ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংস্কার কার্যক্রম এগিয়ে নিয়ে সরকার গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির প্রথম পর্বের আলোচনা শেষ হওয়া এবং আলোচনায় কতটা অগ্রগতি হলো সেই খবর তুলে ধরে বুধবার প্রধান প্রতিবেদন সাজিয়েছে কয়েকটি সংবাদপত্র। এর বাইরে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ৯৪ শতাংশ শিক্ষার্থীর ফেল করা, চট্টগ্রামের রাউজানে আবার যুবদল কর্মী খুন হওয়া, জনপ্রশাসন সংস্কার কার্যক্রমে স্থবিরতা, দেশের ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রায় দেড় হাজার কোটি টাকার অনিয়ম, যুক্তরাষ্ট্র প্রবাসীদের ফেরত পাঠানোর আতঙ্ক এবং রাষ্ট্র খাতের এক সময়ের উদীয়মান প্রতিষ্ঠান জনতা ব্যাংকের ডুবতে বসার খবরও প্রধান প্রতিবেদন হিসেবে ছেপেছে বিভিন্ন সংবাদপত্র। এক নজরে দেখে নেওয়া যাক বুধবার কোন সংবাদপত্র কোন খবরকে প্রধান শিরোনাম করেছে।

নয়া দিগন্ত
রাষ্ট্র খাতের এক সময়ের উদীয়মান প্রতিষ্ঠান জনতা ব্যাংক ডুবতে বসছে– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে নয়া দিগন্ত। ‘ডুবতে বসেছে জনতা ব্যাংক’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, ডুবতে বসছে রাষ্ট্র খাতের এক সময়ের উদীয়মান প্রতিষ্ঠান জনতা ব্যাংক। টেক্সটাইল, তৈরী পোশাক খাতসহ শিল্প খাতে বিনিয়োগ করে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জনতা ব্যাংকের গড় দেড় দশকে আওয়ামী ফ্যাসিস্টদের দৌরাত্ম্য, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে পানির মতো অর্থ বের করে ব্যাংকটিকে ফাঁপা করে ফেলা হয়েছে। পতিত প্রধানমন্ত্রীর বাণিজ্যিক উপদেষ্টা সালমান এফ রহমানই ব্যাংক থেকে বের করে নিয়েছেন ২৭ হাজার কোটি টাকা। ব্যাংক খেকো এস আলম বের করে নিয়েছে প্রায় ১৪ হাজার কোটি টাকা।
এভাবে নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার, এনন টেক্সসহ ডজন খানেক ব্যবসায়ী মাফিয়া ব্যাংকটি থেকে অর্থ বের করে আর ফেরত দিচ্ছেন না। শুধু তা-ই নয় বছরের পর বছর সুদ পরিশোধ না করে উল্টো তা মওকুফ করে নিয়েছেন। শুধু নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদারের ২৬১ কোটি টাকার সুদ মওকুফ করে নিয়েছেন। এভাবে এক সময়ের শক্ত মূলধনের ওপর গড়ে ওঠা জনতা ব্যাংক গত এক বছরে লোকসান করেছে ২২ শ’ কোটি টাকা। আর জানুয়ারি থেকে মার্চ তিন মাসে লোকসান করেছে ৯০০ কোটি টাকা।

প্রথম আলো
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বেশ কিছু মৌলিক বিষয়ে বিএনপির একমত না হওয়ার খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে প্রথম আলো। ‘বেশ কিছু মৌলিক বিষয়ে একমত হয়নি বিএনপি’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, সংস্কারের যেসব সুপারিশে বিএনপির আংশিক একমত বা ভিন্নমত ছিল, সেগুলোর বিষয়ে ঐকমত্যে আসার লক্ষ্যে দলটির সঙ্গে আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। তিন দিন আলোচনা হলেও সংবিধান ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের মৌলিক পরিবর্তনের বেশ কিছু সুপারিশের বিষয়ে বিএনপির সঙ্গে কমিশনের ঐকমত্য হয়নি।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদের এলডি হলে বিএনপির সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা শেষ হয়। আলোচনা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেছেন, পাঁচটি সংস্কার কমিশনের প্রায় ৬৯৪টি প্রস্তাবের মধ্যে বেশির ভাগের সঙ্গে বিএনপি একমত হয়েছে। আপাতত আলোচনা শেষ হয়েছে। প্রয়োজনে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক আরও আলোচনা হতে পারে।

