দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর জোটগঠনসহ নানা হিসাব-নিকাশ ও তৎপরতার খবর বুধবার গুরুত্ব দিয়ে ছেপেছে বেশিরভাগ সংবাদপত্র। পাশাপাশি মিয়ানমারের রাখাইন রাজ্যে বাংলাদেশের মানবিক করিডোর দেওয়া নিয়ে নানামুখী আলোচনার খবরও এসেছে। এ ছাড়া ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহতের ঘটনার জবাব দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন– এমন খবরও গুরুত্ব পেয়েছে কয়েকটি সংবাদপত্রে। এর বাইরে মালয়েশিয়ার শ্রমবাজারকে ঘিরে দুর্নীতিবাজ, লুটেরা সিন্ডিকেটের আবারও সক্রিয় হওয়া, রোহিঙ্গা পরিস্থিতি ক্রমেই আরও জটিল হয়ে ওঠা এবং আইএমএফ কিস্তির টাকা না দিলে নিজেদের মতো করে বাজেট করার বিষয়ে সরকারের প্রস্তুতির খবরও গুরুত্ব পেয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক বুধবার কোন সংবাদপত্র কোন খবরকে প্রধান শিরোনাম করেছে বা প্রথম পাতায় গুরুত্বের সঙ্গে ছেপেছে।

সমকাল
বিএনপি ও জামায়াতে ইসলামী থেকে সমদূরত্ব রেখে ইসলামী দলগুলো একতাবদ্ধ হচ্ছে– এমন খবর প্রথম পাতায় গুরুত্ব দিয়ে ছেপেছে সমকাল। ‘ঐক্য গড়ছে ইসলামী দলগুলো’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপি ও জামায়াতে ইসলামী থেকে সমদূরত্ব রেখে ইসলামী দলগুলো একতাবদ্ধ হচ্ছে। মধ্যপন্থি দলগুলোকেও এতে যুক্ত করার প্রচেষ্টা চলছে। নির্বাচনের আগের পরিস্থিতি এবং বড় দলগুলো কতটা ছাড় দেয়, তা দেখে ঠিক করবে- কার সঙ্গে জোট হবে। বিএনপি, জামায়াতের পর নবগঠিত জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) ইসলামী দলগুলোকে কাছে টানার চেষ্টা করছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নির্বাচনে থাকতে পারবে না- ধরে নিয়েই এসব তৎপরতা চলছে। বড় জোট করে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হওয়া কিংবা একতাবদ্ধ থেকে সমঝোতার মাধ্যমে বিএনপির কাছ থেকে উল্লেখযোগ্য সংখ্যক আসনে ছাড় পাওয়া- দুটি লক্ষ্যই রয়েছে ইসলামী দলগুলোর।

প্রথম আলো
সড়ক থেকে পুরোনো ও মেয়াদোত্তীর্ণ যানবাহন সরিয়ে নিতে সরকার ছয় মাস সময় বেঁধে দিলেও তাতে মালিকপক্ষের সাড়া মিলছে না– এমন খবর প্রথম পাতায় গুরুত্ব দিয়ে ছেপে+ছে প্রথম আলো। ‘মানবিক করিডর নিয়ে উদ্বিগ্ন বিএনপিসহ বিভিন্ন দল’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের তত্ত্বাবধানে মিয়ানমারের রাখাইনে সহায়তা পাঠানোর জন্য ‘মানবিক করিডর’ স্থাপনে অন্তর্বর্তী সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, তাতে উদ্বিগ্ন বিএনপিসহ বিভিন্ন দল। বিএনপির স্থায়ী কমিটির সভায় এ উদ্বেগ প্রকাশ করে বলা হয়, এ বিষয়ে আসলে কী হয়েছে, তা সরকারের কাছে জানতে চাইবে তারা।
বিএনপির নীতিনির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটির সদস্যরা মনে করেন, গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারের রাখাইনে ত্রাণসহায়তা পৌঁছানোর জন্য ‘মানবিক করিডর’ দেওয়ার মতো নীতিগত সিদ্ধান্ত কোনো অনির্বাচিত সরকার নিতে পারে না। এর সঙ্গে দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রশ্ন জড়িত। তাই এ ধরনের স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের রাজনৈতিক দলগুলোসহ জাতীয় নিরাপত্তা–সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সরকারের আলোচনা করা উচিত।

