ভারতে আসছেন মার্কিন উপরাষ্ট্রপতি, ২১ এপ্রিল মোদী-ভান্স বৈঠক

modi-

ভারত সফরে আসছেন যুক্তরাষ্ট্রের উপ রাষ্ট্রপতি জেডি ভান্স। সঙ্গে একান্ত বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। ঘুরতে যাবেন আগ্রা, জয়পুরে।

ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক সেরেই ভারতে পা রাখবেন জেডি ভান্স ও তার পরিবার।

আগামী ১৮ থেকে ২৪ এপ্রিল মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভান্স ইটালি ও ভারত সফরে আসছেন। সঙ্গে আসছেন তার ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ও তিন সন্তানও।

একদিকে যেমন ভারতের দর্শনীয় স্থান ভ্রমণ করবেন তারা, পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্য়ান্য মন্ত্রীদের সঙ্গে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনাও করবেন।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আগামী ২১ এপ্রিল প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে পারেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট। বৈঠকে ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি দু’দেশের বাণিজ্য এবং পারস্পরিক শুল্কের বিষয়েও আলোচনা হতে পারে।

গত ফেব্রুয়ারি মাসে আমেরিকা সফরে যান ভারতের প্রধানমন্ত্রী মোদী। ওই সময়ে ১৩ ফেব্রুয়ারি একটি যৌথ বিবৃতিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে বেশ কিছু পদক্ষেপের কথা বলা হয়েছিল।

অনুমান করা হচ্ছে, ভান্সের ভারত সফরে মোদীর সঙ্গে বৈঠকে সেগুলো আরও জোরদার করার বিষয়ে আলোচনা হতে পারে।

ভান্স এমন সময়ে নয়া দিল্লিতে আসছেন, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি ঘিরে গোটা বিশ্বে আলোড়ন পড়ে গিয়েছে। ট্রাম্প যে সব দেশের উপর পারস্পরিক শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছেন, সেই তালিকায় রয়েছে ভারতও। যদিও চীন ছাড়া বাকি দেশগুলির উপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত রেখেছেন ট্রাম্প।

আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে এরইমধ্যে বেশ কয়েক দফায় আলোচনা হয়েছে ভারতের। আমেরিকার বাণিজ্য প্রতিনিধিদল ভারত থেকে ঘুরে গেছে। ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল ঘুরে এসেছেন আমেরিকা থেকে।

সম্প্রতি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা হয়েছে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর। দু’দেশই চায় বাণিজ্যচুক্তি দ্রুত বাস্তবায়িত হোক। তবে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, আমেরিকার সঙ্গে নতুন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির ক্ষেত্রে ‘ইন্ডিয়া ফার্স্ট’ এবং ‘বিকশিত ভারত’-এর নীতি নিয়ে এগোবে নয়াদিল্লি।

আরও পড়ুন

সর্বশেষ

ads