পাখির আঘাতে ইঞ্জিন বিকল হয়ে জরুরি অবতরণ করতে হয়েছে আমেরিকান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ।
শুক্রবার নিউইয়র্কের লা’গার্ডিয়া বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যে দুটি ইঞ্জিনের মধ্যে একটি সমস্যা ধরা পরে বিমানটির। পরে ঘুরিয়ে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয় বলে শুক্রবার জানিয়েছে কর্তৃপক্ষ।
বিমানের পাইলট কন্ট্রোল টাওয়ারে বার্তা পাঠিয়ে আশু অনিশ্চয়তার কথা জানায়।
পুরো কথোপকথন এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারে ধারণ করা হয়। পরে শোনা যায় পাইলট বলছিলেন, “মনে হচ্ছে আমাদের একটি ইঞ্জিন বিকল হয়ে পড়েছে, আমরা ঠিক কি ঘটেছে তা বের করার চেষ্টা করছি। তবে ওড়ার সময় বিমানটি পাখিদের আঘাত করেছিল।”
এয়ারলাইন কর্মকর্তারা আশ্বস্ত করে বলেছেন, এয়ারবাস এ৩২১ এ ওই ঘটনায় কেউ আহত হয়নি। মোট ১৯০ জন যাত্রী এবং ছয়জন ক্রু ছিলেন ওই ফ্লাইটে।
এয়ার ট্র্যাফিক ধারণ করা শব্দ ঘেটে পাইলট যে কেনেডিতে অবতরণের জন্য ছাড়পত্রের অনুরোধ করেছিলেন তা নিশ্চিত করেছে বার্তা সংস্থা এপি।