স্পিনার সোহেলি নিষিদ্ধ হলেন যেসব কারণে

স্পিনার সোহেলি আক্তার।
স্পিনার সোহেলি আক্তার।

আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশের স্পিনার সোহেলি আক্তারকে। ১০ ফেব্রুয়ারি ২০২৫ থেকে কার্যকর হয়েছে তার শাস্তি।

আইসিসি এক বিবৃতিতে মঙ্গলবার জানায়, দুর্নীতিবিরোধী আইনের পাঁচটি ধারা লঙ্ঘন করেছেন সোহেলি।

গেল আড়াই বছর ধরেই থমকে ছিল সোহেলির ক‍্যারিয়ার। তবে আইসিসির দুর্নীতিবিরোধী বিধি ভঙ্গের দায়ে এই শাস্তি পাওয়ায় এই অফ স্পিনারের ক‍্যারিয়ার কার্যত শেষ হয়ে গেল।

সোহেলির বিরুদ্ধে অভিযোগগুলো ২০২৩ উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপ সংক্রান্ত। এর মধ‍্যে আছে দেশে থেকেই দলের এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব।

সেই ক্রিকেটারের অভিযোগের ভিত্তিতেই সোহেলির বিরুদ্ধে তদন্ত করে আইসিসির দুর্নীতি দমন বিভাগ। শুরুতে অস্বীকার করলেও পরে নিজের দায় স্বীকার করে নেন ৩৬ বছর বয়সী স্পিনার। তাই এই বিষয়ে পরবর্তীতে আর শুনানির প্রয়োজন নেই।

২ দশমিক ১ দশমিক ১ অনুচ্ছেদে কোনো আন্তর্জাতিক ম্যাচের ফলাফল, অগ্রগতি বা অন্য কোনো দিক অনুচিতভাবে প্রভাবিত করার জন্য বা এ ধরনের প্রচেষ্টার অংশ হিসেবে কোনো চুক্তি বা প্রচেষ্টায় জড়িয়ে যাওয়া বা অন্য কোনো উপায়ে ইচ্ছাকৃতভাবে খারাপ পারফরম্যান্স করার মাধ্যমে ম্যাচ ফিক্সিং বা সেটিকে প্রভাবিত করার কথা বলা হয়েছে।

এই প্রচেষ্টায় সফল হওয়ার জন্য নিজে বাজি ধরা, অন্য কাউকে দিয়ে ঘটানোর জন্য কোনো পুরস্কার নেওয়া বা দেওয়ার জন্য সম্মত হওয়ার কথা বলা হয়েছে ২ দশমিক ১ দশমিক ৩ অনুচ্ছেদে।

কোনো ক্রিকেটার বা ম্যাচ সংশ্লিষ্ট কাউকে নিয়ম ভাঙতে সরাসরি বা পরোক্ষভাবে প্রলুব্ধ করা বা সহায়তার কথা বলা হয়েছে ২ দশমিক ১ দশমিক ৪ অনুচ্ছেদে। ফিক্সিং বা দুর্নীতির প্রস্তাব পাওয়ার পর সে বিষয়ে অ্যান্টি করাপশন ইউনিটকে অবহিত করতে ব্যর্থ হওয়ার কথা বলা হয়েছে ২ দশমিক ৪ দশমিক ৪ অনুচ্ছেদে। আর তদন্ত শুরু হওয়ার পর অ্যান্টি করাপশন ইউনিটের কাজে বাধা সৃষ্টির কথা বলা হয়েছে ২ দশমিক ৪ দশমিক ৭ অনুচ্ছেদে।

প্রায় দুই বছরের তদন্ত প্রক্রিয়া শেষে সব কিছু বিচার-বিবেচনায় এনে এসব নিয়মের লঙ্ঘন করা সোহেলিকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে আইসিসি।

২০১৩ সালে আন্তর্জাতিক অভিষেক হওয়া সোহেলির ক্যারিয়ার পরের বছরই থমকে যায়। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই দিয়ে প্রায় সাড়ে ৮ বছর পর দলে ফেরেন তিনি। এরপর ঘরের মাঠে এশিয়া কাপেও খেলেন এই অফ স্পিনার। ওই টুর্নামেন্টের পর আর ডাক পাননি জাতীয় দলে।

আরও পড়ুন