সমকাল
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে তিন দিনের আলোচনায় বিএনপির অবস্থান বদল না করার খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে সমকাল। ‘ঐকমত্য কমিশন-বিএনপির প্রথম পর্বের আলোচনা শেষ: মৌলিক বিষয়ে এখনও মতভিন্নতা কাটেনি’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী এবং নির্বাহী বিভাগের ক্ষমতা কমতে পারে- এমন সুপারিশে একমত হয়নি বিএনপি। জাতীয় নির্বাচনের ভোটের অনুপাতে সংসদের উচ্চকক্ষে আসন বণ্টন এবং সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনেও রাজি হয়নি তারা।
প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন এ দুই সুপারিশকেই ক্ষমতার ভারসাম্য নিশ্চিতের প্রধান চাবিকাঠি আখ্যা দিয়েছে। কমিশনের সঙ্গে তিন দিনের আলোচনায় বিএনপি তার অবস্থান বদল করেনি। যেসব সুপারিশে দলটি একমত হয়েছে, সেগুলো বাস্তবায়নে পরবর্তী সংসদে বিশদ আলোচনার প্রয়োজন বলেও মতামত দিয়েছে।
অতীতে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে এ বি এম খায়রুল হককে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের নজির থাকলেও বিএনপি আপিল বিভাগের জ্যেষ্ঠতম তিন বিচারপতির মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগসহ বিভিন্ন প্রস্তাব করেছে গতকাল মঙ্গলবারের বৈঠকে। এর মাধ্যমে ঐকমত্য কমিশনের সঙ্গে দলটির সঙ্গে প্রথম পর্যায়ের সংলাপ শেষ হয়েছে।

কালের কণ্ঠ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৯৪ শতাংশেরই ফেল করার খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে কালের কণ্ঠ। ‘দুই জিপিএ ৫ পেয়েও ফেল সোয়া লাখ’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৯৪ শতাংশই ফেল করেছেন। এসব শিক্ষার্থীর বেশির ভাগই এসএসসি ও এইচএসসিতে ডবল জিপিএ ৫ পাওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটেও ৯০ শতাংশের বেশি ভর্তীচ্ছু ফেল করেছেন। এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫ পেয়েও প্রায় সোয়া লাখ শিক্ষার্থীর ভর্তি পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ার বিষয়টি সবাইকে ভাবিয়ে তুলেছে।
শিক্ষাবিদরা বলছেন, অনেক শিক্ষার্থী প্রথাগত পড়াশোনায় ভালো ফল করছেন। অনেক ক্ষেত্রে সরকার তার সাফল্য দেখাতে জিপিএ ৫ বাড়িয়েছে। শিক্ষকদের ওভার মার্কিংয়ে বাধ্য করা হয়েছে। আবার অদক্ষ শিক্ষকরা কম সময়ে তাড়াহুড়া করে খাতা দেখতে গিয়ে গড়পড়তা নম্বর দিচ্ছেন। সর্বোপরি শিক্ষার মান খুবই খারাপ। একজন শিক্ষার্থী যখন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মেধা যাচাইয়ে নামেন, তখনই তাঁর প্রকৃত অবস্থা বোঝা যায়।

ইত্তেফাক
চট্টগ্রামের রাউজানে ৬০ ঘণ্টার ব্যবধানে আরেক যুবদল কর্মী খুন হওয়ার খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে ইত্তেফাক। ‘৬০ ঘণ্টার ব্যবধানে রাউজানে আবার যুবদল কর্মী খুন’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার দেশের পাঁচ জেলায় পাঁচটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। চট্টগ্রামের রাউজানে ৬০ ঘণ্টার ব্যবধানে মো. ইব্রাহিম নামে আরেক যুবদল কর্মী খুন হয়েছে। ফোন করে বাড়ি থেকে স্থানীয় সিএনজি স্টেশনে ডেকে নিয়ে তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে সশস্ত্র সন্ত্রাসীরা। দুপুর দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গাজীপাড়া এলাকার বাজারে এই ঘটনা ঘটে। এছাড়া খুলনায় এক ব্যবসায়ীকে গুলি করে, নরসিংদীতে ইউপি সদস্য ও ফেনীতে দুধ বিক্রেতাকে কুপিয়ে এবং ভোলায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, সিএনজি অটোরিকশা করে এসে অতর্কিতভাবে একদল অস্ত্রাধারী সন্ত্রাসী গুলি করে ইব্রাহিমকে হত্যা করে। এ সময় সিএনজি স্টেশনে অবস্থান করা মানুষ দিগ্বিদিকশূন্য হয়ে ছোটাছুটি করে প্রাণ রক্ষা করেন। নিহত ইব্রাহিম ঐ এলাকার মো. আলমের ছেলে। তিনি স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