কালের কণ্ঠ
মালয়েশিয়ার সম্ভাবনাময় শ্রমবাজারকে কলংকিত করা দুর্নীতিবাজ, লুটেরা সিন্ডিকেট আবারও সক্রিয় হয়ে উঠেছে– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে কালের কণ্ঠ। ‘মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে জালিয়াতি: আবারও সক্রিয় স্বপন-আমিন চক্র’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার সম্ভাবনাময় শ্রমবাজারকে কলংকিত করা দুর্নীতিবাজ, লুটেরা সিন্ডিকেট আবারও সক্রিয়। অন্যায্য ও অন্যায়ভাবে চার লাখ ৯৪ হাজার ১৮০ গরিব কর্মীর কাছ থেকে এই চক্রটি অন্তত ২৫ হাজার কোটি টাকা লুটে নেয়। যার অন্তত সাড়ে সাত হাজার কোটি টাকাই তারা ‘চাঁদার’ আড়ালে মালয়েশিয়ায় পাঠানোর নামে নিজেদের পকেটে পুরেছে। শ্রমবাজারের ‘বিষফোঁড়া’ রিক্রুটিং মাফিয়া এই চক্রটি এখন সুযোগ বুঝে আবারও দৃশ্যপটে।
মালয়েশিয়ার শ্রমবাজারটি যখন খুলে দেওয়ার সময় হয়েছে, তখনই ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের ‘ক্রিম’ খাওয়া রক্তচুষা এই সিন্ডিকেট গ্রামের অসহায়, অভাবি মানুষকে ‘রিঙ্গিতের’ লোভ দেখানো শুরু করেছে। ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের চোখে ‘ধুলো’ দিয়ে আবারও মানুষের সহায়সম্বল বিক্রি করে নিঃস্ব করার মিশন নিয়ে সামনে এসেছে এই অতিমুনাফালোভী চক্রটি।
বিশেষজ্ঞ ও বিশ্লেষকরা বলছেন, মালয়েশিয়ার শ্রমবাজারের ভাবমূর্তি ধুলায় মিশিয়ে দেওয়া লুটেরা এই রিক্রুটিং সিন্ডিকেটকে সমূলে নির্মূল করতে হবে। গ্রামের গরিব মানুষ যেন স্বল্প খরচে মালয়েশিয়ার শ্রমবাজারে প্রবেশ করতে পারে এই উদ্যোগ নিতে হবে সরকারকে। কালের কণ্ঠের অনুসন্ধানে এসব তথ্য জানা গেছে।

ইত্তেফাক
কাশ্মীরে হামলার পালটা জবাব দিতে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি– এমন খবর প্রথম পাতায় গুরুত্ব দিয়ে ছেপেছে ইত্তেফাক। হামলার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীরে হামলার পালটা জবাব দিতে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
চলমান পরিস্থিতি নিয়ে গতকাল দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেছেন। বৈঠকে তিনি জবাবের ধরন, লক্ষ্যবস্তু ও সময় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

যুগান্তর
কাশ্মীরে হামলার পালটা জবাব দিতে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে যুগান্তর।‘তিন বাহিনী প্রধানের সঙ্গে মোদির বৈঠক: হামলার বদলা নিতে পূর্ণ স্বাধীনতা প্রদান’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার বদলা নিতে তিন সামরিক বাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি তাদের বলেছেন, যখন খুশি ‘অ্যাকশন’ নিন। আর নিরাপত্তা জোরদারের অংশ হিসাবে কাশ্মীরে মঙ্গলবার থেকে অর্ধেকের বেশি পর্যটনকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে নিয়ন্ত্রণরেখায় পঞ্চম দিনের মতো সোমবার রাতেও গুলিবিনিময় হয়েছে। ওদিকে ভারতের দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান।

বাংলাদেশ প্রতিদিন
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে উদ্ভূত পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে– এমন খবর প্রথম পাতায় গুরুত্ব দিয়ে ছেপেছে বাংলাদেশ প্রতিদিন। ‘আরও জটিল রোহিঙ্গা পরিস্থিতি’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, ক্রমেই জটিল হচ্ছে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে উদ্ভূত পরিস্থিতি। নতুন করে গত কয়েক মাসে বাংলাদেশে এসেছে ১ লাখ ১৩ হাজার রোহিঙ্গা। আগে থেকে বাংলাদেশের গলার কাঁটা হয়ে চেপে বসা প্রায় ১২ লাখ রোহিঙ্গার সঙ্গে নতুন এ রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার চাপ এসেছে।
নতুন এ লক্ষাধিক রোহিঙ্গা আশ্রয় দিতে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে জাতিসংঘ। এর সঙ্গে উৎকণ্ঠা বাড়িয়েছে রাখাইনের জন্য মানবিক করিডর দেওয়ার ‘নীতিগত সিদ্ধান্ত’। যথাযথ আলোচনা ও পর্যালোচনা ছাড়া হঠাৎ এই সিদ্ধান্তে কূটনৈতিক মহলেও আছে উদ্বেগ। পাশাপাশি প্রকাশ্যে বক্তব্য-বিবৃতি দিয়ে জাতীয় নিরাপত্তার হুমকির শঙ্কায় এই করিডরের সিদ্ধান্তের বিরোধিতা করেছে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো।

