মাত্র এক বছর আগে দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশে মোট ভোটারের সংখ্যা ছিল প্রায় ১১ কোটি ৯৩ লাখ। তবে নতুন নির্বাচন কমিশনের জমানায় সে সংখ্যা কম করে হলেও বাড়ছে অর্ধকোটি। অন্তত হালনাগাদ তালিকা থেকে এমন আভাসই মিলছে।
নির্বাচনের তারিখ ঘোষণা না হলেও রোববার নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ করেছে, যা একটি চলমান প্রক্রিয়া।
তাদের নতুন তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১১ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ১৫৭ জন ভোটারের সঙ্গে যুক্ত হচ্ছে আরও ৪৪ লাখ নতুন ভোটার।
কয়েকটি দলের বর্জনের মধ্যে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করে। যদিও কোটাবিরোধী আন্দোলনের মুখে ক্ষমতা হারায় শেখ হাসিনার সরকার।
আওয়ামী লীগের অনুপস্থিতিতে অন্তর্বর্তী সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিলেও এখনও তারিখ দেয়নি।
নতুন বাস্তবতায় নতুন করে ভোটার তালিকা হালনাগাদের খসড়া সম্পূরক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
রেওয়াজ অনুযায়ী, এই তালিকা উপজেলা কর্মকর্তারা নির্দিষ্ট স্থানে সাঁটিয়ে দেবেন। এরপর পরিমার্জনের জন্য ২১ অগাস্ট পর্যন্ত আবেদন দাখিল করতে পারবেন যেকেউ।
২৪ অগাস্টের মধ্যে দাখিলকৃত দরখাস্ত সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা ও রেজিস্ট্রেশন অফিসার নিষ্পত্তি করবেন। এরপর অন্যান্য কাজ শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩১ অগাস্ট।
যাদের বয়স আগামী ৩১ অক্টোবর ১৮ বছর পূর্ণ হবে, তারাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত হবেন। ফলে নির্বাচনের আগে ভোটার সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।