লিসবনে ২৯ ডিসেম্বর হবে ‘বিজয় দিবসের’ অনুষ্ঠান

২৯ ডিসেম্বর হবে বিজয়ের অনুষ্ঠান লিসবনে।
২৯ ডিসেম্বর হবে বিজয়ের অনুষ্ঠান লিসবনে।

বিদেশের মাটিতে দেশের গৌরবের দিনগুলোর উদযাপন একটু দেরিতেই হয়। নির্দিষ্ট তারিখ মেনে পালন করা যায় না মূলত সুযোগের অভাবে। তাও তারা পালন করতে চায় শত ব্যস্ততার মাঝেও।

প্রতিবছরের মতো এবারও পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের বিজয় দিবেসের অনুষ্ঠান।

২৯ ডিসেম্বর রোববার সকাল ১১টা থেকে শুরু হবে অনুষ্ঠান, চলবে দিনব্যাপী।

বাংলাদেশি কমিউনিটি অব পর্তুগাল নামে একটি স্থানীয় সংগঠনের কর্মীরা জানিয়েছেন, মার্তিম মুনিজ পার্কে তাদের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অংশ নিতে পারবেন যে কেউ।

মূলত পর্তুগালে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্যই এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

thesun24.com অভিবাসী ও প্রবাসী বাঙালিদের মুখপত্র। যেকোনো অনুষ্ঠানের সংবাদ ও ছবি পাঠাতে পারেন আমাদের [email protected] ইমেইলে।

আরও পড়ুন