বার্গেনে বিজয় দিবসের আয়োজন, মুক্তিযুদ্ধের গল্পে উদ্বুদ্ধ শিশুরা

নরওয়ের বার্গেনে বিজয় দিবসের আয়োজনে শিশুদের মনকাড়া প্রদর্শনী।
নরওয়ের বার্গেনে বিজয় দিবসের আয়োজনে শিশুদের মনকাড়া প্রদর্শনী।

নরওয়ের বার্গেন শহরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়েছে বাংলাদেশের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ৫৩তম বিজয় দিবস।

২১শে ডিসেম্বর স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।

শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং সম্ভ্রম হারানো মা-বোনদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে এক মিনিট নীরবতা পালনের মধ্যে দিয়ে শুরু হয় মূল আয়োজন।

পরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা।

শাহিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠান জুড়ে ছিলো দেশের গান, নাচ, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে মঞ্চ নাটকা, কবিতা আবৃত্তি এবং মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যচিত্র প্রদর্শনী।

ঐতিহ্যবাহী বাঙালি খাবারের পরিবেশনা ছাড়াও শিশু-কিশোরদের মাঝে বিতরণ করা হয় উপহার।

আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানের অন্যতম লক্ষ্য ছিল বার্গেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে ধর্ম, রাজনীতি এবং মতপার্থক্যের ঊর্ধ্বে ঐক্যের বার্তা পৌঁছে দেওয়া।

উল্লেখযোগ্যদের মধ্যে সাদিক হাসান, আমিনুর রহমান দিপু, শাহিনুল ইসলাম, শাহনাজ সুলতানা বিনু, তানজিম তাহমিনা প্রমুখ অনুষ্ঠানের আয়োজন ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।  

আয়োজকরা বলেন, আগামীতে এ অনুষ্ঠান আরও বিস্তৃত পরিসরে আয়োজনের ইচ্ছে তাদের রয়েছে।

অংশ নেওয়া বাংলাদেশিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দিনের আয়োজনের সমাপ্তি টানেন বার্গেনের ওই আয়োজকরা।   

thesun24.com অভিবাসী ও প্রবাসী বাঙালিদের মুখপত্র। যেকোনো অনুষ্ঠানের সংবাদ ও ছবি পাঠাতে পারেন আমাদের [email protected] ইমেইলে।

আরও পড়ুন