয়াতির অভিযোগে দুই বাংলাদেশি গ্রেপ্তার

পর্তুগাল পুলিশের হাতে দুই বাংলাদেশি ধরা।
পর্তুগাল পুলিশের হাতে দুই বাংলাদেশি ধরা।

নথি জালিয়াতি ও মিথ্যাচারের অভিযোগে পর্তুগালের লিসবনে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ, যা দেশটির সন্ত্রাসবাদের বিরুদ্ধে গঠিত জাতীয় ইউনিট (ইউএনসিটি) বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে।

এতে বলা হয়, সন্দেহভাজনরা ২০২০ সাল থেকে অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। মূলত অবৈধ অভিবাসীদের নকল কর্মসংস্থান চুক্তি, ভুয়া আবাসিক চুক্তি ও জাল নথিপত্র দিয়ে বৈধ হওয়ার জন্য সহায়তা দিয়ে আসছিলেন ওই দুই ব্যক্তি।

গ্রেপ্তারদের নাম প্রকাশ না করলেও বয়স যথাক্রমে ৫৬ ও ৪৮ বছর বলে বিবৃতিতে উল্লেখ রয়েছে। তারা প্রায় তিন বছর ধরে পর্তুগালে বসবাস করছিলেন।

ইউএনসিটি জানিয়েছে, তদন্তে শত শত অভিবাসীর কাছ থেকে সহযোগিতার নামে প্রায় ২ লাখ ইউরো হাতিয়ে নেওয়ার প্রমাণ তারা পেয়েছেন।

পর্তুগালে কট্টর ডানপন্থী সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রবাসীদের বিষয়ে নজরদারি বাড়িয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

নাম প্রকাশ না করার শর্তে একজন প্রবাসী জানান, এ ধরনের জালিয়াতির ঘটনায় শুধু দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বিষয়টা এরকম নয়, পুরো বাঙালি কমিউনিটি হুমকির মুখে পড়ছে।

আরও পড়ুন