সঞ্জয় দত্তকে ৭২ কোটি টাকার সম্পত্তি উপহার অচেনা ভক্তের

অভিনেতা সঞ্জয় দত্ত।
অভিনেতা সঞ্জয় দত্ত।

বলিউড নায়ক-নায়িকাদের নিয়ে ভক্তদের মাতোয়ারা নতুন কিছু নয়। তবে এ ঘটনা যেন হার মানায় সব গল্পকে।

এমনই এক কাণ্ড করেছেন নিশা পাতিল নামে সঞ্জয় দত্তের এক অনুরাগী। সঞ্জয়ের ওই ভক্তের কাণ্ডে অবাক খোদ অভিনেতাও। মৃত্যুর পরে নিজের ৭২ কোটির সম্পত্তির উত্তরাধিকার করে গেছেন সঞ্জয়ের নামে। সব সম্পত্তি লিখে দিয়ে গেছেন অভিনেতাকে।

মাদক থেকে জঙ্গি সংযোগ। সঞ্জয় দত্ত আর বিতর্ক যেন একে অপরের। তবুও তাকে নিয়ে অনুরাগীদের উন্মাদনার কিন্তু শেষ নেই। এমনই এক অনুরাগী নিশা পাতিল। জীবদ্দশায় কোনোদিনও সঞ্জয়ের সঙ্গে দেখাও করেননি তিনি। শুধু পর্দাতেই দেখে এসেছেন অভিনেতাকে।

এ ঘটনা ২০১৮ সালের। নিশা নামের সেই অনুরাগী নিজের ৭২ কোটি টাকার সম্পত্তি লিখে দিয়ে গিয়েছেন জেনে অবাক হয়ে যান সঞ্জয়।

জানা যায় মুম্বাইয়ের বাসিন্দা ৬২ বছরের নিশা জটিল অসুখে ভুগছিলেন। মৃত্যুর আগেই নিজের সমস্ত সম্পত্তি লিখে দিয়ে যান সঞ্জয় দত্তের নামে। অভিনেতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার সমস্ত টাকা পাঠিয়ে দেওয়ার আর্জি জানিয়ে একাধিক বার ব্যাংকে চিঠি লিখে পাঠিয়েছিলেন তিনি। পুরো বিষয়টি পরে জানতে পেরে স্তম্ভিত হয়ে যান সঞ্জয়।

কোটি কোটি টাকার সম্পত্তি তার নামে লিখে দিয়ে গেলেও তা নিয়ে কোনো আগ্রহ দেখাননি সঞ্জয়। স্পষ্ট জানিয়েছিলেন, নিশা পাতিলকে তিনি চেনেন না।

সঞ্জয়ের আইনজীবীও স্পষ্ট জানিয়ে দেন যে, ৭২ কোটি টাকার এই সম্পত্তি গ্রহণের কোনো ইচ্ছা নেই সঞ্জয়ের।

সঞ্জয় সেই সময়ে বলেন, “আমি এই সম্পত্তি নেব না। আমি তো নিশা পাতিলকে চিনতামই না। তবে পুরো ঘটনায় আমি খুবই অভিভূত হয়েছি।”

চার দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন সঞ্জয় দত্ত। এ পর্যন্ত ১৩৫টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি।

আরও পড়ুন