‘অপারেশন সিন্দুর’ নাম দিয়ে পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরের একাধিক জায়গায় যে হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী, তা নিয়ে ভারতের রাজনীতিবিদরা প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন।
কংগ্রেসের সংসদ সদস্য এবং ভারতের লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলের একটি পোস্টে লিখেছেন, “আমাদের সেনাবাহিনীর প্রতি গর্ব হচ্ছে। জয় হিন্দ।”
কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছেন, “এই সময়ে জাতীয় ঐক্য বজায় রাখাটাই প্রয়োজন।”
পেহেলগামে গত মাসের হামলার পর থেকে তার দল যে সরকার এবং সামরিক বাহিনীর যে কোনও পদক্ষেপের পক্ষেই দাঁড়িয়েছে, সেটাও মনে করিয়ে দিয়েছেন কংগ্রেস সভাপতি।
এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়েইসি “পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী শিবিরগুলি”র ওপরে ভারতের “সার্জিকাল স্ট্রাইক”কে স্বাগত জানিয়েছেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও ভারতের ‘অপারেশন সিন্দুর’কে স্বাগত জানিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন, “জয় হিন্দ, জয় ইন্ডিয়া’।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সামরিক বাহিনীকে এই ‘অপারেশন সিন্দুর’-এর জন্য অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেছেন, “পহেলগামে আমাদের নিরীহ ভাইদের নির্মম হত্যার” প্রতিশোধ নিতেই পাকিস্তানের ওপরে এই হামলা চালানো হয়েছে।
তিনি আরও বলেন “ভারত এবং ভারতের মানুষের ওপরে যে কোনও আক্রমণের যথাযথ জবাব দেওয়ার জন্য মোদী সরকার দৃঢ় প্রতিজ্ঞ ছিল। সন্ত্রাসবাদকে সমূলে উৎপাটিত করার জন্য ভারত প্রতিশ্রুতিবদ্ধ।”
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, “ভারতমাতা কি জয়” আর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুধু লিখেছেন “জয় হিন্দ, জয় হিন্দ-এর সেনা”।