‘পুষ্পা থ্রি’ আসবে কবে?

পুষ্পা টু’র পর আসছে পুষ্পা থ্রি
পুষ্পা টু’র পর আসছে পুষ্পা থ্রি

‘পুষ্পা’ ছবির সিক্যুয়েল ‘পুষ্পা টু’ এর ঝড় যেন থামার নয়। আল্লু অর্জুন, রশ্মিকা মান্দান্না এবং ফাহাদ ফাসিল অভিনীত ছবিটি সপ্তাহের কাজের দিনেও দারুণ ব্যবসা ধরে রাখতে সক্ষম।

আল্লু-রশ্মিকার এই ছবি পর্দায় ওঠার পঞ্চম দিনের মধ্যে ঝুলিতে তুলেছে প্রায় ছয়শ’ কোটি রুপি।

তবে চমক রয়েছে আরও। ‘পুষ্পা টু’ ছবির মুক্তির আগেই জানা গেল, খুব শিগগিরই আসবে ‘পুষ্পা থ্রি’। রেসুল পুকুট্টির একটি ছবি পোস্ট করার পরই এ খবর প্রকাশ্য়ে আসে। রেসুল যে ছবিটি পোস্ট করেছেন, তার ব্যাকগ্রাউন্ডেই স্পষ্ট হয়েছে ‘পুষ্পা থ্রি’-এর পোস্টার।

বিশ্বের ৩ হাজার প্রেক্ষাগৃহে বাংলা, হিন্দি-সহ তামিল, তেলুগু, মালয়লম, কন্নড়ের মতো আরও চারটি ভাষায় মুক্তি পায় ‘পুষ্পা টু: দ্য রুল’, যা মুক্তির আগেই প্রায় ৪০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছিলো। 

সাকনিল্কডটকমের (sacnilk.com) তথ্য অনুযায়ী, ‘পুষ্পা টু: দ্য রুল’ বক্স অফিসে ৫৯০ কোটি টাকা ছাড়িয়েছে। মঙ্গলবারের মধ্যে ছবিটি ৬০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলেই আশা করা হচ্ছে।

আরও পড়ুন