কোচের বিরুদ্ধে বিদ্রোহ, অনুশীলন বয়কট নারী ফুটবলারদের

Bangladesh Women Football

সহকারী কোচের তত্ত্বাবধানে ভালোভাবেই চলছিল নারী ফুটবল দলের অনুশীলন। কোচ পিটার জেমস বাটলার ছুটি কাটিয়ে ফিরতেই বেঁকে বসলেন তারা। প্রধান কোচের বিরুদ্ধে বিদ্রোহ করে বসলেন তারা, বয়কট করলেন অনুশীলন!

অভাবনীয় এই ঘটনা নিয়ে কথা বলতে বাটলারকে মানা করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বয়কটের কথা স্বীকার করলেও বিস্তারিত কিছু বলতে রাজি হননি।

“খেলোয়াড়, কোচ, সব পক্ষের সাথে আমাদের আলোচনা চলছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। এখন এ বিষয়ে এর বেশি কিছু বলতে পারছি না,” এতটুকুতেই সন্তুষ্ট থাকতে হয় সাংবাদিকদের।

কেউ মুখ না খুললেও আড়ালে থাকছে না কিছুই। গত সাফ গেমসে দলে কোন্দলের যে স্ফুলিঙ্গের দেখা মিলেছিল সেটাই যেন দাবানল হয়ে ফিরে এসেছে এবার।

গত অক্টোবরে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ মনিকা চাকমার মন্তব‍্যের সূত্র ধরে বেরিয়ে আসে দলে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব। এই মিডফিল্ডার বলেছিলেন, সিনিয়রদের পছন্দ করেন না পিটার, তাদের সঙ্গে কোচের সম্পর্ক ভালো নয়।

বিতর্কের ঢেউ পাশে সরিয়ে নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখে বাংলাদেশ। এই আসর দিয়ে কোচের পদ থেকে সরে যাওয়ার কথা বললেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত পাল্টান বাটলার। চলতি মাসের মাঝামাঝি সময়ে নতুন চুক্তিতে তার মেয়াদ দুই বছর বাড়ায় বাফুফে।  

চাপা পড়ে যাওয়া বিতর্ক ফের মাথা চাড়া দেয়। এই পরিস্থিতিতে গত সোমবার ছুটি কাটিয়ে দেশে ফেরেন পিটার। কিন্তু দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি তিনি।

বাফুফের একটি সুত্র জানিয়েছে, ঢাকায় ফিরে ফুটবলারদের সঙ্গে মিটিং করতে প্রধান কোচ। তবে তাতে সাড়া দেননি খেলোয়াড়রা। পরে অনুশীলনেও আসেননি সিনিয়ররা। এতে আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অনুষ্ঠেয় দুটি প্রীতি ম্যাচের ভবিষ‍্যৎ নিয়ে জেগেছে শঙ্কা।

আরও পড়ুন

সর্বশেষ

ads