আরও ১১৯ ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ভারতীয় অভিবাসীদের নিয়ে অমৃতসরে অবতরণকারী মার্কিন সামরিক বিমানের দিকে তাকিয়ে আছেন এক নারী। ছবি: রয়টার্স।
ভারতীয় অভিবাসীদের নিয়ে অমৃতসরে অবতরণকারী মার্কিন সামরিক বিমানের দিকে তাকিয়ে আছেন এক নারী। ছবি: রয়টার্স।

আরও অন্তত ১১৯ অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

শনিবার রাত ১০টার দিকে পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে অভিবাসীদের বহনকারী মার্কিন বিমানটির অবতরণের কথা রয়েছে।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি অবৈধ ভারতীয় অভিবাসীদের নিয়ে যুক্তরাষ্ট্র থেকে অমৃতসরে প্রথম বিমানটি নামে। ওই বিমানে ফেরত পাঠানো ১০৪ ভারতীয়কে হাতকড়া পরিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

এছাড়া তাদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ করেন ফেরত পাঠানো ভারতীয়দের অনেকে।

এবারেও ১১৯ জনকে একইভাবে ফেরত পাঠানো হচ্ছে কিনা তা নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলি।

আনন্দবাজার প্রতিবেদনে জানায়,শনিবার কংগ্রেস নেতা চিদম্বরম এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন। তাতে তিনি লিখেন, “বিমানে করে যাদের আনা হবে, তাদের হাতে কি হাতকড়া আর পায়ে দড়ি বাঁধা থাকবে? ভারতীয় কূটনীতির জন্য এটা একটা পরীক্ষা।”

দ্বিতীয় দফায় ফেরত পাঠানা ১১৯ জনের মধ্যে ৬৭ জনই পাঞ্জাবের বাসিন্দা। এছাড়া হরিয়ানার ৩৩ জন, গুজরাটের আটজন, উত্তরপ্রদেশের তিনজন, গোয়ার দুইজন, মহারাষ্ট্রের দুইজন, রাজস্থানের দুইজন, হিমাচল প্রদেশের একজন এবং জম্মু ও কাশ্মীরের একজন।

চলতি সপ্তাহেই তৃতীয় দফায় অবৈধবাসীদের নিয়ে আরও একটি মার্কিন বিমানের ভারতে আসার কথা রয়েছে বলেও আনন্দবাজারের ওই প্রতিবেদনে বলা হলেও সেই বিমানটি অবতরণের দিনক্ষণ এবং কতজনকে ফেরত পাঠানো হবে তা যুক্তরাষ্ট্রে পক্ষ থেকে এখনও জানানো হয়নি।

এদিকে অবৈধ ভারতীয় অভিবাসীদের বহন করা বিমান দিল্লিতে না নামিয়ে কেন পাঞ্জাবেই নামানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।

তিনি অভিযোগ করেন, পাঞ্জাবকে গোটা দেশের সামনে ছোট করার উদ্দেশ্যেই মার্কিন বিমানগুলি অমৃতসরে নামানো হচ্ছে। সেইসঙ্গে আমেরিকা-ফেরত ভারতীয়দের তার প্রশাসন যথাসম্ভব সাহায্য করবে বলে জানান।

সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার অবৈধবাসী সমস্যা নিয়েও আলোচনা হয়েছে।

ভারত জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো এই অভিবাসীদের গ্রহণ করতে তারা প্রস্তুত।

তবে ‘হাতকড়া পরিয়ে, শিকলে বেঁধে’ ১০৪ ভারতীয়কে ফেরত পাঠানোর পরেই সংসদের বাজেট অধিবেশনে বিরোধীদের প্রশ্নের মুখে পড়ে কেন্দ্রীয় সরকার।

জবাবে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তখন বলেন, “বিতাড়িত এই ভারতীয়েদের সঙ্গে যাতে কোনও দুর্ব্যবহার না করা হয়, তা নিশ্চিত করতে ভারত সরকার যুক্তরাষ্ট্রে সঙ্গে যোগাযোগ রেখেছে।

যদিও সংবাদ সংস্থা পিটিআই ওই বিমানে দেশে ফেরা কয়েক জনকে উদ্ধৃত করে জানায়, পুরো বিমানযাত্রাতেই তাদের হাত-পা বাঁধা ছিল।

আরও পড়ুন