ক্যারিয়ারের শুরুতে মুম্বাইয়ে কোথায় উঠেছিল কাপুর পরিবার?

kapoor family

আজকে বলিউডে তাদের দাপট-পয়সা সব থাকলেও শূন্য হাতে মুম্বাইয়ে আসেন তাদের বাবা সুরিন্দর কাপুর। বলিউডের মতো জায়গায় বহিরাগতদের স্থান করে নেওয়া কতটা কঠিন তা হিসাব করার জন্য খুব বেশি মাথা খাটাতে হয় না। সেখানকার ইঁদুর দৌড় দেখলে যে কারোরই অনুমেয় সেই বিষয়টা।

অনিল কাপুরের পরিবার ছিল এমনই এক বহিরাগত পরিবার। চার দশক পেরিয়ে আজ তিন ভাই অনিল কাপুর এবং তার বড় ভাই প্রযোজক বনি কাপুর বলিউড দাপিয়ে বেড়াচ্ছেন। ছোট ভাই সঞ্জয় কাপুরও নায়ক হিসেবে অভিনয় করেছেন বেশ কয়েকটি সিনেমাতে।

বনির প্রযোজনাতেই ‘ওহ্‌ সাত দিন’ ছবিতে প্রথম মুখ্য চরিত্রে দর্শকদের সামনে আসেন অনিল কপূর। আজও তার ইনিংস থেমে নেই।

তবে জানেন কি মুম্বাইয়ে যখন তার পরিবার প্রথম আসে তাদের ঠাঁই হয়েছিল রাজ কাপুরের গ্যারেজে!  

অনিলের বাবা ছিলেন রাজ কাপুরের বাবা পৃথ্বীরাজ কাপুরের দূরসম্পর্কের ভাই। প্রথমবার পরিবার নিয়ে মুম্বাইয়ের মতো যখন মুম্বাই আসেন শোনা যায় সেই সময় তাদের আশ্রয় দেন রাজ কাপুরের পরিবার।

তবে তাদের বাংলোর কোনও ঘরে নয়; জায়গা দেনকাপুর পরিবারের গ্যারেজে! যদিও এই প্রসঙ্গে কোনওদিন কোনও কথা বলেননি অনিল অথবা রাজ কাপুরের পরিবারের কেউ-ই।

তবে ইন্ডাস্ট্রিতে কান পাতলে এও শোনা যায়, কাপুর গ্যারেজে থাকার পর মুম্বাইয়ের এক প্রান্তিক অঞ্চলে নিজের পরিবার নিয়ে চলে যান সুরিন্দর কাপুর। সেখানেই ছেলেবেলা ও কৈশোর কাটিয়েছেন অনিল-বনি-সঞ্জয়রা। 

যদিও এরপর বলিপাড়ায় অভিনেতা হিসাবে আকাশছোঁয়া সাফল্য পান অনিল। প্রযোজক হিসাবেও নিজের পাকাপোক্ত জায়গা করে নেন বনি কাপুরও।

আরও পড়ুন

সর্বশেষ

ads