উপহারে ঊষা-ভ্যান্সের সন্তানদের কী দিলেন মোদী

ভ্যান্স ও ঊষার সঙ্গে নরেন্দ্র মোদী।
ভ্যান্স ও ঊষার সঙ্গে নরেন্দ্র মোদী।

আমেরিকায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবকিছু ঠিকঠাক থাকলে শুক্রবার বৈঠকে করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্পের সঙ্গে।

তবে তার আগে বৃহস্পতিবার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার স্ত্রী উষার সঙ্গে দেখা করেছেন মোদী। তাদের দুই সন্তানকে দিয়েছেন বিশেষ উপহার। 

দ্বিতীয়বারের জন্য ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর এটিই নরেন্দ্র মোদীর প্রথম মার্কিন সফর। 

সাধারণত নরেন্দ্র মোদী যখনই বিদেশ সফরে যান তখনই রাষ্ট্রনেতা বা তাদের পরিবারের জন্য বিশেষ বিশেষ উপহার নিয়ে যান। তাতে থাকে ভারতীয় ঐতিহ্যের ছোঁয়াও। ব্যতিক্রম হয়নি এবারও। জেডি ভ্যান্স ও উষার সন্তানদের জন্য নিয়ে গেছেন কাঠের তৈরি খেলনা ট্রেন, ভারতীয় লোকচিত্রের একটি পাজল নেট, আলফাবেট সেট।

সেই পাজলে পশ্চিমবঙ্গের কালীঘাট পট চিত্রকলা, সাঁওতালি উপজাতির চিত্রকলা থেকে মধুবনী চিত্রকলাসহ বিভিন্ন লোকচিত্র রয়েছে। 

উপহার পেয়ে সন্তানরা কতটা খুশি তা নিজেই জানিয়েছেন জেডি ভ্যান্স।

নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডলে করা পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী মোদীর অমায়িক এবং সদয় ব্যক্তিত্বে তিনি মুগ্ধ। তাদের বাচ্চারা উপহার পেয়ে সত্যিই আত্মহারা হয়েছে।

আলোচনার জন্য মোদীর প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি জেডি ভ্যান্স।

ভ্যান্সের স্ত্রী ঊষা চিলুকুরি প্রথম ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার সেকেন্ড লেডি। ২০১৪ সালে ঊষাকে বিয়ে করেন ভ্যান্স।

রাজনৈতিক অঙ্গনে প্রচারের আলোয় না আসতে চাইলেও ঊষা ভান্স যে তার স্বামীর ক্যারিয়ারে যথেষ্ট প্রভাব রাখেন সেটা প্রকাশ্যে অনেকবার স্বীকার করেছেন ভ্যান্স।

২০১৩ সালে ইয়েল ইউনিভার্সিটিতে ভ্যান্সের সঙ্গে ঊষার পরিচয় হয়েছিল। তারপর অনেকটা পথ একসঙ্গে পেরিয়ে এসেছেন তারা।

বর্তমানে এই দম্পতির তিন সন্তান রয়েছে – ইভান, বিবেক ও মিরাবেল।

এদিকে, ট্রাম্প-মোদী বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় হতে পারে দু’দেশের মধ্যে শুল্ক বিবাদ হ্রাস করে রপ্তানি বৃদ্ধি।

এছাড়া ধারণা করা হচ্ছে, আলোচনায় উঠে আসবে ভারতীয়দের আমেরিকা থেকে ফিরিয়ে নেওয়ার বিষয় এবং বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও জঙ্গি উত্থানের প্রসঙ্গ।

আরও পড়ুন