ঠোঁট কালো হয়ে গেছে? পছন্দের লিপস্টিকটিও যেন ঠিক নিজ রং ফুটিয়ে তুলতে পারছে না? অনেকে পড়েন সমস্যায়। তবে দুশ্চিন্তা না করে রোজ রাতে ব্যবহার করুন ক্যাস্টর অয়েল। তাতে কিছুদিনের মধ্যে আপনার ঠোঁট হয়ে উঠবে গোলাপি।
ঠোঁট কালো হয়ে যাওয়ার এ সমস্যায় ভরসা রাখুন ঘরোয়া এ সমাধানে। কেননা ক্যাস্টর অয়েলে রয়েছে প্রচুর ঔষধি গুণ। এতে রয়েছে ভিটামিন ই, ওমেগা ৬ এবং ওমেগা ৯-এর মতো স্বাস্থ্যকর ফ্যাট। এটি শুধু ত্বকের যত্নেই নয়, অ্যান্টি-ফাঙ্গাল, অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যের জন্যও পরিচিত।
ক্যাস্টর অয়েল প্রতিদিন মুখে বা ঠোঁটে ব্যবহার করলে অ্যালার্জি, ব্রণ বা দাগ দূর হয় এবং ফিরিয়ে ঠোঁটের প্রাকৃতিক রং। নিয়মিত ব্যবহারে ঠোঁট আবার গোলাপি হয়ে ওঠে।
তবে তা ব্যবহার করতে হবে সঠিক নিয়মে। চলুন জেনে নেয়া যাক ক্যাস্টর অয়েল ঠিক কীভাবে ঠোঁটে ব্যবহার করবেন-
১. রোজ রাতে ঘুমানোর আগে দুই ফোঁটা ক্যাস্টর অয়েল নিয়ে ধীরে ধীরে ম্যাসাজ করুন। প্রতিটিন এভাবে করলে আপনার ঠোঁট হবে মসৃন এবং নরম।
২. ক্যাস্টর অয়েল দিয়ে ঘরেই লিপবাম তৈরি করে করে নিতে পারেন। এর জন্য অবশ্য আপনার আরও দুটি উপদান প্রয়োজন হবে। দুটোই প্রাকৃতিক। এর একট শিয়া বাটার আর আরেকটি মধু।
একটি প্যানে শিয়া বাটার গরম করে নিন। তারপর চুলা বন্ধ করে তার মধ্যে এক চামচ ক্যাস্টর অয়েল ও সামান্য মধু মিশিয়ে নিন। ঠাণ্ডা হলে একটা কন্টেইনারে রেখে ব্যবহার করুন প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে। আর কয়েকদিনের মধ্যে দেখুন এর ম্যাজিক।