পাকিস্তানসহ বিভিন্ন দূতাবাসে বিজয় দিবস পালিত

জাতীয় স্মৃতিসৌধ
জাতীয় স্মৃতিসৌধ

বিদেশে বিভিন্ন দূতাবাসে নানা আনুষ্ঠানিকতায় পালিত হয়েছে বাংলাদেশের বিজয় দিবস।

সোমবার ইতালি, জাপান, মালয়েশিয়া, হংকং, পাকিস্তান, ফিলিপাইন, তুরষ্ক ও সৌদি আরবে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপনের খবর দিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা।    

রোমে সকালে দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে রাষ্ট্রদূত রকিবুল হক জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের নিয়ে আয়োজন করা হয় আলোচনা অনুষ্ঠান।

এক মিনিট নীরবতা পালনের পাশাপাশি অন্যান্য আনুষ্ঠানিকতা ছিল টোকিওতে। পাঠ করে শোনানো হয় রাষ্ট্রপতি ও অন্তর্বর্তী প্রধানের বাণী।

মালয়েশিয়া দূতাবাসের হাইকমিশনার মো. শামীম আহসান বিজয় দিবস উপলক্ষে রাখেন আলোচনা সভা। বীর শহিদদের স্মরণে পালন করা হয় নীরবতাও।

একই সঙ্গে যাদের সঙ্গে যুদ্ধ করে বাংলাদেশের এই বিজয় সেই পাকিস্তানের ইসলামাবাদে যথাযথ মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে দিনটি পালিত হয়ছে বলে বাসসের খবর।  

অন্যান্য আয়োজনের পাশাপাশি সেখানে প্রদর্শন করা হয় মহান বিজয় দিবসের তাৎপর্যভিত্তিক প্রামাণ্যচিত্র।

ফিলিপাইনের ম্যানিলায় বাংলাদেশ দূতাবাসে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

হংকংয়ে কনস্যুলেট জেনারেল ইসরাত আরার নেতৃত্বে এদিন সেখানে বসবাসরত বাংলাদেশিদের উপস্থিতিতে দিবসটি পালন করা হয়েছে বলে খবর এসেছে।

ইস্তাম্বুল ও রিয়াদে বিজয় দিবস উপলক্ষে ছিল আলাদা আলাদা অনুষ্ঠান। সৌদি আরবে সার্জ দ্য অ্যাফেয়ার্স এস এম রকিব উল্লাহ দূতাবাসে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুন