ভারতের জনপ্রিয় চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’ – ফুংশুক ওয়াংডু, নামগুলো চেনা সবার। বারবার দোলা লাগায় স্মৃতির পাতায়। একটা সিনেমা যা এক্কেবারে ঘাড় ধরে ঝাঁকুনি দিয়েছিল প্রথাগত শিক্ষা ব্যবস্থা থেকে সমাজনীতির।
এই ছবিতেই বিজ্ঞানী সোনম ওয়াংচুকের ভূমিকায় ফুংশুক ওয়াংডু রূপে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন আমির খান। যা আজও সবার প্রিয়। সেই সোনম ওয়াংচুক এবার সরব হলেন কাশ্মীরে সন্ত্রাসী হামলা নিয়ে। একইসঙ্গে পাকিস্তানিদের দেউলিয়াপনাও তুলে ধরলেন সোশ্যাল মিডিয়ার দেওয়ালে।
সেই সঙ্গে মজা-রসিকতার আধারে সে দেশের মানুষ কীভাবে সে দেশের সরকারেরই উপরেই ক্ষোভে ফুঁসছেন তাও তুলে ধরলেন এক্স হ্যান্ডেলের পোস্টে।
এক্স হ্যান্ডেলে পাকিস্তানের একাধিক ব্যক্তির মন্তব্যের স্ক্রিনশট, একাধিক ব্যক্তির পোস্ট তুলে ধরলেন তিনি।
সেখানে কেউ যেমন লিখছেন, যুদ্ধ করতে হলে ৯টার আগে করে নিন, কারণ ৯টা ১৫ বাজলেই গ্যাস চলে যায়। তাতে আবার পাল্টা কমেন্টে আরও চড়েছে রসিকতার পারদ।
কেউ বলছেন, ভারতকে বুঝতে হবে কোন গরিবদের সঙ্গে ওরা লড়ছে! তবে খেলা এখানেই শেষ নয়!
কেউ আবার, ক্রিকেট সংঘাতের কথা মনে করিয়ে একেবারে দুবাইকেও টেনে এনেছেন। একজন তো লিখছেন, যুদ্ধ কী হাইব্রিড মডেলে দুবাইতে হবে নাকি ভারত এবার পাকিস্তানে আসবে?
কেউ কেউ তো আবার পাকিস্তানকে অত্যধিক গুরুত্ব দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন।
ইন্সটাগ্রাম থেকে এক্স হ্যান্ডেল, সর্বত্রই বইছে মিমের বন্যা।
এক ব্যক্তিকে তো আবার বাইককে মিসাইল সাজিয়ে ছবি তুলতেও দেখা গিয়েছে। তাতেও আবার পাকিস্তানের পতাকা। যা দেখে হাসি থামছে না নেটিজেনদের।
বিগত কয়েক বছর ধরেই পাকিস্তানের অভ্যন্তীরণ রাজনৈতিক অবস্থা টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ধুঁকছে অর্থনীতি। সঙ্গে বারবার জঙ্গি তৎপরতার অভিযোগে আন্তর্জাতিক আঙিনাতেও কোণঠাসা ইসলামাবাদ।
এই অবস্থায় পাক মদতপুষ্ট জঙ্গিদের ভারতের হিন্দু পর্যটকদের উপর বর্বোরচিত হামলা সে দেশের বড় অংশের মানুষ ভালভাবে নেয়নি বলেই মত অনেকের। তারই প্রতিচ্ছবি দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় রসিকতার বন্যায়।