বিভিন্ন বিষয়ভিত্তিক খবর দিয়ে বুধবার প্রধান প্রতিবেদন সাজিয়েছে দেশের সংবাদপত্রগুলো। এর মধ্যে নিত্য প্রয়োজনী দ্রব্যের মূল্য বৃদ্ধি ঘিরে বাজারে অস্বস্তি ফিরে আসার খবর প্রধান প্রতিবেদন হয়েছে কয়েকটি সংবাদপত্রে। এ ছাড়া দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কয়েকটি সংবাদপত্র প্রধান প্রতিবেদন করেছে। এর বাইরে আগামী জাতীয় বাজেটের সম্ভাব্য আকার, ঢাকা ছাড়তে চেয়ে পুলিশে ব্যাপক আবেদন, ২০২৬ সালে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ ও সম্পত্তি বেচতে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ক্রেতার খোঁজার খবরও গুরুত্ব পেয়েছে কয়েকটি সংবাদপত্র। এক নজরে দেখে নেওয়া যাক বুধবার কোন সংবাদপত্র কোন খবরকে প্রধান শিরোনাম করেছে।

কালের কণ্ঠ
সংস্কার ও নির্বাচনের টাইমফ্রেম নিয়ে জুলাই- আগস্টের গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য ও দূরত্ব বাড়ছে– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে কালের কণ্ঠ। ‘হঠাৎ রাজনীতির মাঠে গরম হাওয়া’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কার্যকাল এরই মধ্যে আট মাস পেরিয়ে ৯ মাসে পড়েছে। রাষ্ট্র সংস্কারের কাজ কতটা এগোল এবং কবে নির্বাচন হচ্ছে, তা এখনো খুব স্পষ্ট নয়। সংস্কার ও নির্বাচনের টাইমফ্রেম নিয়ে জুলাই- আগস্টের গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য ও দূরত্ব বাড়ছে। এই অবস্থায় আজ বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক হতে যাচ্ছে। এই বৈঠকে বিএনপি নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ সম্পর্কে জানতে চাইবে এবং বিষয়টি সম্পর্কে সরকারের অবস্থান জানার পর তাদের রাজনৈতিক কর্মসূচি নির্ধারণ করবে। দলটির পক্ষ থেকে পরিস্থিতি অনুযায়ী নির্বাচনের দাবিতে আন্দোলনে যাওয়ারও ইঙ্গিত দেওয়া হয়েছে। বিএনপির মিত্র রাজনৈতিক দলগুলোও দ্রুত নির্বাচনের পক্ষে।
অন্যদিকে জামায়াতে ইসলামী প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন চায়। আর জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চায় জাতীয় সংসদ নির্বাচনের আগে সংস্কারের রোডম্যাপ ও গণপরিষদ নির্বাচন। এ ছাড়া রাজনৈতিক দলগুলোর এই মতানৈক্যের মধ্যে সরকারের দুজন উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্য, নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংশোধিত বিজ্ঞপ্তি জনপরিসরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

প্রথম আলো
সয়াবিন, পেঁয়াজ, ডিম ও সবজিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে বাজারে অস্বস্তি বৃদ্ধির খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে প্রথম আলো। ‘বাজারে অস্বস্তি আবার বাড়ছে’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, বোতলজাত সয়াবিন তেলের দাম এক লাফে লিটারে ১৪ টাকা বাড়ল। সয়াবিনের বিকল্প পাম তেলের দাম বেড়েছে লিটারে ১২ টাকা। সরকার করছাড় তুলে নেওয়ায় গতকাল মঙ্গলবার দাম বাড়ানোর এ সিদ্ধান্ত হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ে গতকাল অনুষ্ঠিত বৈঠকে যেমন ভোজ্যতেলের দাম বাড়ানোর এ সিদ্ধান্ত হয়েছে, তেমনি কয়েক দিনে বাজারে বেড়েছে পেঁয়াজ, ডিম ও সবজির দাম। কিছুটা বেড়েছে আটার দাম। আগে থেকে বাড়তি থাকা চাল-ডালের দাম কমার লক্ষণ নেই।
সরকার গত রোববার নতুন কারখানা ও অনুমোদিত সীমার (লোড) অতিরিক্ত ব্যবহারের ক্ষেত্রে গ্যাসের দামও ৩৩ শতাংশ বাড়িয়েছে, যার প্রভাবে পণ্যের উৎপাদন খরচ বাড়ার আশঙ্কা আছে। উল্লেখ্য, পেট্রোবাংলার হিসাবে, ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত শিল্পে অনুমোদিত লোডের চেয়ে ১৪ কোটি ৭৮ লাখ ঘনমিটার গ্যাস বাড়তি ব্যবহার করা হয়েছে। আর ক্যাপটিভে (কারখানার নিজস্ব বিদ্যুৎকেন্দ্র) ৫ কোটি ৭৬ লাখ ঘনমিটার গ্যাস বাড়তি ব্যবহার করা হয়েছে। এই গ্যাসের দাম নতুন হারে দিতে হবে।
করছাড় তুলে নেওয়া, গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাজারে দাম বেড়ে যাওয়ার এসব ঘটনা এমন একটা সময়ে ঘটছে, যখন সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। কিন্তু মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে কমছে না। এখনো মূল্যস্ফীতি (মার্চ) ৯ শতাংশের বেশি।

সমকাল
গত রমজানে এবং তার আগে শীতে খাদ্যদ্রব্য বিশেষ করে সবজির দাম তুলনামূলকভাবে কম থাকায় ভোক্তা স্বস্তি পেলেও তাতে কৃষক ব্যাপক ক্ষতির মুখে পড়েছে– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে সমকাল। ‘ভোক্তার স্বস্তির বড় মূল্য দিতে হচ্ছে কৃষককে’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের কৃষি উদ্যোক্তা এস এম শহীদুল কবির লিপু। ২৫ বিঘা জমিতে তাঁর সমন্বিত খামার। সেখানে নানা ধরনের সবজি ফলান তিনি। এবার ফলন আগের চেয়ে ভালো হয়েছে জানালেও কণ্ঠে ছিল হতাশার সুর।
হতাশার কারণও জানালেন লিপু। বললেন, ‘এবার রোজার সময় তোলা আমার একটা ফুলকপির উৎপাদন খরচ ছিল ১০ টাকা। ক্ষেতে বিক্রি করেছি দুই টাকা দরে। অথচ শহরে গিয়ে তা বিক্রি হয়েছে ২০ টাকায়। তাহলে আমি কী পেলাম? আমি কীভাবে টিকে থাকব?’ তিনি বলেন, রোজায় ভালো দাম পেতে সব কৃষক একসঙ্গে ক্ষেত থেকে সবজি তুলেছেন। কিন্তু দাম পড়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়তে হয়েছে সবাইকে।
এবার শীতকালে এবং রমজানের সময়ে সবজি, বিশেষ করে টমেটো, ফুলকপি, বেগুন, লাউ ইত্যাদির দাম অন্য বছরের চেয়ে কম ছিল। এতে ভোক্তারা স্বস্তি পেয়েছেন। কিন্তু উৎপাদন খরচ বেশি হওয়ায় কৃষক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইত্তেফাক
প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা করে বাড়ানোর খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে ইত্তেফাক। ‘১৪ টাকা বেড়ে সয়াবিনের লিটার এখন ১৮৯ টাকা’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বাজারে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৪ টাকা বেড়েছে। ফলে এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৮৯ টাকায়। এত দিন যা ছিল ১৭৫ টাকা। অন্যদিকে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৫৭ টাকা থেকে বেড়ে হয়েছে ১৬৯ টাকা। খোলা পাম তেলও লিটারপ্রতি ১৫৭ টাকা থেকে বাড়িয়ে ১৬৯ টাকা করা হয়েছে। অর্থাৎ খোলা সয়াবিন ও পাম তেলের দাম বেড়েছে লিটারে ১২ টাকা।
এছাড়া বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯২২ টাকা। আগে যা ছিল ৮৫২ টাকা। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে গতকাল মঙ্গলবার ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর সয়াবিন তেল ও পাম তেলের নতুন দাম ঘোষণা করা হয়। সচিবালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের এ তথ্য জানান।

যুগান্তর
আন্তর্জাতিক দাতা সংস্থা আইএমএফের প্রেসক্রিপশন মেনে আগামী জাতীয় বাজেটের সম্ভাব্য আকার কমিয়ে আনা হচ্ছে– খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে যুগান্তর। ‘কমছে বাজেটের আকার’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক সংকটের মুখে দেশে প্রথমবারের মতো চলতি বাজেটের আকারের চেয়ে কম দেখিয়ে আগামী (২০২৫-২৬) অর্থবছরের বাজেটের রূপরেখা প্রণয়ন করা হয়েছে। সম্ভাব্য নতুন বাজেটের আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। আর সেটি বাস্তবায়ন করতে দেশি ও বিদেশি মিলে দু লাখ ৩০ হাজার কোটি টাকার ঋণ করতে হবে। যার মধ্যে বিদেশি ঋণ প্রায় সাড়ে ৮ বিলিয়ন মার্কিন ডলার (এক লাখ ৫ হাজার কোটি টাকা)। যদিও জাতীয় সংসদে চলতি (২০২৪-২৫) অর্থবছরে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পাস করা হয়।
আন্তর্জাতিক দাতা সংস্থা আইএমএফ অন্তর্বর্তী সরকারকে বিদ্যমান অর্থনৈতিক সংকট বিবেচনায় আনার পরামর্শ দিয়েছে। এক্ষেত্রে জাতীয় বাজেটের আকার অহেতুক বড় না করে যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার প্রেসক্রিপশন দিয়েছে। এরপরেই আগামী অর্থবছরের বাজেটের রূপরেখা আগের বছরের তুলনায় কমিয়ে আনা হয়। অর্থ বিভাগের সংশ্লিষ্টদের মতে, বড় বাজেট দিলে রাজস্ব আহরণ বাড়াতে হবে। কিন্তু সার্বিক পরিস্থিতি রাজস্ব আদায়ের হার খুব বেশি ভালো নয়। এছাড়া ব্যয় কমাতে কৃচ্ছ সাধন কর্মসূচি অব্যাহত আছে। ফলে আগামীতে ব্যয় না বাড়িয়ে ছোট বাজেট দেওয়া হবে।

বাংলাদেশ প্রতিদিন
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বুধবার দুপুরে অনুষ্ঠেয় বিএনপির প্রতিনিধিদলের বৈঠকে জাতীয় নির্বাচনের তারিখ এবং সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবে বিএনপি– খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে বাংলাদেশ প্রতিদিন। ‘বিএনপি চাইবে ভোটের তারিখ’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠেয় বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের তারিখ এবং সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবে বিএনপি। এ দুটি বিষয়ে সরকারের জবাবের ওপর নির্ভর করবে বিএনপির পরবর্তী পদক্ষেপ। দাবি আদায়ে কী ধরনের কর্মসূচি দেওয়া হবে, সেসব বিষয়েও সিদ্ধান্ত নেবে দলটি। তবে বৈঠকে ‘আলোচনা ও ঐক্যের’ মাধ্যমে নির্বাচনের রোডম্যাপের বিষয়টির নিশ্চয়ই সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবার দৃষ্টি আজ যমুনায়।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ দুপুর ১২টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির প্রতিনিধিদল বৈঠক করবে। বিএনপি মহাসচিবের নেতৃত্বে জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদসহ আরও কয়েকজন প্রতিনিধি থাকার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠেয় বৈঠক সামনে রেখে গতকাল রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। এতে সরকারের সঙ্গে ‘আগামী জাতীয় নির্বাচনের তারিখ ও সুস্পষ্ট রোডম্যাপ’ ছাড়াও আরও যে বিষয়ে আলোচনা হবে সেসব নিয়ে কথা হয়।

বণিক বার্তা
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু তার সম্পত্তি বেচার জন্য ক্রেতা খুঁজছেন– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে বণিক বার্তা। ‘সম্পত্তি বেচতে ক্রেতা খুঁজছেন নসরুল হামিদ’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান বাজারমূল্য অনুযায়ী এর দাম অন্তত ২০০ কোটি টাকা। মূল্যবান এ সম্পত্তির মালিক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। দুই মাস ধরে জায়গাটি বিক্রির চেষ্টা চলছে। যদিও খুঁজে পাওয়া যায়নি কাঙ্ক্ষিত ক্রেতা।
গুলশানের মূল্যবান এ প্লটটির পাশাপাশি রাজধানীর মাদানী এভিনিউর ১০০ ফুট রাস্তার পাশেও নসরুল হামিদের রয়েছে পাঁচ বিঘা জমি। অনেকটা বাগানবাড়ির আদলে জায়গাটি গড়ে তুলেছেন তিনি। ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়ার আগে পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে বিপু সেখানে নিয়মিত আড্ডা দিতেন। সম্প্রতি এ জমিটিও বিক্রির জন্য ক্রেতা খোঁজা হচ্ছে। প্রতি কাঠা ২ কোটি করে ধরলেও সম্পত্তিটির মূল্য ২০০ কোটি টাকা। তবে এত বড় জায়গা একসঙ্গে কেনার মতো গ্রাহক না পাওয়ায় ছোট প্লট আকারে বিক্রির তৎপরতা চালাচ্ছে নসরুল হামিদের কোম্পানি হামিদ রিয়েল এস্টেট।

আজকের পত্রিকা
পুলিশ সদর দপ্তরে ডিএমপি থেকে ঢাকার বাইরে বদলি চেয়ে সাড়ে সাত হাজারের বেশি আবেদন জমা পড়ার খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে আজকের পত্রিকা। ‘ঢাকা ছাড়তে পুলিশের আবেদনের হিড়িক’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়, একসময় ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) পদায়নকে গর্বের মনে করতেন পুলিশ সদস্যরা। তাই ডিএমপিতে বদলি হতে চেষ্টা, তদবির, চিঠি, সুপারিশের অন্ত ছিল না। অথচ এখন ডিএমপিতে কর্মরত পুলিশের অনেক অধস্তন সদস্য ঢাকার বাইরে বদলি হতে চাইছেন। পুলিশ সদর দপ্তরে ডিএমপি থেকে ঢাকার বাইরে বদলি চেয়ে সাড়ে সাত হাজারের বেশি আবেদন জমা পড়েছে।
সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। বদলির আবেদনকারী এই সদস্যদের মধ্যে আছেন কনস্টেবল, সহকারী উপপরিদর্শক (এএসআই) ও উপপরিদর্শক (এসআই) পদের কর্মকর্তারা। তাঁরা বলছেন, ডিএমপির চাকরিতে এখন কাজের চাপ ও মানসিক চাপ দুটিই বেশি। এ জন্য তাঁরা রাজধানীর বাইরে যেতে চাইছেন।
আবেদনের এই হিড়িকে পুলিশ সদর দপ্তর এ মুহূর্তে কনস্টেবল, এএসআই ও এসআইদের বদলির সব আবেদন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। ডিএমপি থেকে কাউকে সরানো যাবে না বলে সব বিভাগকে নির্দেশনাও দেওয়া হয়েছে। এরপরও চেষ্টা-তদবির থামছে না।

নয়া দিগন্ত
নতুন বাংলা নববর্ষ উদযাপনের খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে নয়া দিগন্ত। ‘বর্ষবরণে ফ্যাসিবাদ ও ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে বার্তা’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, হাজারো প্রাণের উচ্ছ্বাসে ধর্ম-বর্ণের গণ্ডি পেরিয়ে বাংলা নতুন বছর ১৪৩২ বরণ করেছে রাজধানীবাসী। এবারের বৈশাখী আনন্দ শোভাযাত্রায় ফ্যাসিবাদ অবসানের বার্তার সাথে ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদও উঠে আসে। ভোরের আলো ফোটার সাথে সাথে রাজধানী জুড়ে আনন্দ উৎসবে মেতে ওঠে মানুষ। রমনার বটমূল, চারুকলা, টিএসসিসহ ঢাকার সব বিনোদন স্পটে মানুষের ঢল নামে। উৎসবের মাধ্যমে বাংলা বর্ষপঞ্জির ১৪৩১ সনকে বিদায় জানিয়ে ১৪৩২ সনকে স্বাগত জানানো হয়।
দিনের শুরুতে মূল আয়োজনের বাইরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক সংগঠন নানান অনুষ্ঠানের আয়োজন করে।
ছায়ানটের আয়োজনে রমনা বটমূলে ভোর ৬টা ১৫ মিনিটে প্রায় দেড়শ জনের সুরবাণীতে নতুন বছরকে স্বাগত জানানো শুরু হয়। এতে ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে অনুষ্ঠানে এক মিনিট নীরবতাও পালন করে ছায়ানট।

দেশ রূপান্তর
স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে ২০২৬ সালে বাংলাদেশের উত্তরণের খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে দেশ রূপান্তর। ‘এলডিসি উত্তরণে বাধা নেই’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে উত্তরণের উড়োজাহাজ এখন আকাশে উড়ছে, ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের (জরুরি অবতরণ) সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত এলডিসি উত্তরণ গ্র্যাজুয়েশনবিষয়ক কমিটির প্রধান আনিসুজ্জামান চৌধুরী।
তিনি বলেছেন, ‘হবে কি হবে না এমন আশঙ্কার আর সুযোগ নেই। ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণ করবে বাংলাদেশ। করোনা না হলে ২০২৪ সালেই এলডিসি থেকে উত্তরণ ঘটত। এলডিসি উত্তরণে কোনো বাধা নেই। নীতিমালার মধ্যে কাজ করা হবে এবং সম্ভাব্য সমস্যার প্রস্তুতি ও সমাধান করা হবে।’