যুগান্তর
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে কমিশনের বেশির ভাগ সুপারিশের প্রতি বিএনপি সমর্থন জানিয়েছে– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে যুগান্তর। ‘ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির প্রথম পর্যায়ের বৈঠক শেষ: বেশির ভাগ সুপারিশে সমর্থন’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় ঐকমত্য কমিশনের বেশির ভাগ সুপারিশে সমর্থন জানিয়েছে বিএনপি। তবে বেশকিছু সুপারিশে আপত্তিও রয়েছে দলটির। সেক্ষেত্রে আপত্তি থাকা বিষয় নিয়ে কমিশনের কাছে দলের মতামত তুলে ধরা হয়েছে। একমত হওয়া সুপারিশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, নিম্নকক্ষের ৪০০ আসনের মধ্যে ১০০টি আসন নারীদের জন্য সংরক্ষিত, বিরোধীদল থেকে ডেপুটি স্পিকার, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়া, ন্যায়পাল নিয়োগ এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রক্ষা।
অন্যদিকে প্রধান প্রচারপতি নিয়োগ আইন, মন্ত্রিপরিষদে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, গণভোট, ৭০ অনুচ্ছেদ, সংবিধানের মূলনীতি পরিবর্তন, নারী আসনে সরাসরি ভোট, রাষ্ট্রের নাম পরিবর্তন এবং একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী, সংসদনেতা ও দলীয় প্রধানের পদে না থাকার বিষয়সহ বেশকিছু সুপারিশে ভিন্নমত পোষণ করেছে। মঙ্গলবার দিনভর জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে তৃতীয় বা শেষ আলোচনায় এ কথা জানিয়েছে বিএনপি।

বাংলাদেশ প্রতিদিন
যৌক্তিক সংস্কার ও বিচার- এই দুটোর সমন্বয় করতেই সরকারের পক্ষ থেকে আগামী জুন পর্যন্ত নির্বাচনের টাইমলাইন দেওয়া হয়েছে– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে বাংলাদেশ প্রতিদিন। ‘জুন টাইমলাইনে ইউনূস’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় নির্বাচনের ডেডলাইন কেন জুন পর্যন্ত, তা নিয়ে এখন প্রশ্ন উঠছে। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে। আরেক রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী রোজার আগে নির্বাচন অনুষ্ঠানের কথা বলছে। জুলাই অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পাটিও (এনসিপি) বলছে, তাদের দাবি পূরণ হলে যেকোনো সময় নির্বাচন হতে পারে। বামপন্থি রাজনৈতিক দলগুলোও যত দ্রুত সম্ভব নির্বাচনের দাবি জানাচ্ছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে প্রস্তুত বলে জানাচ্ছে খোদ নির্বাচন কমিশন।
এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানাচ্ছেন, আগামী নির্বাচনের ভিত্তি হবে জুলাই চার্টার। সেই জুলাই চার্টারেই উল্লেখ থাকবে কতটা সংস্কার হবে। জুলাই চার্টার বলে দেবে, কতটা সংস্কার বর্তমান সরকার করবে, কতটা করবে পরবর্তী নির্বাচিত সরকার। পাশাপাশি বিগত ফ্যাসিস্ট সরকারের গুম, খুন ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচারের রায় নিশ্চিত করতে হবে। যৌক্তিক সংস্কার ও বিচার- এই দুটোর সমন্বয় করতেই আগামী জুন পর্যন্ত নির্বাচনের টাইমলাইন দেওয়া হয়েছে।

বণিক বার্তা
সরকারকে জনমুখী করতে জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে জনপ্রশাসন একগুচ্ছ সুপারিশ দিলেও এখনো বৃহৎ পরিসরে সেগুলোর বাস্তবায়ন কার্যক্রম শুরু করতে পারেনি সরকার– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে বণিক বার্তা। ‘ঐকমত্যে আটকে আছে জনপ্রশাসন সংস্কার কার্যক্রম’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, আমলাতন্ত্রকে অতিমাত্রায় দলীয়করণের মধ্য দিয়ে বিগত আওয়ামী লীগ শাসনামলে গড়ে তোলা হয় পক্ষপাতদুষ্ট জনপ্রশাসন। তার ওপর ভর করেই দীর্ঘায়িত হয় তাদের শাসনকাল। তাই এ প্রথা থেকে বের হয়ে আসতে গঠন করা হয় জনপ্রশাসন সংস্কার কমিশন। নানা বিচার-বিশ্লেষণ শেষে চার মাস পর তাদের প্রতিবেদন জমা পড়ে। সরকারকে জনমুখী করতে জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে একগুচ্ছ সুপারিশ দিয়েছে কমিশন। তবে এখনো বৃহৎ পরিসরে সেগুলোর বাস্তবায়ন কার্যক্রম শুরু করতে পারেনি সরকার। এমনকি দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতেও দেখা যায়নি।
সংশ্লিষ্টরা অবশ্য বলছেন, জনপ্রশাসন সংস্কার কমিশন যেসব সুপারিশমালা প্রণয়ন করেছে, সেগুলো ঐকমত্য কমিশনে যাচাই-বাছাই চলছে। বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গেও চলছে এ নিয়ে আলোচনা। তাদের মতামত নেয়ার পর একটি চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। সে আলোকেই মূলত সংস্কার কার্যক্রম পরিচালিত হবে।

আজকের পত্রিকা
দেশের ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিরীক্ষায় ১৮৭টি অনিয়ম পাওয়া গেছে, যেসব অনিয়মে মোট আর্থিক ক্ষতি ১ হাজার ৪১৪ কোটি ৩৩ লাখ ৩৫ হাজার ৭০১ টাকা– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে আজকের পত্রিকা। ‘২৫ বিশ্ববিদ্যালয়ে ১৪১৪ কোটি টাকার অনিয়ম’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়, দেশের ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে বসবাস করা শিক্ষক-কর্মকর্তাদের কাছ থেকে কর্তৃপক্ষ নির্ধারিত হারে বাড়িভাড়া না কাটায় দুই অর্থবছরে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে ২৬ কোটি টাকার বেশি। এই ১০ টিসহ ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিরীক্ষায় ১৮৭টি অনিয়ম পাওয়া গেছে। এসব অনিয়মে মোট আর্থিক ক্ষতি ১ হাজার ৪১৪ কোটি ৩৩ লাখ ৩৫ হাজার ৭০১ টাকা।
বাংলাদেশ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) অধীন শিক্ষা অডিট অধিদপ্তরের নিরীক্ষা প্রতিবেদনে এই অনিয়ম ও আর্থিক ক্ষতির চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে ওই টাকা আদায়ের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
দেশের বিশ্ববিদ্যালয়গুলো দেখভালের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ বলেন, ‘যেসব অনিয়মের কথা হয়েছে, তা আমাদের সময়ের নয়। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এগুলোর জবাব দেবে। ইউজিসিও এসব আর্থিক অনিয়মকে কোনো প্রশ্রয় দেবে না। বিধি অনুযায়ী আমরাও ব্যবস্থা নেব।’

দেশ রূপান্তর
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর দেশটির কঠোর অভিবাসন নীতির ফলে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে দেশ রূপান্তর। ‘ফেরত পাঠানোর আতঙ্কে যুক্তরাষ্ট্র প্রবাসীরা’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প তার অভিবাসন নীতিকে আরও কঠোরভাবে কার্যকর করতে শুরু করেছেন। এর সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশি অভিবাসীদের ওপর। মার্চের প্রথম সপ্তাহ থেকে এ পর্যন্ত কয়েক ধাপে ইতিমধ্যে ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। এ সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি ও দেশে ফেরত আসাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন এ অভিবাসন নীতির ফলে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যেসব বাংলাদেশির বৈধ কাগজপত্র নেই বা যাদের ভিসার মেয়াদ পেরিয়ে গেছে তারা কেউ কেউ এখন আত্মগোপনে চলে গেছেন। বাংলাদেশি মালিকানাধীন অনেক দোকান ও রেস্তোরাঁয় কর্মচারী সংকট দেখা দিয়েছে।