বণিক বার্তা
বিশ্বের বিভিন্ন সংঘাতময় অঞ্চলে এর আগে মানবিক করিডোর চালুর উদ্যোগ ব্যর্থ হয়েছে– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে বণিক বার্তা। ‘যুদ্ধ-সংঘাতময় এলাকায় বহুলাংশে ব্যর্থ হয়েছে মানবিক করিডোর’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৯ অক্টোবর। ফিলিস্তিনের গাজা উপত্যকা অবরোধের ঘোষণা দেয় ইসরায়েল। সে সময় দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্ট বলেন, ‘আমি গাজা উপত্যকা সম্পূর্ণ অবরোধের নির্দেশ দিয়েছি। বিদ্যুৎ থাকবে না, খাবার থাকবে না, জ্বালানি থাকবে না, সবকিছু বন্ধ।’
এমন পরিস্থিতিতে গাজায় মানবিক সহায়তায় জাতিসংঘসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নেয়া হয় জরুরি পদক্ষেপ। উদ্যোগ নেয়া হয় ‘মানবিক করিডোর’-এর। যদিও সফলতার মুখ দেখেনি সে উদ্যোগ। একইভাবে ২০২২ সালের মার্চে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর পূর্ব ইউক্রেনের মারিউপোল ও ভলনাভাখা করিডোর দিয়ে প্রায় ২ লাখ ১৫ হাজার বাসিন্দাকে সরানোর উদ্যোগ নেয়া হয়। কিন্তু ৫ ঘণ্টা যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই নিরাপত্তা বিবেচনায় সেটি বন্ধ করে দেয়া হয়।

নয়া দিগন্ত
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ঋণের কিস্তি না দিলে নিজেদের মতো করে বাজেট উপস্থাপন করবে সরকার– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে নয়া দিগন্ত।‘আইএমএফ কিস্তি না দিলে নিজেদের মতো বাজেট’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সাফ জানিয়ে দিয়েছেন, সেই দিন আর নেই, বাংলাদেশ এখন আর আইএমএফ ও বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ কিস্তি না দিলে নিজেদের মতো করে বাজটে করব। আমরা তাদের কাছ থেকে ঋণ না নিলে ওদের অনেকের চাকরিই থাকবে না। তাই আমরা এখন একটি শক্ত পদক্ষেপ নেব।
তিনি বলেছেন, ইন্দোনেশিয়ায় টাকা দিতে না পেরে অনেকের চাকরি চলে গেছে। মালয়েশিয়াতে মাহাথির মোহাম্মদ শক্ত পদক্ষেপ নেয়ায় অনেকের চাকরি চলে গেছে। আমরা যদি ঋণ না নেই, দেখবেন ওখানে কয়জনের চাকরি যায়।

আজকের পত্রিকা
সব ধরনের ওষুধের মধ্যে দেশে পরিপাকতন্ত্রের জটিলতাবিষয়ক ওষুধ বিক্রিতে রয়েছে তৃতীয় সর্বোচ্চ স্থানে– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে আজকের পত্রিকা। ‘পরিপাকতন্ত্রের ওষুধে যাচ্ছে সাড়ে ৫ হাজার কোটি টাকা’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়, সব ধরনের ওষুধের মধ্যে দেশে পরিপাকতন্ত্রের জটিলতাবিষয়ক ওষুধ বিক্রিতে রয়েছে তৃতীয় সর্বোচ্চ স্থানে। সরকারি গবেষণায় উঠে এসেছে, এসব ওষুধ বিক্রির অঙ্ক বছরে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট, জনসংখ্যার একটা বিশাল অংশ পরিপাকতন্ত্রের সমস্যায় ভুগছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভেজাল খাবার গ্রহণ ও সার্বিক খাদ্যাভ্যাস, অস্বাস্থ্যকর জীবনাচার ও অসংক্রামক রোগের বিস্তার বাড়ার কারণে পরিপাকতন্ত্রের রোগের ঘটনা বেড়েছে। নিজে নিজে ওষুধ সেবনের প্রবণতা বাড়াও এই রোগের ওষুধের বিক্রি বেড়ে চলার একটি কারণ।

দেশ রূপান্তর
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান পদে যোগ দিয়ে ‘কিংবদন্তি’ আখ্যা পাওয়া মুয়ীদ চৌধুরীকে নিয়ে করা প্রতিবেদন দিয়ে প্রধান প্রতিবেদন করেছে দেশ রূপান্তর। ‘মানবিক করিডর নিয়ে শঙ্কা উদ্বেগ’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, কক্সবাজার দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছে দিতে বাংলাদেশের কাছে করিডর দেওয়ার অনুরোধ করেছিল জাতিসংঘ। অনুরোধে সাড়া দিয়ে জাতিসংঘের তত্ত্বাবধায়নে শর্ত সাপেক্ষে মিয়ানমারের বেসামরিক লোকজনের জন্য ‘মানবিক করিডর’ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
সরকারের এমন সিদ্ধান্তের সমালোচনায় মুখর রাজনৈতিক দলগুলো। প্রায় সব দলই মনে করছে, এমন সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক আলোচনা ও ঐক্যমতের প্রয়োজনীয়তা ছিল। এমন সিদ্ধান্ত দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তার জন্য হুমকিও। অন্তর্বর্তী সরকারের এমন সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার নিয়েও প্রশ্ন তুলেছে কয়েকটি রাজনৈতিক দল।