লস অ্যাঞ্জেলেসে দাবানলে পুড়ছে বিস্তীর্ণ অঞ্চল

Fire breaks out Los Angeles

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিয়ন্ত্রণহীন দাবানলে অন্তত পাঁচজনের মৃত্যু, পুড়ে গেছে শত শত বাড়িঘর। দাবানল মোকাবেলায় প্রয়োজনীয় পানির সরবরাহ প্রায় ফুড়িয়ে আসছে বলে জানিয়েছে রয়টার্স।

মঙ্গলবার দাবানল ছড়িয়ে পড়তে শুরু করলে তীব্র বাতাসের কারণে তা আরও শক্তিশালী হয়ে ওঠে। বাতাসের গতির কারণে অল্প সময়ের মধ্যে তা শহরের চারপাশ ঘিরে ধরেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সন্ধ্যা থেকে আগুনের মাত্রা ক্রমাগতভাবে বাড়ছে। গ্রাস করছে নতুন নতুন এলাকা।

লস অ্যাঞ্জেলেসের দমকল বাহিনীর প্রধান ক্রিস্টিন ক্রাউলি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের হলিউড হিলস অংশে নতুন একটি দাবানল শুরু হয়েছে, এতে আরও মানুষকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নিতে হয়েছে এবং লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে জ্বলতে থাকা দাবানলের সংখ্যা ছয়টিতে দাঁড়িয়েছে।

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, এসব আগুনের কোনোটিকেই নিয়ন্ত্রণ করা যায়নি, এর মধ্যে এক জোড়া দাবানল শহরটিকে সাঁড়াশির মতো ঘিরে ধরেছে।

পশ্চিম দিকে প্যাসিফিক পলিসেডস অঞ্চলের পলিসেডস ফায়ার সান্তা মোনিকা ও মালিবুর মধ্যবর্তী পাহাড়গুলোর ১৫ হাজার ৮৩২ একর এলাকা আর ১০০০ স্থাপনা গ্রাস করেছে।

এই দাবানলটি মঙ্গলবার টোপাঙ্গা ক্যানিয়ন থেকে এগিয়ে প্রশান্ত মহাসাগরের তীর পর্যন্ত পৌঁছে যায়। এটি ইতোমধ্যে লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে অন্যতম ধ্বংসাত্মক একটি দাবানল হয়ে দাঁড়িয়েছে।

পূর্ব দিকে সান গ্যাব্রিয়েল পর্বতমালার পাদদেশে ইটন ফায়ার আরও ১০ হাজার ৬০০ একর, আরও ১০০০ স্থাপনা গ্রাস করেছে আর এখানে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

ওই দু’টি বড় দাবানলের পাশাপাশি কাউন্টিটির আরও চারটি এলাকায় আগুন জ্বলছে। এসব দাবানলের মোকাবেলা করতে গিয়ে ব্যবহারযোগ্য সম্পদের ওপর চাপ পড়ছে আর কিছু ইতোমধ্যে নিঃশেষ হয়ে গেছে।

লস অ্যাঞ্জেলেসের দমকল প্রধান অ্যান্থনি মারোনি বলেন, “এই মাত্রার পৃথক চারটি দাবানল মোকাবেলার মতো যথেষ্ট দমকল কর্মী এল. এ. কাউন্টিতে নেই।”

যুক্তরাষ্ট্রের অন্য ছয়টি অঙ্গরাজ্য থেকে দমকল কর্মীরা ক্যালিফোর্নিয়ায় জড়ো হতে শুরু করেছেন। ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চল থেকে অতিরিক্ত আরও ১০০০ দমকল কর্মী আড়াইশ ফায়ার ইঞ্জিন নিয়ে দক্ষিণে রওনা হয়েছেন।

অভিজাত এলাকা প্যাসিফিক পলিসেডসে পানি স্বল্পতায় কিছু হাইড্রান্টে পানি ফুরিয়ে গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির প্রায় ১০ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন হয়ে রয়েছে বলে পাওয়ারআউটেজ ডট ইউএস জানিয়েছে। কাউন্টিটির স্কুলগুলো বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন