কে এই সন্ন্যাসিনী মমতানন্দ গিরি?

Mamata Kulkarni

ভারতের বলিউডে ‘সেক্স সিম্বল’ নামে খ্যাত হয়েছিলেন নব্বইয়ের দশকে। সালমান খান ও অক্ষয় কুমারের বিপরীতে হিট ছবিতে অভিনয় করে সুনামও কুড়িয়েছিলেন। তবে দু’দশক ধরে তিনি গ্ল্যামার দুনিয়ার বাইরে। এমনকি দেশও ছেড়েছিলেন। এবার ফিরলেন যখন তখন তিনি সন্ন্যাসিনীর বেশে। 

নিশ্চয় বুঝে যাওয়ার কথা এতক্ষণে; মমতা কুলকার্নির কথাই বলা হচ্ছে। আখড়ায় পেয়েছেন নতুন নাম।

শুক্রবার ভারতের প্রয়াগরাজে গিয়ে মহাকুম্ভে যোগ দিয়েই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন সালমান-শাহরুখের এই অভিনেত্রী।

নব্বই দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নির রুপের উজ্জ্বলতায় পড়েছিল মুম্বইয়ের তৎকালীন অন্ধকারজগতের তাবড় ডনরাও। বলিউডে তখন মাফিয়ারাজ। লাস্যময়ী নায়িকার প্রেমে পড়েন ছোটা রাজন। যদিও সেই সম্পর্ক ভেঙে যায় পরবর্তীতে বিয়েও করেন ড্রাগ মাফিয়া ভিকি গোস্বামীকে।

একের পর এক বিতর্ককে সঙ্গী করে মাঝপথেই স্তব্ধ হয় মমতার বলিউডের ক্যারিয়ার। পরবর্তীতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি বাংলা সিনেমাতেও দেখা যায়।

২৪ জানুয়ারি কিন্নর আখড়ায় সেখানকার মহামন্ডলেশ্বর আচার্য লক্ষ্মী নারায়ণের সঙ্গে দেখা করেন মমতা কুলকার্নি। গুরুর হাত ধরেই শুরু করলেন জীবনের আধ্যাত্মিক অধ্যায়।

সন্ন্যাস নেওয়ার ফলে নিয়মানুযায়ী বদলে গেল বলিউডের একসময়কার হিট নায়িকা মমতা কুলকার্নির পরিচয়ও। তার নতুন নামকরণ করা হয়েছে মমতানন্দ গিরি।

মহাকুম্ভের কিন্নর আখড়া থেকে ভাইরাল হওয়া ছবিতে সালমান-শাহরুখের করণ অর্জুন অভিনেত্রীকে দেখা গেল গেরুয়া বসনে। গলায় রুদ্রাক্ষের মালা। কপালে গেরুয়া তিলক। সেই গ্ল্যামার আর নেই! একনজরে মমতাকে দেখে চেনাও দায়!

শুক্রবারই সন্ন্যাসিনী মমতানন্দকে কিন্নর আখড়ার ‘মহামন্ডলেশ্বর’ হিসেবে ঘোষণা করা হয়।

গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমস্থলে নিজের পিণ্ডদান করেই তিনি সন্ন্যাস গ্রহণ করেন।

কয়েক বছর ধরেই অন্তরালে ছিলেন মমতা কুলকার্নি। করণ অর্জুন, আশিক আওয়ারা থেকে শুরু করে নব্বই দশকে একাধিক হিট বলিউড সিনেমায় অভিনয় করেছেন তিনি। প্রথমসারির নায়কদের সঙ্গেও স্ক্রিন শেয়ার করেছেন। তবে পরবর্তীতে জীবনের এক অস্থির সময়ে ধর্মে মতি হয় তার।

আরও পড়ুন

সর্বশেষ

ads