বাংলাদেশ সফরে যেতে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে অপরাধমূলক কাজ ও জঙ্গিদের তৎপরতা বেড়েছে বলে মনে করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তাই নিজ দেশের নাগরিকদের কড়া সতর্কতা জারি করেছে আমেরিকা।
এর আগেও ওয়াশিংটনের প্রশাসন বাংলাদেশ ভ্রমণ ও সেখানে বসবাসকারী মার্কিন নাগরিকদের সাবধান করে দিয়েছিল।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১৮ এপ্রিল এই সর্বশেষ সতর্কতা জারি করা হয়।
লেভেল থ্রি রিকনসিডার ট্রাভেল নামে এই বিজ্ঞপ্তি বাংলাদেশের সব অঞ্চলের ক্ষেত্রেই প্রযোজ্য করা হয়েছে।
তবে চট্টগ্রাম পার্বত্য এলাকার খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান এলাকাকে লেভেল ফোর-এর অর্থাৎ ডু নট ট্রাভেল এলাকার অন্তর্ভুক্ত করেছে মার্কিন প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা, সন্ত্রাসবাদী কার্যকলাপ, অপহরণ এবং রাজনৈতিক অস্থিরতা চলছে। যা মার্কিন নাগরিকদের পক্ষে বিপজ্জনক ঝুঁকি ডেকে আনতে পারে। এই অবস্থায় বাংলাদেশে বেড়াতে যাওয়া বা সেখানে বসবাস না করাই উপযুক্ত।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, বড় মাত্রায় সংঘর্ষের সংখ্যা কমলেও এখনও সেখানে ছোটবড় প্রতিবাদ-বিক্ষোভ চলছে। যা যে কোনও মুহূর্তে বিরাট আকার ধারণ করতে পারে।
বাংলাদেশে বসবাসকারী মার্কিন সরকারি কর্মচারীদের এদিক-ওদিক না যেতে নির্দেশ দিয়েছে। বেশিরভাগ সময়েই দূতাবাসের ভিতরে কিংবা খুব বেশি হলে ঢাকার মধ্যে থাকতে বলে দিয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ব্যবস্থা বজায় রাখতে বলা হয়েছে। রাজধানীর বাইরে যেতে গেলে আগাম অনুমতি নিতে হবে। তবে ব্যতিক্রম কক্সবাজার ও সিলেট।
গত ৬ আগস্ট বাংলাদেশে সরকার পরিবর্তনের পরই মার্কিন সরকার ফেডেরাল কর্মীদের কূটনৈতিক সফর ছাড়া অন্য কোনও প্রয়োজনে বাংলাদেশে ভ্রমণ করতে নিষেধ করা হয়েছিল। ঢাকার বাইরে ভ্রমণের জন্য বিশেষ অনুমতির কথা বলা হয়েছিল। মার্কিন সাধারণ নাগরিকদেরও রাজনৈতিক মিটিং-মিছিল থেকে দূরে থাকতে এবং স্থানীয় সংবাদমাধ্যমে সবর্দা নজর রাখতে বলা হয়েছিল।