ফিনল্যান্ডে বেকার চাকরিপ্রার্থীর সংখ্যা এক মাসের ব্যবধানে আরও বেড়ে তিন লাখ ২১ হাজার ৭০০ জনে দাঁড়িয়েছে, যা এক বছর আগের একই সময়ের তুলনায় ২৪ হাজার বেশি।
দেশটির অর্থনৈতিক বিষয়ক ও কর্মসংস্থান মন্ত্রণালয় শুক্রবার যে ‘এমপ্লয়মেন্ট বুলেটিন’ প্রকাশ করেছে তা পর্যালোচনা করে দেখা গেছে, দেশটিতে একদিকে যেমন বাড়ছে দীর্ঘমেয়াদি বেকারত্ব, অন্যদিকে কমছে শূন্যপদের সংখ্যা।
প্রতি মাসের শেষে হালনাগাদ তথ্য তুলে ধরা হয় ওই বুলেটিনে; সর্বশেষ তথ্য ছিল ডিসেম্বর পর্যন্ত।
হালনাগাদ তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরের তুলনায় ডিসেম্বরে ফিনল্যান্ডে বেকার চাকরিপ্রার্থী বেড়েছে ২৯ হাজার ৯০০ জন। এর বিপরীতে, নতুন শূন্যপদের সংখ্যা ছিল মাত্র ২২ হাজার ৮০০টি, যা আগের বছরের তুলনায় ২২ হাজার কম।
আর বছরের হিসেবে ২০২৪ সালে মোট শূন্যপদ ছিল ৪৩ হাজার ৪০০, যা তার আগের বছরের তুলনায় ৩৮ হাজার ৭০০ কম।
বেকারত্ব এবং ছাঁটাই
‘এমপ্লয়মেন্ট বুলেটিনের’ তথ্য অনুযায়ী, এক বছরে মোট ৪৮ হাজার ৫০০ জন কর্মী ছাঁটাইয়ের শিকার হয়েছেন, যা তার আগের বছরের তুলনায় ১ হাজার ৩০০ কম।
অবশ্য শঙ্কার বিষয় হলো নভেম্বরে তুলনায় ডিসেম্বরে ছাঁটাই হওয়া কর্মীর সংখ্যা বেড়েছে ১০ হাজার ৪০০ জন।
দীর্ঘমেয়াদি ও যুব বেকারত্ব
দেশটিতে দীর্ঘমেয়াদি বেকারত্ব (যারা একটানা এক বছরের বেশি সময় ধরে বেকার) তাদের সংখ্যা এক বছরের ব্যবধানে ১৯ হাজার বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯ হাজার ৬০০ জনে।
অন্যদিকে, ৫০ বছরের বেশি বয়সী বেকারের সংখ্যা ৭ হাজার ১০০ জন বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ৫০০ জনে।
আর ২৫ বছরের নিচে বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ৫০০ জনে, এক বছরে প্রবৃদ্ধি ৪ হাজার ১০০ জন।
পরিসংখ্যান ফিনল্যান্ডের প্রতিবেদন অনুযায়ী, দেশটিতে ডিসেম্বর শেষে বেকারত্বের হার দাঁড়িয়েছে ৮.৯ শতাংশ, যা আগের বছরের তুলনায় ১.২ শতাংশ পয়েন্ট বেশি। কর্মসংস্থানের হার কমেছে দেড় শতাংশ পয়েন্ট।